নিচের কোনটি জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমারেখা?
A
সিগফ্রিড লাইন
B
লাইন অব কন্ট্রোল
C
ম্যানারহেইম রেখা
D
হিনডেন বার্গ লাইন
উত্তরের বিবরণ
ঠিক আছে, তথ্যটি সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। সংক্ষেপে:
সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমারেখা।
কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা:
-
ম্যাকমোহন লাইন: ভারত ও চীন
-
র্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান
-
লাইন অব কন্ট্রোল (LOC): ভারত ও পাকিস্তান
-
ম্যাগিনট লাইন: জার্মানি ও ফ্রান্স
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিনডেনবার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ড
উৎস:
0
Updated: 1 month ago
সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড?
Created: 1 month ago
A
০.৫ সেকেন্ড
B
১ সেকেন্ড
C
২ সেকেন্ড
D
৪ সেকেন্ড
সরল দোলক হলো এমন একটি পদার্থ যা একটি ভারী, আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে উল্লম্ব তলে ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে।
সেকেন্ড দোলক:
-
যে দোলকের দোলনকাল দুই সেকেন্ড, অর্থাৎ দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে এক সেকেন্ড সময় লাগে, তাকে সেকেন্ড দোলক বলা হয়।
কার্যকরী দৈর্ঘ্য:
-
ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলা হয়।
সরল দোলন গতি:
-
যদি কোনো বস্তুর ত্বরণ নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক এবং সব সময় ঐ বিন্দুর দিকে অভিমুখী হয়, তাহলে বস্তুর গতিকে সরল দোলন গতি বলা হয়।
0
Updated: 1 month ago
কোন রঙের আলোতে সবুজ পাতা কালো দেখায়?
Created: 1 month ago
A
সাদা
B
কালো
C
লাল
D
কোনোটিই নয়
শোষণ (Absorption)
-
জগতের বিভিন্ন রঙ আমাদের চোখে আসা দৃশ্যমান সৌন্দর্যের একটি বড় অংশ তৈরি করে।
-
উদাহরণ: সবুজ পাতার পাশে লাল গোলাপ ফুল দেখা যায়। সাধারণ সাদা আলোতে সব রঙের তরঙ্গদৈর্ঘ্য উপস্থিত থাকে।
-
যখন সাদা আলো লাল গোলাপ ফুলে পড়ে, ফুলটি লাল ব্যতীত সব রঙ শোষণ করে। ফলে লাল রঙ প্রতিফলিত হয় এবং আমাদের চোখে ফুলটি লাল মনে হয়।
-
ঠিক একইভাবে, সবুজ পাতায় সব রঙের আলো পড়লে পাতাটি সবুজ ব্যতীত সব রঙ শোষণ করে, তাই প্রতিফলিত আলোতে সবুজ রঙ দেখা যায়।
-
যদি শুধুমাত্র লাল আলো থাকে, তাহলে গোলাপ ফুল লাল রঙ শোষণ করে না, তাই ফুলটি লাল দেখায়। কিন্তু পাতার সবুজ রঙ লাল আলো শোষণ করে, তাই পাতাটি কালো দেখায়।
-
একইভাবে সবুজ আলোতে পাতাটি সবুজ দেখায়, কিন্তু লাল গোলাপ ফুল পুরোপুরি সবুজ শোষণ করে, তাই ফুলটি কালো দেখায়।
উৎস:
0
Updated: 1 month ago
বর্তমানে শীর্ষ ঋণদাতা দেশ - [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
জাপান
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
চীন
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ (আগস্ট ২০২৫ অনুযায়ী):
-
জার্মানি বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ।
-
জাপান দীর্ঘ ৩৪ বছর শীর্ষ ঋণদাতা হিসেবে অবস্থান করলেও এখন এই মর্যাদা হারিয়েছে।
-
২০২৪ সালের শেষ নাগাদ প্রধান দেশগুলোর নিট বৈদেশিক সম্পদের পরিমাণ:
-
জার্মানি: ৫৬৯.৬৫ ট্রিলিয়ন ইয়েন
-
জাপান: ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন
-
চীন: ৫১৬.২৮ ট্রিলিয়ন ইয়েন
-
উৎস:
0
Updated: 1 month ago