অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় কত সালে?
A
১৯৩০ সালে
B
১৯৪৪ সালে
C
১৯৩৩ সালে
D
১৯২০ সালে
উত্তরের বিবরণ
অ্যাডলফ হিটলার
-
জন্ম: ১৮৮৯ সালের এপ্রিল মাসে, অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রাম।
-
রাজনৈতিক পদ: ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
উক্তি: "যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন।"
-
হিটলার ১৯৪৫ সালের এপ্রিল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
উৎস:

0
Updated: 21 hours ago
’গ্রীনল্যান্ড দ্বীপ’ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 21 hours ago
A
ভূমধ্যসাগরে
B
প্রশান্ত মহাসাগরে
C
উত্তর আটলান্টিক মহাসাগরে
D
ভারত মহাসগরে
গ্রীনল্যান্ড:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে।
-
স্থানীয় ভাষায় নাম: কালালিত নুনাত (অর্থাৎ "গ্রীনল্যান্ডবাসীদের দেশ")।
-
পরিচিত বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহ-এর জন্য।
-
রাজধানী: নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
অপর বৃহত্তম দ্বীপসমূহ:
-
নিউ গিনি – বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
-
বোর্নিও – বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।
-
মাদাগাস্কার – বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ।
উৎস:

0
Updated: 21 hours ago
নিচের কোনটি আড় তরঙ্গ নয়?
Created: 1 day ago
A
শব্দ তরঙ্গ
B
পানির তরঙ্গ
C
আলোক তরঙ্গ
D
বেতার তরঙ্গ
তরঙ্গ
-
যে তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, তাকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়।
-
যে তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই, তাকে তাড়িতচুম্বকীয় তরঙ্গ বলা হয়।
-
যান্ত্রিক তরঙ্গ সাধারণত মাধ্যমের কণার স্পন্দনের মাধ্যমে সৃষ্ট হয়।
যান্ত্রিক তরঙ্গের প্রকার:
১. অনুপ্রস্থ তরঙ্গ (Transverse Wave)
-
তরঙ্গের কণার স্পন্দনের দিক এবং তরঙ্গের অগ্রগতির দিক সমকোণ বা আড়াআড়ি হয়।
-
উদাহরণ: পানির উপর সৃষ্টি হওয়া তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ।
-
পানির মধ্যে তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো উপর-নিচে ওঠা-নামা করে, কিন্তু তরঙ্গ পানির পৃষ্ঠে সামনে ছড়ায়।
২. অনুদৈর্ঘ্য তরঙ্গ (Longitudinal Wave)
-
তরঙ্গের কণার স্পন্দনের দিক এবং তরঙ্গের অগ্রগতির দিক সমান্তরাল হয়।
-
উদাহরণ: শব্দ তরঙ্গ, স্প্রিং-এর তরঙ্গ।
উৎস:

0
Updated: 1 day ago
নিচের কোনটি জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমারেখা?
Created: 21 hours ago
A
সিগফ্রিড লাইন
B
লাইন অব কন্ট্রোল
C
ম্যানারহেইম রেখা
D
হিনডেন বার্গ লাইন
ঠিক আছে, তথ্যটি সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। সংক্ষেপে:
সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমারেখা।
কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা:
-
ম্যাকমোহন লাইন: ভারত ও চীন
-
র্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান
-
লাইন অব কন্ট্রোল (LOC): ভারত ও পাকিস্তান
-
ম্যাগিনট লাইন: জার্মানি ও ফ্রান্স
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিনডেনবার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ড
উৎস:

0
Updated: 21 hours ago