বর্তমানে শীর্ষ ঋণদাতা দেশ - [আগস্ট,২০২৫]
A
জাপান
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
চীন
উত্তরের বিবরণ
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ (আগস্ট ২০২৫ অনুযায়ী):
-
জার্মানি বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ।
-
জাপান দীর্ঘ ৩৪ বছর শীর্ষ ঋণদাতা হিসেবে অবস্থান করলেও এখন এই মর্যাদা হারিয়েছে।
-
২০২৪ সালের শেষ নাগাদ প্রধান দেশগুলোর নিট বৈদেশিক সম্পদের পরিমাণ:
-
জার্মানি: ৫৬৯.৬৫ ট্রিলিয়ন ইয়েন
-
জাপান: ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন
-
চীন: ৫১৬.২৮ ট্রিলিয়ন ইয়েন
-
উৎস:

0
Updated: 21 hours ago
আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
Created: 1 week ago
A
দূরত্ব
B
সময়
C
ভর
D
ওজন
আলোক বর্ষ
-
আলোক বর্ষ (Light Year) হলো দূরত্ব মাপার একক, যা বিশেষ করে জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয়।
-
এক আলোক বর্ষ মানে হলো, আলো এক বছরে যতদূর চলে, সেই দূরত্ব।
-
এর মান প্রায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল।
• অন্যান্য এককগুলোর তুলনা:
-
গ্রাম: ভরের একক।
-
নিউটন: ওজন বা বল পরিমাপের একক।
-
সেকেন্ড: সময় পরিমাপের একক।
অর্থাৎ, আলোক বর্ষ শুধু দূরত্ব মাপার জন্য ব্যবহৃত হয়, ওজন, ভর বা সময়ের জন্য নয়।
উৎসঃ পদার্থবিজ্ঞান (দ্বিতীয় পত্র), একাদশ–দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 week ago
১ মেগা ওয়াট = কত ওয়াট?
Created: 1 day ago
A
১০৩ ওয়াট
B
১০৬ ওয়াট
C
১০৯ ওয়াট
D
১০১২ ওয়াট
তড়িৎ ক্ষমতা (Electric Power)
-
কাজ এবং শক্তির একক হলো জুল (Joule)।
-
শক্তি প্রয়োগ করে কাজ করা যায়, এবং কাজের হার, অর্থাৎ একক সময়ে সম্পন্নকৃত কাজকে ক্ষমতা (Power) বলা হয়।
-
কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে (যেমন: তাপ, আলো, যান্ত্রিক) রূপান্তরিত করে, তাকে তড়িৎ ক্ষমতা বলা হয়।
কিলোওয়াট (kW) ও ওয়াট (W)
-
কোনো রোধ বা তড়িৎ যন্ত্রের দুই পাশে বিভব পার্থক্য ১ ভোল্ট হলে, এবং এর মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, ঐ যন্ত্রের ক্ষমতা ১ ওয়াট (W)।
-
সূত্র: ১ ওয়াট = ১ ভোল্ট × ১ অ্যাম্পিয়ার
-
-
বড় পরিমাণ শক্তির জন্য ব্যবহার করা হয়:
-
১ কিলোওয়াট (kW) = ১০০০ ওয়াট = 10³ ওয়াট
-
১ মেগাওয়াট (MW) = ১০⁶ ওয়াট
-
উৎস:

0
Updated: 1 day ago
কোনো দ্রবণে pH মান ৭ এর চেয়ে কম হলে সেই দ্রবণ কোন প্রকৃতির হবে?
Created: 1 week ago
A
ক্ষারীয়
B
নিরপেক্ষ
C
অ্যাসিডিক
D
আয়নিক
pH স্কেল হলো এমন একটি মানদণ্ড, যার মাধ্যমে কোনো দ্রবণ অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা নির্ধারণ করা হয়। এটি রসায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরিমাপের একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রদান করে।
-
pH স্কেল প্রবর্তন করেন বিজ্ঞানী সোরেনসেন ১৯১৯ সালে।
-
এটি দ্বারা জানা যায় কোনো দ্রবণ কতটা অম্লীয় বা ক্ষারীয়।
-
pH হলো হাইড্রোজেন আয়ন (H⁺) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। অর্থাৎ, pH = – log[H⁺]।
-
দ্রবণের pH মান ০ থেকে ১৪ এর মধ্যে সীমাবদ্ধ থাকে।
-
pH = ৭ হলে দ্রবণটি নিরপেক্ষ।
-
pH < ৭ হলে দ্রবণটি অম্লীয়।
-
pH > ৭ হলে দ্রবণটি ক্ষারীয়।
-
pH নির্ধারণের জন্য pH মিটার ব্যবহার করা হয়, যেখানে pH স্কেল থাকে।

0
Updated: 1 week ago