জেনারেল এরশাদ কার হাতে ক্ষমতা হস্তান্তর করেন?
A
উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমেদ
B
বিচারপতি আব্দুস সাত্তার
C
বিচারপতি শাহাবুদ্দীন
D
বিচারপতি আবু সায়েম
উত্তরের বিবরণ
তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা
এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনের প্রেক্ষাপট ও ঘটনা সমূহ হলো:
-
প্রধান রাজনৈতিক দলগুলো এরশাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হন, যা প্রাতিষ্ঠানিক রূপ পায়।
-
২৭ নভেম্বর ১৯৯০: সরকার জরুরি অবস্থা জারি করে এবং রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে, তবে আন্দোলন দমন সম্ভব হয়নি।
-
সাধারণ জনগণ, বুদ্ধিজীবী ও পেশাজীবী সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন।
-
জনগণ রাস্তায় নেমে এরশাদের পদত্যাগ দাবি করে, এবং সামরিক বাহিনী এরশাদকে সমর্থন প্রত্যাহার করলে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বাধ্য হন।
-
৩ ডিসেম্বর ১৯৯০: এরশাদ রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দেন; আন্দোলনরত দলগুলো এটিকে অপকৌশল হিসেবে প্রত্যাখ্যান করে।
-
৪ ডিসেম্বর ১৯৯০: এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
-
৬ ডিসেম্বর ১৯৯০:
-
উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন।
-
তিন-জোটের মনোনীত প্রার্থী, প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ উপ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান।
-
এরশাদ জাতীয় সংসদ ভেঙে ক্ষমতা বিচারপতি শাহাবুদ্দীনের হাতে হস্তান্তর করেন।
-
এই প্রক্রিয়ার মাধ্যমে এরশাদের শাসনের অবসান ঘটে এবং দেশের ইতিহাসে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান-৫, বিএ ও বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 21 hours ago
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন ঘটে?
Created: 3 weeks ago
A
টিক্কা খান
B
আইয়ুব খান
C
ইয়াহিয়া খান
D
জুলফিকার আলি ভুট্টো
বাংলাদেশ বিষয়াবলি
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯)
-
শহীদ সংখ্যা:
-
প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হয়েছিলেন।
-
-
প্রধান শহীদদের মধ্যে উল্লেখযোগ্য:
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা
-
-
ফলাফল ও গুরুত্ব:
-
এই আন্দোলনের মাধ্যমে আইয়ুব খানের পতন ঘটে।
-
আগরতলা মামলা বাতিল হয়।
-
তথ্যসূত্র:
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 weeks ago
'অপারেশন কিলো ফ্লাইট' পরিচালনা করে-
Created: 3 weeks ago
A
বিমান বাহিনী
B
গেরিলা
C
নৌবাহিনী
D
মিত্র বাহিনী
বাংলাদেশ বিষয়াবলি
অপারেশন কিলো ফ্লাইট
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
অপারেশন কিলো ফ্লাইট
-
সংক্ষিপ্ত পরিচয়:
-
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম ছিল অপারেশন কিলো ফ্লাইট।
-
এর সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং স্বাধীন বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম।
-
-
ঘটনার সূচনা:
-
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এক পরিত্যক্ত বিমানঘাঁটিতে এর গোড়াপত্তন হয়।
-
সেখান থেকেই শুরু হয়েছিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আকাশযুদ্ধের নতুন অধ্যায়।
-
-
গুরুত্ব ও ভূমিকা:
-
কিলো ফ্লাইটের দুঃসাহসী বিমানযোদ্ধারা আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন।
-
এর ফলে হানাদার বাহিনীর ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে শেষ হয়ে যায়।
-
📖 তথ্যসূত্র:
জাতীয় তথ্য বাতায়ন ও The Daily Star, ৯ ডিসেম্বর ২০২২।

0
Updated: 3 weeks ago
পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন-
Created: 3 weeks ago
A
লর্ড রিপন
B
লর্ড কার্জন
C
লর্ড মিন্টো
D
লর্ড হার্ডিঞ্জ
বঙ্গভঙ্গ ও পূর্ববঙ্গ-আসাম প্রদেশ গঠন
ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালে ভারতের প্রশাসনিক সুবিধার্থে বাংলার বিভাজন করেন। এই ঘটনা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
মূল বিষয়বস্তু:
-
বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন।
-
হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বাঙালি এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিলেন।
-
১৯০৫ সালে বাংলা দুইটি প্রদেশে বিভক্ত হয়:
-
পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ:
-
ঢাকার, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের সাথে জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদা ও আসাম যুক্ত হয়।
-
নতুন প্রদেশের রাজধানী ধাকা।
-
-
পশ্চিমবঙ্গ প্রদেশ:
-
মূল বাংলা, বিহার ও উড়িষ্যার অংশ নিয়ে গঠিত।
-
রাজধানী কলকাতা।
-
-
অন্য গুরুত্বপূর্ণ ঘটনা ও প্রশাসনিক পদক্ষেপ:
-
লর্ড রিপন ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক হিসেবে পরিচিত।
-
লর্ড হার্ডিঞ্জ-এর সময়ে, ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা দেন।
-
লর্ড মিন্টো ১৯০৯ সালে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দেন মর্লি-মিন্টো সংস্কার আইনের মাধ্যমে।
উৎস: ইতিহাস, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 weeks ago