'ব্রজবুলি' বলতে কী বোঝায়? 

A

ব্রজধামে কথিত ভাষা 

B

একরকম কৃত্রিম কবিভাষা 

C

বাংলা ও হিন্দির যোগফল 

D

মৈথিলি ভাষার একটি উপভাষা

উত্তরের বিবরণ

img

ব্রজবুলি ভাষ

বৈষ্ণব পদাবলীর একটি উল্লেখযোগ্য অংশ রচিত হয়েছে ‘ব্রজবুলি’ নামে পরিচিত কৃত্রিম মিশ্র ভাষায়। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষার মর্যাদা পায়। এই ভাষার উদ্ভাবক ছিলেন মৈথিলী ভাষার কবি বিদ্যাপতি।

তিনি মৈথিলী ও বাংলা ভাষার মিলনে একটি বিশেষ সাহিত্যিক ভাষা সৃষ্টি করেন, যা পরবর্তীতে বৈষ্ণব কবিদের রাধাকৃষ্ণভক্ত পদ রচনায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ষোলশতকে বাঙালি বৈষ্ণব কবিরা বিদ্যাপতির পদাবলীর ছন্দ ও ভাষার অনুকরণে তাদের রচনায় ব্রজবুলি ব্যবহার শুরু করেন।

বিশ্বকবিরূপে খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর ভানুসিংহ ঠাকুর পদাবলীতে এই ভাষায় সৃজনশীলতা প্রদর্শন করেছেন।

সূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া। 

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD