যুক্তফ্রন্টের ২১ দফা ইশতেহার প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন কে?
A
হাজী মোহাম্মদ দানেশ
B
এ কে ফজলুল হক
C
আবুল মনসুর আহমেদ
D
মাওলানা আতাহার আলী
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
প্রধান তথ্যসমূহ:
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক: নৌকা
-
নির্বাচনী ইশতেহার: ২১ দফা, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন
-
মোট আসন সংখ্যা: ৩০৯টি
-
নির্বাচনে যুক্তফ্রন্ট লাভ করে ২২৩টি আসন
-
শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময়ে 'হেমায়েত বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
Created: 2 months ago
A
টাঙ্গাইল
B
মাগুরা
C
পাবনা
D
বরিশাল
আঞ্চলিক বাহিনী (মুক্তিযুদ্ধের সময়)
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনী ও গেরিলা দলসমূহ:
| বাহিনীর নাম | স্থান/অঞ্চল |
|---|---|
| কাদেরিয়া বাহিনী | টাঙ্গাইল |
| আফসার ব্যাটালিয়ন | ভালুকা, ময়মনসিংহ |
| বাতেন বাহিনী | টাঙ্গাইল |
| হেমায়েত বাহিনী | গোপালগঞ্জ, বরিশাল |
| হালিম বাহিনী | মানিকগঞ্জ |
| আকবর বাহিনী | মাগুরা |
| লতিফ মীর্জা বাহিনী | সিরাজগঞ্জ, পাবনা |
| জিয়া বাহিনী | সুন্দরবন |
| ঢাকার গেরিলা দল (‘ক্র্যাক প্লাটুন’) | ঢাকা শহর |
-
ঢাকার গেরিলা দল প্রধানত শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটাত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি
0
Updated: 2 months ago
তিথিডোর’ উপন্যাসের লেখক কে?
Created: 1 month ago
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
জীবনান্দ দাশ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
বুদ্ধদেব বসু
তিথিডোর বুদ্ধদেব বসু রচিত একটি উপন্যাস। এটি ১৯৪৯ সালে প্রকাশিত হয় এবং তিন খণ্ডে বিভক্ত—প্রথম শ্রাবণ, করুণ রঙিন পথ ও যবনিকা কম্পমান। উপন্যাসে বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নর-নারীর জীবনযাত্রার মধুর কাহিনি বর্ণিত হয়েছে। এর মূল উপজীব্য হলো প্রেম ও যৌবনের বন্দনা।
বুদ্ধদেব বসু
-
সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক।
-
জন্ম: ৩০ নভেম্বর, ১৯০৮, কুমিল্লা।
-
আদি নিবাস: বিক্রমপুরের মালখানগর।
-
বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য।
রচিত কাব্যগ্রন্থ
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
রচিত উপন্যাস
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা প্রভৃতি।
0
Updated: 1 month ago
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসনে যুক্তফ্রন্ট মোট কয়টি আসন লাভ করে?
Created: 1 month ago
A
২২৩টি
B
২২৫টি
C
২২৭টি
D
২২০টি
নির্বাচনী ফলাফল
-
মুসলিম আসনে মোট ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট জয়লাভ করে ২২৩টি আসন (মৌলিক ২১৫টি + ৮টি স্বতন্ত্র সদস্য যোগদান)।
-
মুসলিম লীগ জয়লাভ করে ৯টি আসন, খেলাফতে রব্বানী পার্টি ১টি, এবং স্বতন্ত্র ১২টি আসন।
-
মুসলিম আসনে স্বতন্ত্র সদস্যদের মধ্যে ৮ জন যুক্তফ্রন্টে এবং ১ জন মুসলিম লীগে যোগদান করেন।
-
যুক্তফ্রন্টের শরিকদলগুলোর মধ্যে আসনসংখ্যা:
-
আওয়ামী লীগ: ১৪২
-
কৃষক-শ্রমিক পার্টি: ৪৮
-
নেজামে ইসলামী: ১৯
-
গণতন্ত্রী দল: ১৩ (১টি আসনে দলীয় পরিচয় অস্পষ্ট)
-
-
অমুসলিম আসনের ৭২টি আসনে জয়লাভ:
-
জাতীয় কংগ্রেস: ২৪
-
তফশিলি ফেডারেশন (রসরাজ মন্ডল গ্রুপ): ২৭
-
সংখ্যালঘু যুক্তফ্রন্ট: ১৩ (এর মধ্যে গণতন্ত্রী দল ৩টি)
-
-
কমিউনিস্ট পার্টি: ৪টি
-
বৌদ্ধ: ২টি
-
খ্রিস্টান: ১টি
-
স্বতন্ত্র: ১টি আসনে জয়লাভ।
0
Updated: 1 month ago