'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।'- কোন কবিতার অংশ?
A
পরার্থে
B
পাছে লোকে কিছু বলে
C
বড় কে
D
সুখ
উত্তরের বিবরণ
‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ পঙ্ক্তিটি কামিনী রায় রচিত ‘সুখ’ কবিতার অন্তর্গত। এই কবিতায় জীবনে সুখ কিভাবে অর্জিত হতে পারে, তার ওপর কবির ধারণা প্রকাশ পেয়েছে।
কামিনী রায় মাত্র পনের বছর বয়সে ‘আলো ও ছায়া’ নামের কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন, এবং ‘সুখ’ কবিতাটি সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
পঙ্ক্তিটি সম্পর্কে প্রচলিত বিভ্রান্তি হলো: অনেক ক্ষেত্রে এটিকে ভুলভাবে ‘পরার্থে’ নামক কবিতার অংশ মনে করা হয়।
-
প্রকৃতপক্ষে, কামিনী রায়ের কোনো কবিতা ‘পরার্থে’ নামে পরিচিত নয়।
-
বিভ্রান্তির কারণ: পঙ্ক্তিতে পরার্থপরতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব প্রকাশ পেয়েছে, যা অনেকে ‘পরার্থে’ শব্দের সঙ্গে মিলে যায় বলে ভুল ধারণা করে থাকেন।
-
বর্তমানে পাঠ্য বই ও সাহিত্যপাঠে ‘পরার্থে’ নামে কোনো কবিতা অন্তর্ভুক্ত নয়।
কামিনী রায় সম্পর্কে তথ্য:
-
জন্ম: ১২ অক্টোবর ১৮৬৪, বাকেরগঞ্জের বাসন্ডা গ্রাম।
-
পদবি ও পরিচয়: কবি ও সমাজকর্মী; একসময় ‘জনৈক বঙ্গমহিলা’ ছদ্মনামে লিখতেন।
-
কবিতার শৈলী: সহজ, সরল, মানবিক এবং উপদেশমূলক; জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগ প্রকাশিত।
-
স্বীকৃতি: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী পদক’ (১৯২৯)।
-
সমাজসেবা: ‘নারী শ্রম তদন্ত কমিশন’ (১৯২২-২৩) এর সদস্য ছিলেন।
-
মৃত্যু: ২৭ সেপ্টেম্বর ১৯৩৩, হাজারীবাগ, বিহার।
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘আলো ও ছায়া’ (১৮৮৯), ১৫ বছর বয়সে রচিত; ভূমিকা লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য কাব্যগ্রন্থ ও রচনা:
-
নির্মাল্য
-
পৌরাণিকী
-
গুঞ্জন (শিশুকাব্য)
-
ধৰ্ম্মপুত্র (অনুবাদ)
-
মাল্য ও নির্মাল্য
-
অশোকসঙ্গীত (সনেট)
-
অম্বা (নাটক)

0
Updated: 22 hours ago
কাজী নজরুল ইসলাম রচিত 'মানুষ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 2 weeks ago
A
অগ্নিবীণা
B
ফণিমনসা
C
বিষের বাঁশী
D
সাম্যবাদী
'মানুষ' — কবিতা
– কাজী নজরুল ইসলাম, সাম্যবাদী কাব্যগ্রন্থ (১৯২৫)
কবিতার অংশবিশেষ (সংক্ষিপ্ত):
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'সাম্যবাদী' কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
ঈশ্বর
-
মানুষ
-
পাপ
-
চোর-ডাকাত
-
বারাঙ্গনা
-
মিথ্যাবাদী
-
নারী
-
রাজা-প্রজা
-
সাম্য
-
কুলিমজুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; সাম্যবাদী কাব্যগ্রন্থ।

0
Updated: 2 weeks ago
'পল্লিজননী' কবিতার রচয়িতা কে?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
জীবনানন্দ দাশ
'পল্লিজননী' কবিতাটি জসীম উদ্দীন রচিত 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
'রাখালী' ছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
এটি প্রকাশিত হয় ১৯২৭ সালে।
-
এই কাব্যগ্রন্থেই অন্তর্ভুক্ত রয়েছে তাঁর বিখ্যাত 'কবর' কবিতাটি।
জসীম উদ্দীন সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-
তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
-
তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য 'নক্সী কাঁথার মাঠ' ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
জসীম উদ্দীনের জনপ্রিয় খণ্ডকবিতার সংকলনসমূহ:
-
রাখালী
-
বালুচর
-
রূপবতী
-
ধানখেত
-
মাটির কান্না
-
সুচয়নী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে?
Created: 4 months ago
A
শামসুর রাহমান
B
আলতাফ মাহমুদ
C
হাসান হাফিজুর রহমান
D
আব্দুল গাফ্ফার চৌধুরী
• 'একুশে ফেব্রুয়ারী' সংকলন:
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয় তার স্মরণে ১৯৫৩ সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমান 'একুশে ফেব্রুয়ারী' নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন।
- এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
- সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
- এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা, ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২ জন লেখক লিখেছেন।
- এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি।
- প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 months ago