যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?
A
শনিবার
B
মঙ্গলবার
C
সোমবার
D
বুধবার
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?
সমাধান:
আগামী পরশুদিন শুক্রবার হলে আজ হলো বুধবার ।
সুতরাং গতকাল ছিলো মঙ্গলবার।
মঙ্গলবার (গতকাল) - বুধবার (আজ) - বৃহস্পতিবার (আগামীকাল) - শুক্রবার (আগামী পরশুদিন)

0
Updated: 22 hours ago
একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৭ : ১৬ মিনিট হলে প্রকৃত সময় কত?
Created: 1 week ago
A
৩ : ১৬
B
৪ : ১৬
C
৩ : ৪৪
D
৪ : ৪৪
সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৭ : ১৬
= ৪ : ৪৪

0
Updated: 1 week ago
দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
Created: 3 days ago
A
পিতা
B
ভাই
C
ভাতিজা/ভাগ্নে
D
সন্তান
প্রশ্ন: দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে"। ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের কী হয়?
সমাধান:
রফিক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে।"
• রফিকের মায়ের একমাত্র ছেলে হলো রফিক নিজে।
• তাহলে, ছবির ব্যক্তির পিতা হলো রফিক।
• সুতরাং, ছবির ব্যক্তিটি হলো রফিকের সন্তান।
অতএব, ছবির ব্যক্তিটি সম্পর্কে রফিকের সন্তান হয়।

0
Updated: 3 days ago
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
Created: 4 weeks ago
A
৫৩২৪
B
৫৪৬৪
C
৫২৩৪
D
৫৬৬০
প্রশ্ন: ৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
সমাধান:
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৮৪২০
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা = ২০৪৮
বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় = (৮৪২০ + ২০৪৮)/২
= ১০৪৬৮/২
= ৫২৩৪

0
Updated: 4 weeks ago