০.০২৮৯ এর বর্গমূল কত?
A
১৭
B
০.১৭
C
০.০১৭
D
০.০০১৭
উত্তরের বিবরণ
প্রশ্ন: ০.০২৮৯ এর বর্গমূল কত?
সমাধান:
√(০.০২৮৯)
= √{(০.০২৮৯ × ১০০০০)/১০০০০}
= √(২৮৯/১০০০০)
= ১৭/১০০
= ০.১৭

0
Updated: 22 hours ago
০.১ এর বর্গমূল কত?
Created: 1 month ago
A
০.১
B
০.০১
C
০.২৫
D
কোনোটিই নয়
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?
সমাধান:
০.১ এর বর্গমূল = √০.১
=০.৩১

0
Updated: 1 month ago
কোনো সংখ্যার বর্গ তার বর্গমূল অপেক্ষা ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
Created: 22 hours ago
A
২
B
৪
C
৯
D
১৬
প্রশ্ন: কোনো সংখ্যার বর্গ তার বর্গমূল অপেক্ষা ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
সমাধান:
এক্ষেত্রে অপশন টেস্ট করা শ্রেয়।
৯ সংখ্যাটির বর্গ = ৯২ = ৮১
৯ এর বর্গমূল = √৯ = ৩
বর্গ ও বর্গমূলের পার্থক্য = ৮১ - ৩ = ৭৮
অর্থাৎ সংখ্যাটি = ৯

0
Updated: 22 hours ago
যদি 16x2 - 56x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
Created: 1 week ago
A
4
B
25
C
49
D
64
গণিত
বর্গ ও বর্গমূল (Square & Square root)
বীজগণিত (Algebra)
বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ (Addition, subtraction, multiplication and division of algebraic expressions)
প্রশ্ন: যদি 16x2 - 56x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
সমাধান:
16x2 - 56x
= (4x)2 - 2 × (4x) × 7 + 72 - 72
= (4x - 7)2 - 49
∴ 16x2 - 56x এর সাথে 49 যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।

0
Updated: 1 week ago