Identify the determiner: It is not your fault.
A
It
B
Not
C
Your
D
Fault
উত্তরের বিবরণ
‘It is not your fault.’ এখানে determiner হলো ‘your’, যা noun ‘fault’-কে নির্দেশ করছে।
Determiner:
-
Determiner হলো সেই শব্দ যা noun-এর নির্দেশক, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা না-বাচকতা নির্দেশ করে।
-
Determiner-এর প্রধান কাজ হলো noun বা pronoun কে নির্ধারণ করা।
Determiner-এর বিভিন্ন প্রকার:
-
Articles: a, an, the
-
Demonstrative: this, these, that, those
-
Possessive: my, your, his, her, etc.
-
Interrogative: what, which, whose, etc.
-
Quantifier: some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
-
General Ordinals: last, next, other, the other, etc.
-
Cardinal Numerals: one, two, three, four, etc.
-
Ordinal Numeral: first, second, third, fourth, etc.
Source:

0
Updated: 22 hours ago
What does "the lock" refer to in the title, The Rape of the Lock?
Created: 1 month ago
A
A prison lock
B
A treasure chest
C
A lock of hair
D
A hair ornament
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.
• The Rape of the Lock:
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।
- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

0
Updated: 1 month ago
“The Solitary Reaper” by Wordsworth is a famous-
Created: 1 week ago
A
Drama
B
Narrative poem
C
Epic
D
Lyric poetry
“The Solitary Reaper” হলো William Wordsworth-এর একটি বিখ্যাত Lyric poetry, যা কবির ব্যক্তিগত অনুভূতি ও আবেগকে কেন্দ্র করে লেখা।
-
Lyric poetry হলো সংক্ষিপ্ত, আবেগপ্রবণ এবং সঙ্গীতধর্মী কবিতা, যা মূলত কবির ব্যক্তিগত অনুভূতি, চিন্তা বা অভিজ্ঞতা প্রকাশ করে।
-
এটি সাধারণত গল্প বলার (narrative) বা বর্ণনাধর্মী (descriptive) নয়, বরং ভাবপ্রধান ও অন্তর্মুখী হয়।
-
Wordsworth-এর The Solitary Reaper-এ দেখা যায়, কবি একাকী ফসল কাটতে যাওয়া এক মেয়ের গানের মাধুর্যে মুগ্ধ হয়ে নিজের আবেগ ও চিন্তা প্রকাশ করেছেন।
-
Lyric poetry-এর মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ, যা এই কবিতায় সুস্পষ্ট।
অন্যান্য কবিতার ধরন
-
Narrative poem (কথাসাহিত্যিক কবিতা): গল্প বলার জন্য লেখা কবিতা, যার মধ্যে চরিত্র, ঘটনা বা কাহিনী থাকে।
-
উদাহরণ: The Rime of the Ancient Mariner।
-
-
Epic (মহাকাব্য): দীর্ঘ কবিতা যা মহান নায়ক ও তার সাহসিক কাজের কাহিনী তুলে ধরে।
-
উদাহরণ: Paradise Lost, The Iliad।
-

0
Updated: 1 week ago
He worked with all sincerity. The underlined phrase is-
Created: 3 weeks ago
A
A noun phrase
B
An adjective phrase
C
An infinitive phrase
D
An adverbial phrase
He worked with all sincerity.
উল্লেখিত অংশ (underlined phrase): with all sincerity
Adverbial Phrase
-
যে phrase বাক্যে adverb-এর মতো কাজ করে, তাকে Adverbial Phrase বলা হয়।
-
সহজভাবে বলতে গেলে, যখন আমরা বাক্যের কাজ (verb) কে প্রশ্ন করি—যেমন কখন (when), কোথায় (where), কেন (why), বা কিভাবে (how)—আর তার উত্তর একটি phrase হিসেবে আসে, সেটাই Adverbial Phrase।
প্রদত্ত বাক্যে with all sincerity phrase টি worked ক্রিয়াটিকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে।
-
এটি দেখাচ্ছে কিভাবে সে কাজ করেছিল, তাই এটি Adverbial Phrase হিসেবে চিহ্নিত।
উৎস: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 3 weeks ago