On Liberty ও Utilitarianism বিখ্যাত গ্রন্থ দুটির রচিয়তা কে?
A
থমাস হবস
B
জন লক
C
জন স্টুয়ার্ট মিল
D
কার্ল মার্কস
উত্তরের বিবরণ
জন স্টুয়ার্ট মিল ছিলেন একজন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক, যিনি যুক্তিবাদ, নৈতিকতা ও সমাজতত্ত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
A System of Logic
-
The Subjection of Women
-
On Liberty
-
Utilitarianism
0
Updated: 1 month ago
Idealism and Progress গ্রন্থটির রচয়িতা -
Created: 1 month ago
A
অধ্যাপক আব্দুর রাজ্জাক
B
আরুজ আলী মাতুব্বর
C
সরদার ফজলুল করিম
D
গোবিন্দচন্দ্র দেব
গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও সমন্বয়বাদী দার্শনিক ও শিক্ষাবিদ। তিনি ১৯০৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম.এ এবং পরে পিএইচডি ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা পেশায় যুক্ত হন। তাঁর দর্শনের মূল প্রতিপাদ্য ছিল ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়, যার মাধ্যমে তিনি একটি প্রগতিশীল ও মানবমুখী জীবনদর্শন গড়ে তোলেন। তাঁর দর্শন “সমন্বয়ী ভাববাদ” নামে বিশেষভাবে পরিচিত। দেব কেবল তাত্ত্বিক বিশ্লেষণেই সীমাবদ্ধ ছিলেন না, বরং ব্যবহারিক প্রয়োগেও গুরুত্ব দিতেন। তিনি “দর্শন সাগর” উপাধিতে ভূষিত হন এবং তাঁর নামে গবেষণা কেন্দ্র ও ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। দেশের প্রতি গভীর নিষ্ঠার কারণে তিনি দেশত্যাগ করেননি এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকবাহিনীর হাতে নিহত হন।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো—
-
Idealism and Progress (১৯৫২)
-
Idealism: A New Defense and a New Application (১৯৫৮)
-
আমার জীবনদর্শন (১৩৬৭ বঙ্গাব্দ)
-
Aspiration of the Common Man (১৯৬৩)
-
The Philosophy of Vivekananda and the Future of Man (১৯৬৩)
-
তত্ত্ববিদ্যাসার (১৯৬৬)
-
Buddha: The Humanist (১৯৬৯)
0
Updated: 1 month ago