P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?
A
উত্তর
B
পূর্ব
C
দক্ষিণ
D
পশ্চিম
উত্তরের বিবরণ
প্রশ্ন: P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?
সমাধান:
দেওয়া আছে,
P এর অবস্থান Q এর উত্তরে
Q এর অবস্থান R এর পশ্চিমে
S এর অবস্থান P এর পূর্বে
অর্থাৎ S এবং R উভয়ের অবস্থান যথাক্রমে P এবং Q এর পূর্বে।
R এর অবস্থান হবে S এর দক্ষিণদিকে।

0
Updated: 22 hours ago
ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর রাখতে হবে?
Created: 3 days ago
A
20 কেজি
B
18 কেজি
C
24 কেজি
D
30 কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর রাখতে হবে?
সমাধান:
ধরি, ভর রাখতে হবে = x কেজি
লিভারের ভারসাম্য সূত্র অনুযায়ী,
30 × 16 = 20 × (x)
⇒ 480 = 20x
⇒ x = 480/20
∴ x = 24
∴ প্রশ্নবোধক স্থানে 24 kg ভর রাখতে হবে।

0
Updated: 3 days ago
দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
Created: 3 days ago
A
পিতা
B
ভাই
C
ভাতিজা/ভাগ্নে
D
সন্তান
প্রশ্ন: দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
সমাধান:
রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে।"
• রফিকের মায়ের একমাত্র ছেলে হলো রফিক নিজে।
• তাহলে, ছবির ব্যক্তির পিতা হলো রফিক।
• সুতরাং, ছবির ব্যক্তিটি হলো রফিকের সন্তান।
অতএব, ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের সন্তান হয়।

0
Updated: 3 days ago
দুই ব্যক্তি একটি কাজ একত্রে ১৫ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ২০ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
Created: 1 week ago
A
৩০ দিন
B
৩৬ দিন
C
৪৫ দিন
D
৬০ দিন
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ১৫ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ২০ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
সমাধান:
একত্রে ১৫ দিনে করতে পারে কাজটির = ১ অংশ
∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/১৫ অংশ,
আবার,
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/২০ অংশ কাজ
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/১৫ - ১/২০) অংশ
= (৪ - ৩)/৬০ অংশ
= ১/৬০ অংশ
এখন,
২য় ব্যক্তি ১/৬০ অংশ কাজ করে = ১ দিনে
২য় ব্যক্তি ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে = ১ × (৬০/১) দিনে
= ৬০ দিনে।
সুতরাং, দ্বিতীয় ব্যক্তি একা কাজটি ৬০ দিনে করতে পারবে।

0
Updated: 1 week ago