চাপসৃষ্টিকারী গোষ্টী কীসের ভিত্তিতে পরস্পর আবদ্ধ হন?
A
রাজনৈতিক ভিত্তিতে
B
সামাজিক ভিত্তিতে
C
স্বার্থের ভিত্তিতে
D
অর্থনৈতিক ভিত্তিতে
উত্তরের বিবরণ
চাপসৃষ্টিকারী গোষ্ঠী এমন একধরনের সংগঠিত দল যারা একই ধরনের স্বার্থ ও মনোভাবের কারণে একত্রিত হয় এবং নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সচেষ্ট থাকে। তারা সরাসরি সরকার পরিচালনার চেষ্টা করে না, বরং বিভিন্ন উপায়ে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে কাজ করে।
-
সংজ্ঞা: চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি দল যারা সমজাতীয় স্বার্থ ও মনোভাবের বন্ধনে আবদ্ধ এবং সেই স্বার্থ রক্ষার জন্য একত্রিত হয়।
-
অনেকের মতে, এদেরকে স্বার্থকামী গোষ্ঠী বলেও ডাকা হয় কারণ তাদের প্রধান লক্ষ্য নিজের স্বার্থ সংরক্ষণ ও বাস্তবায়ন।
-
আলফ্রেড গ্রজিয়ার ব্যাখ্যা অনুযায়ী, চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে, বরং রাজনৈতিক কর্মকর্তাদের আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য কাজ করে।
-
তারা সরাসরি শাসনক্ষমতায় অংশ না নিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নিজেদের মতাদর্শ ও দাবি প্রতিফলিত করতে চায়।

0
Updated: 21 hours ago
জোনাথান হেইট (Jonathan Haidt) এর মতে কোনগুলো থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে?
Created: 21 hours ago
A
মূল্যবোধ, ধর্ম এবং রীতিনীতি
B
ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ
C
ধর্ম, রীতিনীতি এবং সংস্কৃতি
D
সংস্কৃতি, ঐতিহ্য এবং রীতিনীতি
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি ও সদাচার অনুশীলনে প্রেরণা জোগায়। নৈতিকতা বা নীতিবোধ মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত, এবং এটি মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে বিকশিত হয়।
গুরুত্বপূর্ণ প্রামাণ্য সংজ্ঞা ও মতামত:
-
জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন, নৈতিকতার উদ্ভব হয়েছে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ থেকে।
-
Collins English Dictionary অনুযায়ী, নৈতিকতা হলো "human behaviour-এর সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে ভালো ও মন্দ এবং উচিত ও অনুচিত আচরণের পার্থক্য নির্ণয়ের বিষয়"।
-
Cambridge International Dictionary of English মতে, নৈতিকতা হলো ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত একটি গুণ, যা প্রত্যেক ব্যক্তি আইন বা অন্য কোনো বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দেয়।
-
সক্রেটিস বলেন, "সৎ গুণই জ্ঞান" (Virtue is knowledge), অর্থাৎ জ্ঞানী ব্যক্তি অন্যায় করতে পারে না এবং ন্যায়বোধের উৎস হলো জ্ঞান।

0
Updated: 21 hours ago
"আইন ও নৈতিকতার মাঝে নিবিড় সম্পর্ক বিরাজমান।” মন্তব্যটি করেছেন কে?
Created: 21 hours ago
A
গেটেল
B
ইমানুয়েল কান্ট
C
হ্যান্স কেলসেন
D
হ্যারবার্ট স্পেনসার
নৈতিকতার ধারণা হলো ব্যক্তিগত এবং মানসিক বিষয়, যা মানুষকে ভালো-মন্দ, উচিত-অনুচিত, সৎ-অসৎ ইত্যাদি বিচারের জন্য নির্দেশনা দেয়। পৃথিবীতে ভালো-মন্দ যাচাই করার কোন চিরন্তন মানদণ্ড না থাকায়, একজনের কাছে যা ভালো মনে হয়, তা অন্যজনের কাছে খারাপ হতে পারে। তবে বিভিন্ন সমাজে ভালো-মন্দের একটি গড়পড়তা মানদণ্ড প্রায় একই রকম থাকে।
-
সততা, সৌজন্যমূলক আচরণ, সদাচার, প্রতিশ্রুতি রক্ষা—এই গুণসম্পন্ন ব্যক্তিকে সব সমাজই নৈতিক ব্যক্তি হিসেবে গণ্য করে।
-
এমন ব্যক্তি সমাজ বা রাষ্ট্রের জন্য কোন বিষয় ভালো বা মন্দ তা নির্ণয় করতে সক্ষম।
-
ভালো ও মন্দের পার্থক্য বোঝার ক্ষমতাই ব্যক্তির নৈতিকতা।
আইন ও নৈতিকতার সুসম্পর্ক
-
উভয়েরই উদ্দেশ্য হল সৎ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গঠন।
-
আইন মানুষকে সৎ, যুক্তিসংগত ও নিয়মমাফিক আচরণে বাধ্য করে।
-
সাধারণত সমাজে যা আইনবিরোধী, তা নীতিবিরোধীও হয়। উদাহরণস্বরূপ, প্রতারণা নৈতিকভাবে ভুল এবং আইনগতভাবে অপরাধ। বাংলাদেশে কেউ প্রতারণা করলে ফৌজদারী কার্যবিধির ৪২০ ধারায় মামলা করা যায়।
-
এই প্রেক্ষাপট থেকে অধ্যাপক আর জি গেটেল বলেন, "আইন ও নৈতিকতার মধ্যে নিবিড় সম্পর্ক বিরাজমান।"

0
Updated: 21 hours ago
‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক কে?
Created: 1 week ago
A
জন স্টুয়ার্ট মিল
B
প্লেটো
C
ইমানুয়েল কান্ট
D
এরিস্টটল
নীতিবিদ্যা:
-
‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট।
-
ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী।
-
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি:
-
সৎ ইচ্ছা
-
কর্তব্যের জন্য কর্তব্য
-
শর্তহীন আদেশ
-
-
‘কর্তব্যমুখী নৈতিকতা’ বা ‘কর্তব্যের নৈতিকতার’ দর্শন কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকেই গুরুত্ব দেয়।
-
ইমানুয়েল কান্টকে কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তক বলা হয়।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago