ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে?
A
নুরুল আমিন
B
ফিরোজ খান নুন
C
গোলাম মোহাম্মদ
D
আইয়ুব খান
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলন
ভাষা আন্দোলন বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম বড় ঘটনা এবং বাঙালি জাতীয়তাবোধের উন্মেষের সূচনা। এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
প্রধান তথ্যসমূহ:
-
পূর্ব বাংলার গভর্নর: ফিরোজ খান নুন
-
প্রধানমন্ত্রী: খাজা নাজিমউদ্দীন
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী: নুরুল আমিন
-
ভাষা আন্দোলন বাঙালির মুক্তি ও স্বাভাবিক ভাষার স্বীকৃতির সংগ্রামের অংশ
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
Created: 1 month ago
A
রংপুর
B
সিলেট
C
খুলনা
D
রাজশাহী
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহার
-
ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব):
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
-
বিভাগভিত্তিক ব্যবহার:
-
ঢাকা বিভাগে সর্বাধিক: ৪০.৪২%
-
রংপুর বিভাগে সর্বনিম্ন: ২৩.৫২%
-
-
শহর ও গ্রাম:
-
শহরে: ৪১.৩০%
-
গ্রামে: ২৫.৭৩%
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট
0
Updated: 1 month ago
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন কে?
Created: 2 months ago
A
রফিক
B
নূর হোসেন
C
শামসুজ্জোহা
D
আসাদ
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন
-
১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থারের মাধ্যমে সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখল করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন।
-
এরশাদের ক্ষমতা দখলের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু হয় প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
-
টানা ৯ বছর চলা আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য, যা স্বৈরশাসক এরশাদের পতনের মূল শক্তি হিসেবে কাজ করে।
-
১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবশেষে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
-
আন্দোলনের সময়ে গণতান্ত্রিক অধিকারের দাবিতে রাস্তায় নামা তরুণ নুর হোসেন পুলিশের গুলিতে শহিদ হন।
-
নুর হোসেন শহিদের মৃত্যু হয় ১৯৮৭ সালের ১০ নভেম্বর।
তথ্যসূত্র: বিবিসি বাংলা।
0
Updated: 2 months ago
'অপারেশন কিলো ফ্লাইট' পরিচালনা করে-
Created: 2 months ago
A
বিমান বাহিনী
B
গেরিলা
C
নৌবাহিনী
D
মিত্র বাহিনী
বাংলাদেশ বিষয়াবলি
অপারেশন কিলো ফ্লাইট
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
অপারেশন কিলো ফ্লাইট
-
সংক্ষিপ্ত পরিচয়:
-
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম ছিল অপারেশন কিলো ফ্লাইট।
-
এর সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং স্বাধীন বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম।
-
-
ঘটনার সূচনা:
-
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এক পরিত্যক্ত বিমানঘাঁটিতে এর গোড়াপত্তন হয়।
-
সেখান থেকেই শুরু হয়েছিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আকাশযুদ্ধের নতুন অধ্যায়।
-
-
গুরুত্ব ও ভূমিকা:
-
কিলো ফ্লাইটের দুঃসাহসী বিমানযোদ্ধারা আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন।
-
এর ফলে হানাদার বাহিনীর ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে শেষ হয়ে যায়।
-
📖 তথ্যসূত্র:
জাতীয় তথ্য বাতায়ন ও The Daily Star, ৯ ডিসেম্বর ২০২২।
0
Updated: 2 months ago