What kind of noun is 'Fleet'?
A
Proper noun
B
Common noun
C
Collective noun
D
Abstract noun
উত্তরের বিবরণ
‘Fleet’ একটি Collective Noun। এটি একত্রিত কিছু ব্যক্তি বা বস্তুকে একটি সমষ্টি হিসেবে নির্দেশ করে।
Fleet:
-
English meaning: a number of warships under a single command
-
Bangla meaning: একক কর্তৃত্ব বা মালিকানাধীন জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি; বহর
Collective Noun:
-
Collective Noun হলো সেই শব্দ যা একই ধরনের কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় এবং এককভাবে উচ্চারিত হয়।
-
অর্থাৎ, কিছু Common Noun-এর সমষ্টিকে Collective Noun বলে।
-
উদাহরণ: cattle, herd, army, public, library, jury, committee, fleet, crew, majority, minority, ইত্যাদি

0
Updated: 22 hours ago
Sidney
criticizes bad poets but defends the art of poetry itself.
Created: 4 months ago
A
False
B
None
C
True
D
Both
Coming...

0
Updated: 4 months ago
What does a 'Precis' aim to convey?
Created: 1 day ago
A
The detailed examples from the passage
B
The essence or main ideas of a larger passage
C
The personal opinions of the writer
D
Only the conclusion of the passage
Precis শব্দের অর্থ হলো সারমর্ম। এটি হলো কোনো বড় passage-এর মূল বক্তব্যকে সংক্ষেপে উপস্থাপন করার প্রক্রিয়া।
তথ্যগুলো হলো:
-
Precis writing: একটি passage, paragraph বা piece of writing-এর সংক্ষিপ্ত রূপে তার মূল কথা তুলে ধরা।
-
মূল বিষয়বস্তু: Precis-এ মূল পাঠ্যের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে উপস্থাপন করা হয়।
-
গঠন ও ক্রম: ঘটনার নির্দিষ্ট ক্রম (order) এবং গঠন (structure) বজায় রাখা আবশ্যক।
-
উপস্থাপনা: মূল ধারণাগুলি স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে এবং অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তথ্য বাদ দিতে হবে।
অর্থাৎ, Precis হলো মূল পাঠ্যের সারমর্ম সংক্ষেপে এবং সুসংগঠিতভাবে প্রকাশ করা।

0
Updated: 1 day ago
Othello's tragic flaw is:
Created: 2 weeks ago
A
Ambition
B
Pride
C
Greed
D
Jealousy
• ওথেলোর ঈর্ষা হলো সেই প্রবল আবেগ যা ইয়াগো দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে। একবার “green-eyed monster” তার উপর দখল করলে, এটি তাকে এক মহৎ, বাগ্মী সেনাপতি থেকে অযৌক্তিক, হিংস্র এবং মানসিক যন্ত্রণায় ভুগা মানুষে রূপান্তরিত করে। তার ঈর্ষাই তাকে সকল প্রমাণ ভুলভাবে ব্যাখ্যা করতে, বিশ্বস্ত স্ত্রীর প্রতি সন্দেহ করতে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করতে প্ররোচিত করে। নাটকের দ্বিতীয়ার্ধ মূলত তার ঈর্ষাতাপস্মা ও মানসিক অশান্তিতে নিমজ্জিত হওয়ার চরম চিত্র।

0
Updated: 2 weeks ago