কোনটি সুশাসন প্রতিষ্ঠায় সর্বাধিক ভূমিকা রাখতে পারে?
A
দক্ষ প্রশাসন
B
অর্থনৈতিক উন্নয়ন
C
রাজনৈতিক নেতৃত্ব
D
আন্তর্জাতিক সহযোগিতা
উত্তরের বিবরণ
সুশাসন হলো একটি আপেক্ষিক ধারণা, যা রাষ্ট্র পরিচালনায় নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন নিশ্চিত করতে সাহায্য করে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবারা কোনাবল প্রথমবার Good Governance শব্দটি ব্যবহার করেন। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকই প্রথমবার এই প্রত্যয়টি ব্যবহার করে, তাই সুশাসনের ধারণার উদ্ভাবক হিসেবে বিশ্বব্যাংককে চিহ্নিত করা হয়।
-
সুশাসন প্রতিষ্ঠায় সর্বাধিক ভূমিকা রাখতে পারে রাজনৈতিক নেতৃত্ব।
-
সুশাসনের শর্ত পূরণে রাজনৈতিক নেতৃত্বই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে।
-
সুশাসন শুধু আইন ও প্রতিষ্ঠান নয়, বরং এটি রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সমন্বয়ের ফলাফল।
0
Updated: 1 month ago
রাজনৈতিক ঐকমত্য ও প্রশাসনিক জবাবদিহিতার অভাবে ব্যাহত হয় কোনটি?
Created: 1 month ago
A
দুর্নীতি
B
স্বজনপ্রীতি
C
সুশাসন
D
উপরের সবকটি
সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত ও প্রশাসনিক জবাবদিহিতা অপরিহার্য। এই দুটি উপাদান অনুপস্থিত হলে সুশাসন ব্যাহত হয় এবং রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়া থমকে যেতে পারে। একটি কার্যকর গণতন্ত্রে নাগরিক ও সরকারের যৌথ প্রচেষ্টা ছাড়া স্থায়ী সুশাসন সম্ভব নয়।
-
সুশাসন
-
গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা অধিকার ভোগের পাশাপাশি নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য।
-
সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল নয়; নাগরিকের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
-
যে জাতি নিজের কর্তব্য থেকে বিমুখ, তারা কখনো উন্নতি করতে পারে না এবং প্রকৃত সুশাসন গড়ে তুলতে ব্যর্থ হয়।
-
-
পশ্চিমা দৃষ্টিতে সুশাসনের মূল বৈশিষ্ট্য
-
জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা।
-
রাষ্ট্রব্যবস্থা অবশ্যই আইনের শাসন বা সবার কাছে গ্রহণযোগ্য আইনের ওপর ভিত্তি করে চলা।
-
রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা।
-
প্রশাসনিক দক্ষতা ও গণতান্ত্রিক শাসন কাঠামোর শক্তিশালীকরণ।
-
0
Updated: 1 month ago
“Sociology is the science of society or of social phenomena.” – এই সংজ্ঞাটি sociology-র কে প্রদান করেছে?
Created: 1 month ago
A
কার্ল মার্কস
B
এল এফ ওয়ার্ড
C
লর্ড ব্রাইস
D
ম্যাক্স ওয়েবার
সুশাসন সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে নাগরিকের আচরণ, রীতি-নীতি, অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্রের শাসন প্রণালীসহ নাগরিক জীবনের সামগ্রিক বিষয়াবলি নিয়ে আলোচনা করে।
-
পৌরনীতি ও সুশাসন নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক জীবনের নিয়ম, নীতি এবং দায়িত্বসমূহ বোঝায়।
-
সমাজবিজ্ঞান সম্পর্কে এল এফ ওয়ার্ড (L.F. Ward) বলেছেন, "Sociology is the science of society or of social phenomena."
-
রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস সুনাগরিকের তিনটি গুণাবলি উল্লেখ করেছেন: বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম।
0
Updated: 1 month ago
ম্যাককরনী সুশাসন বলতে কোন সম্পর্ককে বোঝান নি?
Created: 1 month ago
A
সরকারের সাথে বিরোধীদলের
B
শাসকের সাথে শাসিতের
C
রাষ্ট্রের সাথে সুশীল সমাজের
D
সরকারের সাথে শাসিত জনগণের
সুশাসন হলো একটি বহুমাত্রিক ধারণা, যা রাজনৈতিক ব্যবস্থায় শাসনের কার্যকরী ব্যবস্থা বোঝায়। বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র ও প্রেক্ষাপট থেকে গভর্নেন্স শব্দের ব্যাখ্যা করা হয়েছে। 'সুশাসন' ধারণার মূল লক্ষ্য হলো রাষ্ট্র ও জনগণ, সরকার ও বিরোধী পক্ষ, শাসক ও শাসিতের মধ্যে সম্পর্কের সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করা।
-
ম্যাককরনী (Mac Corney) বলেছেন, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ক বোঝায়, তবে তিনি সরকারের সঙ্গে বিরোধীদলের সম্পর্ককে সুশাসনের অংশ হিসেবে দেখাননি।
-
'গভর্নেন্স' বা 'শাসন ব্যবস্থা'-এর সাথে 'সু' প্রত্যয় যোগ করে গঠিত হয়েছে সুশাসন (Good Governance) শব্দটি। এর অর্থ হলো নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
-
সুশাসনকে একক কোনো ধারণার মাধ্যমে সংজ্ঞায়িত করা যায় না, কারণ এটি বহুমাত্রিক। বিভিন্ন তাত্ত্বিক, আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থা সুশাসনের সংজ্ঞা বা ব্যাখ্যা প্রদান করেছেন।
-
সুশাসন ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত এবং ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় প্রথমবার Good Governance শব্দটি ব্যবহৃত হয়।
-
সমীক্ষায় বলা হয়, উন্নয়নশীল দেশের অনুন্নয়নের কারণ হলো সুশাসনের অভাব।
-
মোটকথা, যদি প্রশাসনে জবাবদিহিতা (Accountability), বৈধতা (Legitimacy), স্বচ্ছতা (Transparency) থাকে, অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাকস্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষিত হয়, বিচার বিভাগের স্বাধীনতা বজায় থাকে, আইনের শাসন (Rule of law) এবং আইনসভার নিকট শাসন বিভাগের দায়িত্বশীলতা কার্যকর থাকে, তাহলে সেই শাসনকে সুশাসন (Good Governance) বলা যায়।
0
Updated: 1 month ago