’কালাহারি মরুভূমি’ যে সব দেশে বিস্তৃত-
A
মালি, নাইজার ও চাঁদ
B
মিশর, লিবিয়া ও সুদান
C
নামিবিয়া, বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকা
D
কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা
উত্তরের বিবরণ
কালাহারি মরুভূমি:
-
অবস্থান: আফ্রিকা মহাদেশে, বিস্তৃত অঞ্চলে।
-
আয়তন: প্রায় ৯,৩২,০০০ বর্গ কিমি।
-
মরুভূমির আকার: আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম, বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম।
-
বিস্তার: বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা।
-
বতসোয়ানার ৭০% অঞ্চল
-
নামিবিয়ার পূর্ব অংশ
-
দক্ষিণ আফ্রিকার উত্তর অংশ
-
উৎস:

0
Updated: 21 hours ago
মোবাইল চার্জ করার সময় তড়িৎশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Created: 1 day ago
A
শব্দ শক্তি
B
তাপ শক্তি
C
আলোক শক্তি
D
রাসায়নিক শক্তি
বিদ্যুৎ বা তড়িৎ শক্তি (Electrical Energy)
-
বিদ্যুৎশক্তি সহজে অন্য শক্তিতে রূপান্তরযোগ্য, তাই এটি শক্তির রূপান্তরের প্রধান উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
-
এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা খুবই সহজ।
-
এই কারণে চারপাশের অন্যান্য শক্তি থাকলেও বাসায় প্রধান শক্তি হিসেবে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বিদ্যুৎশক্তির রূপান্তর উদাহরণ:
-
বৈদ্যুতিক মোটর বা পাখায় বিদ্যুৎশক্তি → যান্ত্রিক শক্তি।
-
মোটরের ভেতরে প্রথমে বিদ্যুৎ → চৌম্বক শক্তি → তারপর যান্ত্রিক শক্তি।
-
-
বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে বিদ্যুৎশক্তি → তাপ শক্তি।
-
বাল্ব, টিউবলাইট, LED-এ বিদ্যুৎশক্তি → আলোতে রূপান্তরিত।
-
স্পিকারে বিদ্যুৎশক্তি → শব্দ শক্তি (যান্ত্রিক কম্পনের মাধ্যমে)।
-
মোবাইলের ব্যাটারি চার্জে বিদ্যুৎশক্তি → রাসায়নিক শক্তি।
উৎস:

0
Updated: 1 day ago
এক্স-রে রশ্মি জীবন্ত কোষের উপর কী প্রভাব ফেলে?
Created: 1 day ago
A
উত্তেজিত করে
B
বিকশিত করে
C
রক্ষা করে
D
ধ্বংস করে
শব্দের সঞ্চালন
-
শব্দ সৃষ্টির উৎস হলো কম্পনশীল বস্তু।
-
কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে যে আন্দোলন তৈরি হয় এবং যা মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে, তাকে ঢেউ বলা হয়।
-
উদাহরণ: একটি লম্বা স্প্রিং-এর এক প্রান্তে আঘাত করলে স্প্রিংটি সংকুচিত ও প্রসারিত হয়ে আন্দোলন সঞ্চালন করে; শব্দের ঢেউও এভাবেই সঞ্চালিত হয়।
-
-
শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলা হয়।
-
শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, যা হতে পারে কঠিন, তরল বা বায়বীয়।
-
কঠিন মাধ্যমে শব্দের গতি সর্বোচ্চ এবং সঠিকভাবে সঞ্চালিত হয়।
-
তরল মাধ্যমে শব্দ বায়ুর চেয়ে দ্রুত এবং ভালোভাবে সঞ্চালিত হয়।
-
বায়ু মাধ্যমে শব্দ তুলনামূলকভাবে ধীরগতিতে সঞ্চালিত হয়।
-
-
মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না।
উৎস:

0
Updated: 1 day ago
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
Created: 1 week ago
A
গ্লিসারিন
B
ফিটকিরি
C
সােডিয়াম ক্লোরাইড
D
ক্যালসিয়াম কার্বোনেট
লবণ (Salt)
-
ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3) পানিতে দ্রবীভূত হয় না।
-
খাবারের স্বাদ বাড়াতে যেসব লবণ ব্যবহৃত হয় সেগুলো হলো –
সোডিয়াম ক্লোরাইড (NaCl) এবং সোডিয়াম গ্লুটামেট (C5H8NO4Na)। -
মাটির অম্লতা বা এসিডিটি কমানোর জন্য চুনাপাথর (CaCO3) ব্যবহার করা হয়। এটি একটি লবণ।
-
মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তার বেশিরভাগই আসলে লবণ জাতীয় যৌগ।
যেমন –-
অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3)
-
অ্যামোনিয়াম ফসফেট ((NH4)3PO4)
-
পটাসিয়াম নাইট্রেট (KNO3) ইত্যাদি।
-
-
কৃষিকাজে রোগ প্রতিরোধের জন্য কপার সালফেট (CuSO4) বা তুঁতে বহুল ব্যবহৃত একটি লবণ। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকর।
-
অধিকাংশ লবণ পানিতে সহজে দ্রবীভূত হলেও কিছু কিছু লবণ দ্রবীভূত হয় না এবং এরা বিশেষ কাজে ব্যবহৃত হয়, যেমন শৈবালের বৃদ্ধি রোধে।
এর উদাহরণ –-
ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3)
-
সিলভার সালফেট (Ag2SO4)
-
সিলভার ক্লোরাইড (AgCl)
-
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 week ago