বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
A
১ জন
B
২ জন
C
৩ জন
D
৪ জন
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের খেতাব
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্য সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
প্রধান তথ্যসমূহ:
-
বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ খেতাব): ৭ জন
-
বীরউত্তম (দ্বিতীয় সর্বোচ্চ খেতাব): ৬৮ জন
-
বীরবিক্রম (তৃতীয় সর্বোচ্চ খেতাব): ১৭৫ জন
-
বীরপ্রতীক (চতুর্থ সর্বোচ্চ খেতাব): ৪২৬ জন
মহিলা বীরপ্রতীক:
-
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়
-
তারা হলেন: ডা. সেতারা বেগম ও তারামন বিবি
-
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে তারা যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন
তথ্যসূত্র:

0
Updated: 21 hours ago
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার গ্রাম' - জাতির পিতা কবে এই ঘােষণা দেন?
Created: 1 day ago
A
২৬ মার্চ ১৯৭১
B
৭ মার্চ ১৯৭১
C
৩ মার্চ ১৯৭১
D
১৬ ডিসেম্বর ১৯৭১
১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানের সমাবেশে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং দেশের মুক্তির অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
-
চলমান সামরিক আইন প্রত্যাহার করা হোক।
-
সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া হোক।
-
গণহত্যার তদন্ত করা হোক।
-
নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক।

0
Updated: 1 day ago
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন ঘটে?
Created: 3 weeks ago
A
টিক্কা খান
B
আইয়ুব খান
C
ইয়াহিয়া খান
D
জুলফিকার আলি ভুট্টো
বাংলাদেশ বিষয়াবলি
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯)
-
শহীদ সংখ্যা:
-
প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হয়েছিলেন।
-
-
প্রধান শহীদদের মধ্যে উল্লেখযোগ্য:
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা
-
-
ফলাফল ও গুরুত্ব:
-
এই আন্দোলনের মাধ্যমে আইয়ুব খানের পতন ঘটে।
-
আগরতলা মামলা বাতিল হয়।
-
তথ্যসূত্র:
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 weeks ago
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন?
Created: 1 month ago
A
৭ জন
B
৬৮ জন
C
১৭৫ জন
D
৪২৬ জন
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে চারটি শ্রেণির বীরত্বসূচক খেতাবে ভূষিত করে। এই বীরত্বসূচক উপাধিগুলো হলো:
-
বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ সম্মাননা) – ৭ জন
-
বীর উত্তম (দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা) – ৬৮ জন
-
বীর বিক্রম (তৃতীয় স্তরের সম্মাননা) – ১৭৫ জন
-
বীর প্রতীক (চতুর্থ স্তরের সম্মাননা) – ৪২৬ জন
খেতাব বাতিলের ঘটনা:
পরবর্তীতে, ২০২১ সালের ৬ জুন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত চার আসামির মুক্তিযুদ্ধে প্রদত্ত খেতাব বাতিল করে দেয়। খেতাব বাতিল হওয়া ব্যক্তিরা হলেন:
-
লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
-
লেফটেন্যান্ট কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
-
লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
-
নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)
বর্তমান খেতাবপ্রাপ্তদের সংখ্যা:
এ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে বীরত্বসূচক উপাধিপ্রাপ্ত বীরদের সংখ্যা দাঁড়ায় ৬৭২ জনে। এদের মধ্যে রয়েছেন:
-
বীরশ্রেষ্ঠ: ৭ জন
-
বীর উত্তম: ৬৭ জন
-
বীর বিক্রম: ১৭৪ জন
-
বীর প্রতীক: ৪২৪ জন
(তথ্যসূত্র: বাংলা পিডিয়া ও প্রথম আলো)

0
Updated: 1 month ago