’সনোরা লাইন’ কোন দুই দেশের মধ্যে সীমারেখা?
A
জার্মানি ও ফ্রান্স
B
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
C
পর্তুগাল ও স্পেন
D
লেবানন ও ইসরায়েল
উত্তরের বিবরণ
সনোরা লাইন
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যেকার একটি আন্তর্জাতিক সীমান্ত রেখা। এটি মেক্সিকোর সনোরা রাজ্য এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া-র মধ্যে অবস্থিত।
অন্যান্য উল্লেখযোগ্য সীমান্ত রেখা:
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উৎস:
0
Updated: 1 month ago
মৌলিক রাশির একক কোনটি?
Created: 1 month ago
A
কেলভিন
B
কিলোগ্রাম
C
ক্যান্ডেলা
D
সবগুলোই
মৌলিক রাশি হলো এমন রাশি যা স্বাধীন ও নিরপেক্ষ, অর্থাৎ এগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। বরং অন্যান্য সকল রাশি এদের উপর নির্ভরশীল।
-
মৌলিক রাশি মোট সাতটি।
-
এগুলো হলো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ।
মৌলিক একক হলো মৌলিক রাশিগুলোর একক। এগুলো আন্তর্জাতিক একক পদ্ধতিতে (SI) নির্ধারিত।
-
দৈর্ঘ্যের একক → মিটার (m)
-
ভরের একক → কিলোগ্রাম (kg)
-
সময়ের একক → সেকেন্ড (s)
-
তাপমাত্রার একক → কেলভিন (K)
-
তড়িৎ প্রবাহের একক → অ্যাম্পিয়ার (A)
-
দীপন তীব্রতার একক → ক্যান্ডেলা (cd)
-
পদার্থের পরিমাণের একক → মোল (mol)
উৎস:
0
Updated: 1 month ago
’গ্রীনল্যান্ড দ্বীপ’ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 1 month ago
A
ভূমধ্যসাগরে
B
প্রশান্ত মহাসাগরে
C
উত্তর আটলান্টিক মহাসাগরে
D
ভারত মহাসগরে
গ্রীনল্যান্ড:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে।
-
স্থানীয় ভাষায় নাম: কালালিত নুনাত (অর্থাৎ "গ্রীনল্যান্ডবাসীদের দেশ")।
-
পরিচিত বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহ-এর জন্য।
-
রাজধানী: নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
অপর বৃহত্তম দ্বীপসমূহ:
-
নিউ গিনি – বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
-
বোর্নিও – বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।
-
মাদাগাস্কার – বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ।
উৎস:
0
Updated: 1 month ago
মস জাতীয় উদ্ভিদে মূলের পরিবর্তে কী থাকে?
Created: 1 month ago
A
স্টোলন
B
রাইজোম
C
শিকড়
D
রাইজয়েড
মস হলো এমন উদ্ভিদ যা সাধারণ উদ্ভিদের মতো কাণ্ড ও পাতা রাখলেও মূল নেই।
-
মসের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে।
-
এরা সবুজ এবং স্বভোজী।
-
সাধারণত স্যাঁতসেঁতে স্থানে জন্মে।
-
উদাহরণ: Riccia, Anthoceros, Semibarbula ইত্যাদি।
0
Updated: 1 month ago