The plural of 'Nucleus' is-
A
Nucleii
B
Nucleis
C
Nuclei
D
Nuclesis
উত্তরের বিবরণ
The plural of ‘Nucleus’ is Nuclei.
Nucleus (noun):
-
English meaning: The central and most important part of an object, movement, or group, forming the basis for its activity and growth; a basic or essential part: core
-
Bangla meaning: কেন্দ্রীয় বা মূল অংশ, যাকে ঘিরে অন্যান্য অংশ বিন্যস্ত বা সংহত হয়; বিশেষত পরমাণুর প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় অংশ; মূলাধার; পরমাণুকেন্দ্র
Plural form: Nuclei (also nucleuses)
Source:
0
Updated: 1 month ago
He soon sickened with busy city life and moved out to the country.
Created: 1 month ago
A
He soon
B
sickened with
C
moved out
D
to the country
• The error is — খ) sickened with
• Correct sentence:
He soon sickened of busy city life and moved out to the country.
-
Bangla: শীঘ্রই তিনি ব্যস্ত নগর জীবনে বিরক্ত হয়ে গ্রামে চলে যান।
• Sicken of [phrasal verb]
-
English Meaning: To lose interest in (something) because one has had too much of it
-
Bangla Meaning: ক্লান্ত বা বিতৃষ্ণ হওয়া
• Other parts:
-
ক) He soon (তিনি শীঘ্রই) — Correct adverbial phrase
-
গ) moved out (ছেড়ে দেওয়া) — Correct phrasal verb
-
ঘ) to the country (গ্রামে) — Correct prepositional phrase
0
Updated: 1 month ago
Complete the following sentence choosing the appropriate option: It's raining cats and dogs, so-
Created: 2 months ago
A
Watch out for falling animals.
B
Make sure you take an umbrella.
C
Keep your pets inside.
D
Keep the windows open.
শূন্যস্থানে সঠিক উত্তর:
Make sure you take an umbrella.
পূর্ণ বাক্য:
It's raining cats and dogs, so make sure you take an umbrella.
“It's raining cats and dogs” অর্থ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই বাইরে যাওয়ার আগে ছাতা সঙ্গে নেওয়া উচিত।
“It's raining cats and dogs” ব্যবহার করলে অর্থ:
It means – It's raining heavily.
cats and dogs (adverb হিসেবে)
English Meaning: in great quantities; very hard.
বাংলায় অর্থ: অনেক পরিমাণে, তীব্রভাবে।
উদাহরণ: rain cats and dogs দ্বারা বোঝায় – তুমুল বর্ষণ।
উদাহরণ বাক্য:
-
Last night, it was raining cats and dogs, and the streets were flooded within minutes.
– গত রাতের বৃষ্টি এত তীব্র ছিল যে কয়েক মিনিটের মধ্যে রাস্তা পানিতে ভরে গিয়েছিল। -
I forgot my umbrella, and it started to rain cats and dogs just as I left the office.
– আমি ছাতা ভুলে গিয়েছিলাম, আর অফিস থেকে বের হওয়ার ঠিক মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল।
উৎস: Merriam-Webster
0
Updated: 2 months ago
Which Bennet daughter best represents flirtation and recklessness?
Created: 2 months ago
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Mary
Lydia Bennet পরিবারের সবচেয়ে ছোট ও বেপরোয়া মেয়ে। সে সবসময় সৈন্যদের সঙ্গে সময় কাটায়, ফ্লার্ট করে এবং পরিবারকে লজ্জায় ফেলে। তার Wickham-এর সঙ্গে পালিয়ে যাওয়া কাহিনির সবচেয়ে বড় কেলেঙ্কারি। Austen দেখাতে চান—অতিরিক্ত প্রশ্রয় ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা বিপজ্জনক হতে পারে। Lydia-ই এর প্রতীক।
1
Updated: 2 months ago