"আইন ও নৈতিকতার মাঝে নিবিড় সম্পর্ক বিরাজমান।” মন্তব্যটি করেছেন কে?
A
গেটেল
B
ইমানুয়েল কান্ট
C
হ্যান্স কেলসেন
D
হ্যারবার্ট স্পেনসার
উত্তরের বিবরণ
নৈতিকতার ধারণা হলো ব্যক্তিগত এবং মানসিক বিষয়, যা মানুষকে ভালো-মন্দ, উচিত-অনুচিত, সৎ-অসৎ ইত্যাদি বিচারের জন্য নির্দেশনা দেয়। পৃথিবীতে ভালো-মন্দ যাচাই করার কোন চিরন্তন মানদণ্ড না থাকায়, একজনের কাছে যা ভালো মনে হয়, তা অন্যজনের কাছে খারাপ হতে পারে। তবে বিভিন্ন সমাজে ভালো-মন্দের একটি গড়পড়তা মানদণ্ড প্রায় একই রকম থাকে।
-
সততা, সৌজন্যমূলক আচরণ, সদাচার, প্রতিশ্রুতি রক্ষা—এই গুণসম্পন্ন ব্যক্তিকে সব সমাজই নৈতিক ব্যক্তি হিসেবে গণ্য করে।
-
এমন ব্যক্তি সমাজ বা রাষ্ট্রের জন্য কোন বিষয় ভালো বা মন্দ তা নির্ণয় করতে সক্ষম।
-
ভালো ও মন্দের পার্থক্য বোঝার ক্ষমতাই ব্যক্তির নৈতিকতা।
আইন ও নৈতিকতার সুসম্পর্ক
-
উভয়েরই উদ্দেশ্য হল সৎ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গঠন।
-
আইন মানুষকে সৎ, যুক্তিসংগত ও নিয়মমাফিক আচরণে বাধ্য করে।
-
সাধারণত সমাজে যা আইনবিরোধী, তা নীতিবিরোধীও হয়। উদাহরণস্বরূপ, প্রতারণা নৈতিকভাবে ভুল এবং আইনগতভাবে অপরাধ। বাংলাদেশে কেউ প্রতারণা করলে ফৌজদারী কার্যবিধির ৪২০ ধারায় মামলা করা যায়।
-
এই প্রেক্ষাপট থেকে অধ্যাপক আর জি গেটেল বলেন, "আইন ও নৈতিকতার মধ্যে নিবিড় সম্পর্ক বিরাজমান।"
0
Updated: 1 month ago
নৈতিকতার মূল লক্ষ্য কী?
Created: 1 month ago
A
মানুষের কল্যাণ সাধন
B
স্বাধীনতা অর্জন
C
আইন প্রতিষ্ঠা
D
ধর্মীয় বিধান প্রতিষ্ঠা
নৈতিকতা
-
নৈতিকতা হলো মানুষের অন্তরর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি
-
নৈতিকতার উদ্ভব মানুষের বিবেকবোধ থেকে
-
এটি একটি মানসিক বিষয়
-
নৈতিকতার উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপিত নয়, অর্থাৎ নৈতিকতা লঙ্ঘনকারীকে রাষ্ট্র বা রাষ্ট্রীয় আইন শাস্তি প্রদান করতে পারে না
-
বিবেকের দংশনই নৈতিকতার সবচেয়ে বড় রক্ষাকবচ
-
মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণ সাধনই নৈতিকতার লক্ষ্য
উৎস: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
কোনটি মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে?
Created: 1 month ago
A
সামাজিক দায়িত্ব
B
শুদ্ধাচার
C
আধ্যাত্মিকতা
D
নৈতিকতা
• নৈতিকতা:
- নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ 'Morality'।
- ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন 'Moralitas' থেকে, যার অর্থ 'সঠিক আচরণ বা চরিত্র'।
- গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য,
- নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয়।
- এটি হলো মানবমনের উচ্চ গুণাবলি।
- নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত। নৈতিকতা বা নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে।
- সক্রেটিস বলেছেন, 'সৎ গুণই জ্ঞান' (Virtue is knowledge)। তিনি বিশ্বাস করতেন যে, জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায় বোধের উৎস হচ্ছে 'জ্ঞান' (knowledge) এবং অন্যায়বোধের উৎস হচ্ছে 'অজ্ঞতা' (ignorance)।
0
Updated: 1 month ago
কোনটি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে?
Created: 1 month ago
A
রাজতন্ত্র
B
মৌলিক গণতন্ত্র
C
আমলাতন্ত্র
D
সবগুলো
আমলাতন্ত্র হলো একটি স্থায়ী, বেতনভুক্ত, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারী সংগঠন, যার মাধ্যমে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ইংরেজিতে এটি Bureaucracy নামে পরিচিত এবং এর শাব্দিক অর্থ ‘Desk government’ বা ‘দাপ্তরিক সরকার’। আমলাতন্ত্র বলতে বোঝায় প্রশাসনিক কর্মকর্তা বা আমলাদের শাসন, যারা সুশৃঙ্খলভাবে সংযুক্ত ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
-
ইতিহাস ও ধারণা:
-
জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম ‘Legal and Rational Model’ এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
-
ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।
-
-
মূল্যবোধ ও ভারসাম্য:
-
আমলাগণ পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে।
-
একজন আমলার সিদ্ধান্ত ব্যক্তিগত মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয় এবং পেশাগত মূল্যবোধ থেকেও প্রভাবিত হয়।
-
এই উভয় প্রকার মূল্যবোধের ভারসাম্য কেবলমাত্র আমলাতন্ত্রের মধ্যেই পরিলক্ষিত হয়।
-
0
Updated: 1 month ago