বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ-
A
ভিক্টোরিয়া হ্রদ
B
টাঙ্গানিকা হ্রদ
C
বৈকাল হ্রদ
D
গ্রেট বিয়ার হ্রদ
উত্তরের বিবরণ
টাঙ্গানিকা হ্রদ
টাঙ্গানিকা হ্রদ বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ। এটি আফ্রিকার বুরুন্ডি, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, তানজানিয়া ও জাম্বিয়া—এই চার দেশের মধ্যে বিস্তৃত। হ্রদটির মোট এলাকা ৩২,৯০০ বর্গকিলোমিটার। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গভীর হ্রদ, যার গভীরতা ১,৪৭০ মিটার (৪,৮২২ ফুট)।
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
-
বৈকাল হ্রদ: বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
উৎস:
0
Updated: 1 month ago
অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৩০ সালে
B
১৯৪৪ সালে
C
১৯৩৩ সালে
D
১৯২০ সালে
অ্যাডলফ হিটলার
-
জন্ম: ১৮৮৯ সালের এপ্রিল মাসে, অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রাম।
-
রাজনৈতিক পদ: ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
উক্তি: "যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন।"
-
হিটলার ১৯৪৫ সালের এপ্রিল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
উৎস:
0
Updated: 1 month ago
তেজস্ক্রিয়তা একটি কোন ধরনের প্রক্রিয়া?
Created: 1 month ago
A
অপ্রত্যাবর্তী
B
আংশিক
C
প্রত্যাবর্তী
D
কোনোটিই নয়
তেজস্ক্রিয় রশ্মি
-
পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরণের প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলা হয়।
-
উদাহরণ: ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পরমাণু।
-
১৮৯৬ খ্রিস্টাব্দে ফরাসী বিজ্ঞানী হেনরী বেকেরেল (Henry Becquerel) আকস্মিকভাবে এই রশ্মি আবিষ্কার করেন।
-
তাঁর নাম অনুসারে এই রশ্মির নামকরণ করা হয় বেকেরেল রশ্মি।
-
পরবর্তীতে মাদাম মারি কুরি (Madame Marie Curie) ও পিয়েরে কুরি (Pierre Curie) নানা পদার্থের তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেন। বর্তমানেই এই রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি (Radioactive rays) বলা হয়।
তেজস্ক্রিয়তার প্রকারভেদ:
১। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা: কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে যে তেজস্ক্রিয়তা ঘটে।
২। কৃত্রিম তেজস্ক্রিয়তা: কৃত্রিম উপায়ে কোনো মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে যে তেজস্ক্রিয়তা ঘটে।
তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য:
-
তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ও অবিরাম প্রক্রিয়া। তাপ, চাপ, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না।
-
তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণিকা (α), বিটা কণিকা (β) ও গামা রশ্মি (γ) নির্গত হয়।
-
তেজস্ক্রিয়তার উৎপত্তি স্থান হলো নিউক্লিয়াস। পরমাণুর ভাঙনের ফলেই রশ্মি নির্গত হয়।
-
তেজস্ক্রিয়তা একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া; অর্থাৎ এক প্রকার পরমাণু অন্য প্রকারে রূপান্তরিত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
মোলার দ্রবণ বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
প্রতি লিটার দ্রবণে দ্রবের এক গ্রাম দ্রবীভূত থাকে
B
প্রতি লিটার দ্রবণে দ্রবের এক মোল দ্রবীভূত থাকে
C
প্রতি লিটার দ্রবণে দ্রবের এক কেজি দ্রবীভূত থাকে
D
প্রতি লিটার দ্রবণে দ্রবের এক মোল লিটার দ্রবীভূত থাকে
মোলার দ্রবণ হলো এমন একটি দ্রবণ যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার আয়তনের মধ্যে কোনো দ্রবের এক মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে। এটি দ্রবণের ঘনমাত্রা নির্ধারণের একটি আদর্শ পদ্ধতি।
মোলার দ্রবণ সম্পর্কিত তথ্য
-
প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের পরিমাণ যত বেশি, দ্রবণ তত বেশি মোলারিটি (M) ধারণ করে।
-
মোলার দ্রবণকে সাধারণত M দ্বারা প্রকাশ করা হয়।
-
দ্রবীভূত দ্রবের পরিমাণ বিভিন্ন এককে প্রকাশ করা যায়, যেমন: গ্রাম, মোল, গ্রাম-অণু, গ্রাম-তুল্যভর ইত্যাদি।
-
ল্যাবরেটরিতে দ্রবণ প্রস্তুতের বিভিন্ন পদ্ধতি থাকলেও, মোলারিটি হলো দ্রবণের ঘনমাত্রা প্রকাশের সবচেয়ে মানক পদ্ধতি।
0
Updated: 1 month ago