Delay - Retard
A
Postpone - Promote
B
Adjourn - Start
C
Slow down - Hold up
D
Defer - Accelerate
উত্তরের বিবরণ
Delay মানে হলো দেরি হওয়া, দেরি করা কিংবা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করা। এর অনুরূপ শব্দ Retard, যার অর্থও সময়ক্ষেপণ করা বা গতি হ্রাস করা।
এখন নিচের শব্দজোড়াগুলোর মিল লক্ষ্য করা যাক:
ক)
-
Postpone: কোনো কাজ বা সিদ্ধান্তকে পিছিয়ে দেওয়া, অর্থাৎ মুলতবি রাখা।
-
Promote: কোনো ব্যক্তিকে উচ্চ পদে উন্নীত করা বা তাকে সম্মানিত করা।
সম্পর্ক: ভিন্ন অর্থে ব্যবহৃত — সমার্থক নয়।
খ)
-
Adjourn: সভা বা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ বা স্থগিত রাখা।
-
Start: কোনো কিছুর শুরু করা বা আরম্ভ।
সম্পর্ক: বিপরীতধর্মী — একটির অর্থ শেষ বা থামানো, অপরটির অর্থ শুরু করা।
গ)
-
Slow down: গতি কমানো বা ধীরে হওয়া।
-
Hold up: দেরি করানো বা কিছু একটা থামিয়ে রাখা।
🔸 সম্পর্ক: সমার্থক — উভয়েই ধীরগতির বা বিলম্বের অনুভব দেয়।
ঘ)
-
Defer: সময় পিছিয়ে দেওয়া বা বিলম্বিত রাখা।
-
Accelerate: গতি বাড়ানো বা দ্রুত করা।
সম্পর্ক: বিপরীত — একটি সময় পিছায়, অপরটি দ্রুততর করে।
উল্লিখিত অনুরূপ শব্দজুটিগুলোর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ মিল রয়েছে এই জুটিতে —
Delay : Retard :: Slow down : Hold up
কারণ উভয় শব্দজুটিই সমার্থক (synonym) সম্পর্ক প্রকাশ করে। এরা প্রত্যেকেই সময় বা গতি কমানোর অর্থ বহন করে, যা উপযুক্ত উপমার সম্পর্ককে তুলে ধরে।

0
Updated: 2 months ago
Choose the pair of words that expresses a relationship similar to that of the given pair: Words : writer
Created: 1 month ago
A
Laws : policeman
B
Butter : baker
C
Chalk : black board
D
Joy : emotion
সঠিক উত্তর: খ) Butter : baker
• ব্যাখ্যা:
- একজন writer তার কাজের জন্য words ব্যবহার করেন।
- একজন baker তার কাজের জন্য butter (এবং অন্যান্য উপকরণ) ব্যবহার করেন।
- এটি পেশার সাথে উপকরণের সম্পর্ক, যেমন একজন লেখক তার কাজের জন্য শব্দ ব্যবহার করেন, তেমনি একজন বেকার তার কাজের জন্য মাখন ব্যবহার করেন।
• অন্যদিকে,
ক) Laws : policeman
- আইন এবং পুলিশ একে অপরের সাথে সম্পর্কিত হলেও, এটি পেশার সম্পর্ক নয়, বরং আইনের প্রয়োগের সম্পর্ক।
গ) Chalk : black board
- চক এবং ব্ল্যাকবোর্ডের মধ্যে সম্পর্ক সরঞ্জাম ও পৃষ্ঠার, তবে এটি পেশার সাথে সম্পর্কিত নয়।
ঘ) Joy : emotion
- "Joy" একটি অনুভূতি, যা একটি বিশেষ emotion। তবে এটি পেশার সম্পর্ক নয়, এটি অনুভূতি বা মানসিক অবস্থার সম্পর্ক।

0
Updated: 1 month ago
Distort ... Twist.
Created: 2 months ago
A
Straighten...Bend.
B
Deform... Reform.
C
Harmonize... Balance
D
Observe... Blur.
• The correct answer is - Harmonize... Balance.
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Distort - বিকৃত করা।
- Twist - মোচড়ানো ,বিকৃত করা প্রভৃতি।
• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Harmonize - সমন্বয় সাধান করা, খাপ খাওয়া।
- Balance - সদৃশ করা , ভারসাম্য অবস্থান রাখা।
• অর্থাৎ, এ শব্দজোড়াগুলো পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে।
• অন্যান্য অপশন,
- Straighten - সরল করা বা হওয়া; সোজা করা। ... Bend - বাঁকানো; বাঁকা করা।
- Deform - বিকৃতকরণ; বিকৃত/বিকলাঙ্গ করা।। ... Reform - সংশোধন করা; সংস্কার করা; সংস্কারসাধন করা।
- Observe - লক্ষ করা; মনোযোগসহকারে দেখা; পর্যবেক্ষণ করা; পালন করা, উদযাপন করা। ... Blur - দুর্বোধ্য; কলঙ্ক; কালি বা অনুরুপ বস্তুর দাগ; ছিটা বা প্রলেপ।
• সুতরাং, শব্দ জোড়াগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক relationship টি হচ্ছে- গ) Harmonize... Balance.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. (22-25) Eager - Indifferent
Created: 2 months ago
A
Concerned - Careful
B
Anxious - Nervous
C
Enthusiastic - Halfhearted
D
Devoted - Dedicated
• Eager:
Meaning: উৎসুক; আগ্রহান্বিত; আকুল; ব্যগ্র; অধীর।
• Indifferent:
Meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।
Options,
ক)
Concerned: উদ্বিগ্ন ; সংশ্লি্ষ্ট।
Careful: সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।
খ)
Anxious: উদ্বিগ্ন।
Nervous: স্নায়ু সম্বন্ধীয়; স্নায়বীয়।
গ)
Enthusiastic: অত্যুৎসাহী।
Halfhearted: উত্সাহশূন্য; শিথিল-উদ্যম।
ঘ)
Devoted: অনুরক্ত।
Dedicated: নিয়োজিত/উৎসর্গ করা।
Analogy: Eager : Indifferent :: Enthusiastic : Halfhearted.
কারণ এটি মূল শব্দজুটির মতো বিপরীত সম্পর্ক প্রকাশ করে।

0
Updated: 2 months ago