একটি ঘড়ি প্রতিদিন ৯ মিনিট ধীরে চলে। কতদিন পর এটি সঠিক সময় দিবে?
A
৫০ দিন
B
৬০ দিন
C
৭২ দিন
D
৮০ দিন
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ৯ মিনিট ধীরে চলে। কতদিন পর এটি সঠিক সময় দিবে?
সমাধান:
ঘড়ির মোট সময় = ১২ ঘণ্টা = (১২ × ৬০) মিনিট = ৭২০ মিনিট
৭২০ মিনিট সময় হারালে ঘড়িতে আবার সঠিক সময় পাওয়া যাবে।
এখন,
৯ মিনিট হারায় = ১ দিনে
∴ ১ মিনিট হারায় = ১/৯ দিনে
∴ ৭২০ মিনিট হারায় = ৭২০/৯ = ৮০ দিনে
অর্থাৎ ৮০ দিন পর আবার ঘড়িতে সঠিক সময় পাওয়া যাবে।
0
Updated: 1 month ago
একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৭ : ১৬ মিনিট হলে প্রকৃত সময় কত?
Created: 1 month ago
A
৩ : ১৬
B
৪ : ১৬
C
৩ : ৪৪
D
৪ : ৪৪
সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৭ : ১৬
= ৪ : ৪৪
0
Updated: 1 month ago
কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত?
Created: 1 month ago
A
৭ : ৩১
B
৭ : ২৯
C
৬ : ৩১
D
৬ : ২৯
প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত?
সমাধান:
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৫ : ৩১
= ৬ : ২৯
∴ প্রকৃত সময় = ৬ : ২৯ ।
0
Updated: 1 month ago
What is the angle between the hour and minute hand of a clock when it is 3 : 40 pm?
Created: 1 month ago
A
120°
B
110°
C
150°
D
130°
Question: What is the angle between the hour and minute hand of a clock when it is 3 : 40 pm?
Solution:
3 ঘণ্টা 40 মিনিট = 3 + (40/60) ঘণ্টা
= 11/3 ঘণ্টা
ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় 360° ঘুরে
∴ 1 ঘণ্টায় ঘুরে 360/12 = 30°
∴ 11/3 ঘণ্টায় ঘুরে (30 × 11/3) = 110°
আবার,
মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6° করে ঘুরে
∴ 40 মিনিটে ঘুরে (6 × 40) = 240°
সুতরাং, ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ = |240 - 110| = 130°
0
Updated: 1 month ago