অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় কত সালে?
A
১৯৩০ সালে
B
১৯৪৪ সালে
C
১৯৩৩ সালে
D
১৯২০ সালে
উত্তরের বিবরণ
অ্যাডলফ হিটলার
-
জন্ম: ১৮৮৯ সালের এপ্রিল মাসে, অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রাম।
-
রাজনৈতিক পদ: ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
উক্তি: "যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন।"
-
হিটলার ১৯৪৫ সালের এপ্রিল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
উৎস:
0
Updated: 1 month ago
অচৌম্বক পদার্থ কোনটি?
Created: 1 month ago
A
ইস্পাত
B
কোবাল্ট
C
পিতল
D
নিকেল
চৌম্বক পদার্থ হলো সেই সমস্ত পদার্থ যা চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে রূপান্তর করা সম্ভব।
-
বেশির ভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে, তাই এদেরকে ফেরো চৌম্বক পদার্থ (Ferromagnetic materials) বলা হয়।
-
'ফেরো' শব্দের অর্থ লোহা।
-
উদাহরণ: লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট।
অচৌম্বক পদার্থ হলো সেই সমস্ত পদার্থ যা চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় না এবং যাদেরকে চুম্বকে রূপান্তর করা যায় না।
-
উদাহরণ: সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার।
উৎস:
0
Updated: 1 month ago
তড়িৎ প্রবাহ যদি এক দিকেই প্রবাহিত হয়, তবে সেটাকে কী বলা হয়?
Created: 1 month ago
A
এসি প্রবাহ
B
ডিসি প্রবাহ
C
পরিবর্তী প্রবাহ
D
পর্যায়বৃত্ত প্রবাহ
তড়িৎ প্রবাহ হলো ইলেকট্রনের প্রবাহ যা দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে পরিবাহী তারের মাধ্যমে সংযুক্ত করলে সৃষ্টি হয়। ইলেকট্রন নিম্ন বিভবসম্পন্ন ধাতব বস্তু থেকে উচ্চ বিভবসম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। যতক্ষণ বিভব পার্থক্য থাকে, ততক্ষণ এই প্রবাহ চলতে থাকে। মূলত, কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, সেটিই তড়িৎ প্রবাহ। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার (A)।
-
প্রতি একক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হয়, তা হলো ঐ বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য।
-
দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না, ফলে কোনো কাজও হবে না।
তড়িৎ প্রবাহের প্রকার:
(ক) অপর্যায়বৃত্ত প্রবাহ (ডিসি বা একমুখী প্রবাহ):
-
এই প্রবাহের দিক সময়সীমার সঙ্গে পরিবর্তন হয় না, সবসময় একই দিকে প্রবাহিত হয়।
-
উৎস: তড়িৎ কোষ (ব্যাটারি) বা ডিসি জেনারেটর।
(খ) পর্যায়বৃত্ত প্রবাহ (এসি বা পরিবর্তী প্রবাহ):
-
নির্দিষ্ট সময় অন্তর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়।
-
বিশ্বের অধিকাংশ দেশের বিদ্যুৎ পর্যায়বৃত্ত প্রবাহ হিসেবে সরবরাহ করা হয়, কারণ এটি উৎপাদন ও সরবরাহে সহজ ও সাশ্রয়ী।
-
উৎস: জেনারেটর বা ডায়নামো।
-
বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার, যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে ৬০ বার দিক পরিবর্তন করে।
উৎস:
0
Updated: 1 month ago
পেরিস্কোপ তৈরিতে কতটি দর্পণ ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
একটি
B
দুইটি
C
তিনটি
D
চারটি
পেরিস্কোপ হলো এমন একটি অপটিক্যাল যন্ত্র যা আলোর প্রতিফলনের সাহায্যে তৈরি করা হয়। এটি ব্যবহার করে এমন বস্তুও দেখা সম্ভব হয় যা সরাসরি চোখে দেখা যায় না।
-
পেরিস্কোপ তৈরিতে দুটি সমতল দর্পণ ব্যবহার করা হয়।
-
আলো প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে এবং দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত হয়ে চোখে পৌঁছায়।
-
এর ফলে সরাসরি দেখা না গেলেও বস্তু স্পষ্টভাবে দেখা যায়।
-
পেরিস্কোপ একটি লম্বা সরু টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ফালি বসিয়ে তৈরি করা হয়।
-
দর্পণ দুটি টিউবের দেয়ালের সাথে ৪৫° কোণে স্থাপন করা হয় এবং এরা পরস্পরের সাথে সমান্তরাল থাকে।
-
এভাবে দর্পণ দুটি আলোকে ৯০° কোণে বাঁকিয়ে দেয়।
-
পেরিস্কোপ ব্যবহার করা হয় স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য।
-
এটি বাঙ্কারে লুকিয়ে থাকা সৈন্যদের আশপাশ পর্যবেক্ষণ করতে সাহায্য করে।
-
ডুবোজাহাজ থেকেও সমুদ্রপৃষ্ঠের পরিস্থিতি দেখার জন্য পেরিস্কোপ ব্যবহৃত হয়।
উৎস:
0
Updated: 1 month ago