শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে -
A
মূল্যবোধ
B
সুশাসন
C
নৈতিকতা
D
সবগুলো
উত্তরের বিবরণ
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। এটি মানব মনের উচ্চ গুণাবলি, যা মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত হয়। নৈতিকতার বিকাশ ঘটে মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে। নৈতিকতা কেবল বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ নয়, বরং এটি মানসিক ও আত্মিক গুণাবলির সঙ্গে গভীরভাবে যুক্ত।
গুরুত্বপূর্ণ প্রামাণ্য সংজ্ঞা—
-
নীতিবিদ ম্যুর বলেছেন, "শুভের প্রতি অনুরাগ ও অশুভের প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।"
-
সক্রেটিস বলেন, "সৎ গুণই জ্ঞান" (Virtue is knowledge)। তিনি বিশ্বাস করতেন, জ্ঞানী ও গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না। ন্যায়বোধের উৎস হলো জ্ঞান, অন্যায়বোধের উৎস হলো অজ্ঞতা।
-
Collins English Dictionary অনুযায়ী, "Morality is concerned with human behaviour, especially the distinction between good and bad and right and wrong behaviour."
-
জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন, নৈতিকতার উদ্ভব হয়েছে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ থেকে।
-
Cambridge International Dictionary of English অনুযায়ী, নৈতিকতা হলো "ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত একটি গুণ, যা প্রত্যেক ব্যক্তিই আইন বা অন্য কোনো বিষয় থেকে বেশি গুরুত্ব প্রদান করে।"
0
Updated: 1 month ago
সুশাসন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
Created: 1 month ago
A
বারাক ওবামা
B
জিম ইয়ং কিম
C
D
বারবার কোনাবল
সুশাসন (Good Governance)
-
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম সুশাসন (Good Governance) শব্দটি ব্যবহার করেন।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংক প্রথমবারের মতো সুশাসন প্রত্যয় ব্যবহার করে।
-
ল্যান্ডেল মিল (Landell Mill) বলেন, “সুশাসন একটি জাতির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জনপ্রশাসন ও আইনী কাঠামোর মধ্যে এটি কিভাবে কাজ করে তা জানায়।”
-
মিশেল ক্যামডেসাস এর মতে: “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।”
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংকের মতে সুশাসনের কতটি স্তম্ভ ?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
বর্তমান বিশ্বে সুশাসন একটি অত্যন্ত জনপ্রিয় ধারণা হিসেবে স্বীকৃত। এটি শুধুমাত্র শাসন ব্যবস্থা নয়, বরং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবেও বিবেচিত হয়।
-
সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো “Good Governance”।
-
সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়।
-
২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে, যা হলো:
i) দায়িত্বশীলতা (Accountability)
ii) স্বচ্ছতা (Transparency)
iii) আইনী কাঠামো (Rule of Law)
iv) অংশগ্রহণ (Participation)
0
Updated: 1 month ago
রাজনৈতিক ঐকমত্য ও প্রশাসনিক জবাবদিহিতার অভাবে ব্যাহত হয় কোনটি?
Created: 1 month ago
A
দুর্নীতি
B
স্বজনপ্রীতি
C
সুশাসন
D
উপরের সবকটি
সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত ও প্রশাসনিক জবাবদিহিতা অপরিহার্য। এই দুটি উপাদান অনুপস্থিত হলে সুশাসন ব্যাহত হয় এবং রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়া থমকে যেতে পারে। একটি কার্যকর গণতন্ত্রে নাগরিক ও সরকারের যৌথ প্রচেষ্টা ছাড়া স্থায়ী সুশাসন সম্ভব নয়।
-
সুশাসন
-
গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা অধিকার ভোগের পাশাপাশি নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য।
-
সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল নয়; নাগরিকের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
-
যে জাতি নিজের কর্তব্য থেকে বিমুখ, তারা কখনো উন্নতি করতে পারে না এবং প্রকৃত সুশাসন গড়ে তুলতে ব্যর্থ হয়।
-
-
পশ্চিমা দৃষ্টিতে সুশাসনের মূল বৈশিষ্ট্য
-
জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা।
-
রাষ্ট্রব্যবস্থা অবশ্যই আইনের শাসন বা সবার কাছে গ্রহণযোগ্য আইনের ওপর ভিত্তি করে চলা।
-
রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা।
-
প্রশাসনিক দক্ষতা ও গণতান্ত্রিক শাসন কাঠামোর শক্তিশালীকরণ।
-
0
Updated: 1 month ago