ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে?
A
নুরুল আমিন
B
ফিরোজ খান নুন
C
গোলাম মোহাম্মদ
D
আইয়ুব খান
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলন
ভাষা আন্দোলন বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম বড় ঘটনা এবং বাঙালি জাতীয়তাবোধের উন্মেষের সূচনা। এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
প্রধান তথ্যসমূহ:
-
পূর্ব বাংলার গভর্নর: ফিরোজ খান নুন
-
প্রধানমন্ত্রী: খাজা নাজিমউদ্দীন
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী: নুরুল আমিন
-
ভাষা আন্দোলন বাঙালির মুক্তি ও স্বাভাবিক ভাষার স্বীকৃতির সংগ্রামের অংশ
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago
যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় কত সালে?
Created: 3 weeks ago
A
১৯৫১ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৩ সালে
D
১৯৫৪ সালে
যুক্তফ্রন্ট (United Front), ১৯৫৪
-
গঠনের সিদ্ধান্ত:
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর, ময়মনসিংহে আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
-
কর্মসূচি:
-
১৯৫৩ সালের নভেম্বর মাসে যুক্তফ্রন্ট একটি একুশ দফা কর্মসূচি প্রণয়ন করে এবং সেটিকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে।
-
-
গঠিত দলসমূহ (৪টি দল):
-
আওয়ামী লীগ
-
কৃষক শ্রমিক পার্টি
-
নেজামে ইসলাম
-
গণতন্ত্রী দল
-
-
১৯৫৪ সালের সাধারণ নির্বাচন:
-
অনুষ্ঠিত হয়: ৮ মার্চ ১৯৫৪
-
বৈশিষ্ট্য: পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক সাধারণ নির্বাচন।
-
প্রধান ইস্যু: স্বায়ত্তশাসনের দাবি
-
ফলাফল প্রকাশ: ২ এপ্রিল ১৯৫৪
-
-
নির্বাচনের ফলাফল:
-
মোট আসন: ৩০৯
-
যুক্তফ্রন্ট: ২২৩টি আসন (বিশাল ব্যবধানে জয়লাভ)
-
মুসলিম লীগ (ক্ষমতাসীন দল): ৯টি আসন
-
পাকিস্তান জাতীয় কংগ্রেস: ২৪টি আসন
-
তফসিল ফেডারেশন: ২৭টি আসন
-
খেলাফতে রব্বানী: ২টি আসন
-
কমিউনিস্ট পার্টি: ৪টি আসন
-
খ্রিস্টান সম্প্রদায়: ১টি আসন
-
বৌদ্ধ সম্প্রদায়: ১টি আসন
-
-
গুরুত্ব:
-
মুসলিম লীগের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়।
-

0
Updated: 3 weeks ago
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
Created: 3 weeks ago
A
কবর
B
একুশের গল্প
C
আরেক ফাল্গুন
D
মাতৃ ভাষা
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস ও সাহিত্যকর্ম
-
প্রথম উপন্যাস:
-
ভাষা আন্দোলনকে উপজীব্য করে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস হলো জহির রায়হানের আরেক ফাল্গুন।
-
প্রকাশকাল: ১৯৬১ খ্রিস্টাব্দ।
-
কাহিনির প্রেক্ষাপট: ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের অভিজ্ঞতা।
-
উপন্যাসে পুলিশের গ্রেপ্তার অভিযানের পর একজন চরিত্র বলে ওঠে—
"আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো।" -
প্রধান চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা প্রমুখ।
-
এতে বাঙালির জাতীয় ঐতিহাসিক সংগ্রামকে শিল্পরূপ দেওয়া হয়েছে।
-
-
প্রথম নাটক:
-
ভাষা আন্দোলন নিয়ে প্রথম বাংলা নাটক হলো মুনীর চৌধুরীর কবর।
-
-
প্রথম গল্প:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম গল্প হলো জহির রায়হানের একুশের গল্প।
-
তথ্যসূত্র:
ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 weeks ago
যুক্তফ্রন্টের ২১ দফা ইশতেহার প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন কে?
Created: 21 hours ago
A
হাজী মোহাম্মদ দানেশ
B
এ কে ফজলুল হক
C
আবুল মনসুর আহমেদ
D
মাওলানা আতাহার আলী
যুক্তফ্রন্ট
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
প্রধান তথ্যসমূহ:
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক: নৌকা
-
নির্বাচনী ইশতেহার: ২১ দফা, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন
-
মোট আসন সংখ্যা: ৩০৯টি
-
নির্বাচনে যুক্তফ্রন্ট লাভ করে ২২৩টি আসন
-
শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago