সন্ধ্যা ৭ : ৩৫ মিনিট থেকে রাত ৮ : ২০ মিনিট পর্যন্ত একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরে?
A
৩০°
B
১৮০°
C
২৭০°
D
৫৪০°
উত্তরের বিবরণ
প্রশ্ন: সন্ধ্যা ৭ : ৩৫ মিনিট থেকে রাত ৮ : ২০ মিনিট পর্যন্ত একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরে?
সমাধান:
সময়ের ব্যবধান = (৮ : ২০ - ৭ : ৩৫) মিনিট = ৪৫ মিনিট
এখন,
মিনিটের কাঁটা ৬০ মিনিটে ঘুরে = ৩৬০°
∴ মিনিটের কাঁটা ১ মিনিটে ঘুরে = ৩৬০°/৬০
∴ মিনিটের কাঁটা ৪৫ মিনিটে ঘুরে = (৩৬০° × ৪৫)/৬০ = ২৭০°
0
Updated: 1 month ago
ঘড়িতে যখন ৭ : ৪০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রিতে থাকবে?
Created: 1 month ago
A
৭.৫°
B
১০°
C
৮.৫°
D
১৫°
প্রশ্ন: ঘড়িতে যখন ৭ : ৪০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রিতে থাকবে?
সমাধান:
মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H)/২|
= |{(১১ × ৪০) - (৬০ × ৭)}/২|
= |(৪৪০ - ৪২০)/২|
= |২০/২|
= |১০|
= ১০° ।
0
Updated: 1 month ago
একটি দেয়াল ঘড়িতে ৪ : ৩০ টা বাজে, তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে?
Created: 1 month ago
A
উত্তর-পশ্চিম
B
উত্তর-পূর্ব
C
দক্ষিণ-পূর্ব
D
দক্ষিণ-পশ্চিম
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে ৪ : ৩০ টা বাজে, তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে?
সমাধান:
- একটি দেয়াল ঘড়িতে ৪ : ৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে, তাহলে ঘণ্টার কাঁটাটি দক্ষিণ-পূর্ব দিকে থাকবে।
0
Updated: 1 month ago
ঘড়িতে ৯ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?
Created: 1 month ago
A
৩ টা ১০ মিনিট
B
৪ টা ৩০ মিনিট
C
২ টা ৫০ মিনিট
D
৩ টা ৩০ মিনিট
প্রশ্ন: ঘড়িতে ৯ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?
সমাধান:
আমরা জানি,
আয়নার সময় = ১১ : ৬০ - প্রকৃত সময়
= ১১ : ৬০ - ৯ : ১০
= ২ : ৫০
0
Updated: 1 month ago