বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় -
A
যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
B
যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়
C
যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়
D
যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে
উত্তরের বিবরণ
বিবৃত স্বরধ্বনি হলো এমন স্বরধ্বনি যাকে উচ্চারণ করার সময় ঠোঁট বেশি খোলে। স্বরধ্বনির উচ্চারণের সময় ঠোঁট কতটা খোলা বা বন্ধ থাকে, তার ভিত্তিতে স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা যায়:
-
সংবৃত: [ই], [উ] – উচ্চারণের সময় ঠোঁট কম খোলা থাকে।
-
অর্ধ-সংবৃত: [এ], [ও] – মাঝারি খোলা ঠোঁটের স্বরধ্বনি।
-
অর্ধ-বিবৃত: [অ্যা], [অ] – তুলনামূলক বেশি খোলা ঠোঁট।
-
বিবৃত: [আ] – উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে।
উচ্চারণের সময়ে জিভের অবস্থান অনুযায়ীও স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
-
উচ্চ স্বরধ্বনি: [ই], [উ] – জিভ উপরে থাকে।
-
উচ্চ-মধ্য স্বরধ্বনি: [এ], [ও] – জিভ মাঝারি অবস্থানে থাকে।
-
নিম্ন-মধ্য স্বরধ্বনি: [অ্যা], [অ] – জিভ কিছুটা নিচে থাকে।
-
নিম্ন স্বরধ্বনি: [আ] – জিভ নিচে থাকে।
উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে এবং নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে।

0
Updated: 22 hours ago
‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ!’- এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?
Created: 2 weeks ago
A
বিরক্তি
B
রাগ
C
ভয়
D
হুমকি
এরুপ ক্ষেত্রে বাক্যের ভাব বুঝেই ‘কী’এর অর্থ নিরুপণ করতে হবে। সে হিসাবে এর অর্থ ‘ভয়’ ‘রাগ’ বা ‘বিপদ’ নয়, অবশ্যই ‘বিরক্ত’।

0
Updated: 2 weeks ago
'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
Created: 2 weeks ago
A
জয়ের ইচ্ছা
B
হত্যার ইচ্ছা
C
বেঁচে থাকার ইচ্ছা
D
শোনার ইচ্ছা
এক কথায় ইচ্ছার প্রকাশ
-
বেঁচে থাকার ইচ্ছা → জিজীবিষা
-
জয়ের ইচ্ছা → জিগীষা
-
হনন (হত্যা) করার ইচ্ছা → জিঘাংসা
-
শ্রবণ (শোনা) করার ইচ্ছা → শ্রবণেচ্ছা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমী অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
নিচের কোন বাক্যটি প্রয়ােগগত দিক থেকে শুদ্ধ?
Created: 3 days ago
A
আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
B
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
C
তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
D
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।
প্রশ্নের অপশন গ) তে থাকা বাক্য "তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।" পুরোপুরি শুদ্ধ এবং প্রয়োগের দিক থেকে সঠিক। অন্যান্য অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ নিম্নরূপ:
-
অশুদ্ধ: আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
শুদ্ধ: আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই। -
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত। -
অশুদ্ধ: সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
শুদ্ধ: সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।

0
Updated: 3 days ago