প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি প্রতিষ্ঠা করেন কে?
A
মাইকেল মধুসূদন দত্ত
B
গিরিশচন্দ্র ঘোষ
C
দীনবন্ধু মিত্র
D
দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরের বিবরণ
গিরিশচন্দ্র ঘোষ ছিলেন নাট্যকার, নাট্যপরিচালক ও মঞ্চাভিনেতা। তিনি ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন এবং বাংলা নাট্যজগতে বিশেষ অবদান রাখেন।
সারসংক্ষেপ:
-
১৮৭২ সালে তিনি বাংলার প্রথম পেশাদার নাট্য কোম্পানি, ন্যাশনাল থিয়েটার, প্রতিষ্ঠা করেন।
-
প্রায় চল্লিশটি নাটক রচনা ও সমান সংখ্যক নাটক পরিচালনা করেন।
-
১৯১২ সালের ৮ ফেব্রুয়ারি কলকাতায় তিনি পরলোক গমন করেন।
প্রধান নাটকসমূহ:
পৌরাণিক নাটক:
-
রাবণবধ
-
সীতার বনবাস
-
সীতার বিদ্রোহ
-
লক্ষ্মণ বর্জন
-
রামের বনবাস
-
সীতাহরণ
-
পান্ডবের অজ্ঞাতবাস
-
পাণ্ডব গৌরব
রোমান্টিক নাটক:
-
মুকুলমুঞ্জরা
-
আবু হোসেন
ঐতিহাসিক নাটক:
-
সিরাজদ্দৌলা
-
মীরকাশিম
-
ছত্রপতি শিবাজী
-
অশোক
-
কৌতুক নাটক
-
হীরার ফুল
-
সপ্তমীতে বিসর্জন
-
বড়দিনের বখশিশ
উৎস:

0
Updated: 22 hours ago
'রূপাই ও সাজু' - কোন কাব্যগ্রন্থের চরিত্র?
Created: 1 week ago
A
সোজন বাদিয়ার ঘাট
B
বালুচর
C
নক্সী কাঁথার মাঠ
D
রাখালী
'নক্সী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ
-
প্রকাশকাল: ১৯২৯
-
প্রথম অংশ: চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয়, তাদের অনুরাগের বিকাশ, বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের কাহিনি।
-
দ্বিতীয় অংশ: তাদের বিচ্ছেদ।
-
পূর্ববঙ্গ গীতিকার বর্ণনাভঙ্গি ও ভাষারীতি অবলম্বন করেছেন জসীমউদ্দীন।
-
গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা—এই কাব্যের উপকরণ।
-
আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য বিশেষ স্বাতন্ত্র্য লাভ করেছে।
প্রধান কাব্যগ্রন্থ
-
নক্সী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
ভয়াবহ সেই দিনগুলিতে
-
বালুচর
-
রাখালী
-
রূপবতী ইত্যাদি
উৎস
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
তিলোত্তমাসম্ভব কাব্য
B
দ্য ক্যাপটিভ লেডি
C
মেঘনাদবধ কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
✦ ব্যক্তিত্ব: মাইকেল মধুসূদন দত্ত
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা
পেশা: মহাকবি, নাট্যকার
ভাষা ও সাহিত্য অবদান:
-
বাংলা ভাষার সনেট প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: পদ্মাবতী নাটক (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক)
-
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য
-
প্রথম কাব্যগ্রন্থ (ইংরেজিতে): দ্য ক্যাপটিভ লেডি
✦ নাটকসমূহ
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
✦ কাব্যসমূহ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
✦ প্রহসনসমূহ
-
একেই কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'মোকাজান মিয়া বা ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
Created: 12 hours ago
A
লালসালু
B
পদ্মানদীর মাঝি
C
আলালের ঘরের দুলাল
D
হাজার বছর ধরে
আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রারম্ভিক উপন্যাসগুলোর মধ্যে একটি। এটি প্রথম গ্রন্থাকারে ১৮৫৮ সালে প্রকাশিত হলেও ১৮৫৪ সাল থেকে মাসিক পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হত।
-
উপন্যাসে দেশীয় শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ এবং সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলার সমালোচনা করা হয়েছে।
-
একটি প্রসিদ্ধ সংলাপ: “দুনিয়া সাচ্চা নয়—মুই একা সাচ্চা হয়ে কি করবো?” — ঠকচাচার মুখে।
-
প্রধান চরিত্র: মোকাজান মিয়া বা ঠকচাচা।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র:
-
বাবুরাম
-
বাবুরামের পুত্র মতিলাল
-
ধূর্ত উকিল বটলর
-
অর্থলোভী বাঞ্ছারাম
-
তোষামোদকারী বক্রেশ্বর
-
-
কাহিনির একটি অংশে, ধনী বাবুরামের পুত্র মতিলাল পিতার অবহেলার কারণে অধঃপতনে পড়ে এবং পরবর্তীতে পিতার সম্পত্তি নষ্ট করে।
অন্য উপন্যাসগুলোর চরিত্রের উদাহরণ:
-
পদ্মানদীর মাঝি: কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া
-
লালসালু: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা
-
হাজার বছর ধরে: নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র, বাকিরা মৃত বা বিবর্ণ

0
Updated: 12 hours ago