'রোমান্টিক প্রণয়োপাখ্যান' ধারার প্রথম কবির নাম কী?
A
দৌলত কাজী
B
শেখ ফয়জুল্লাহ্
C
আব্দুল কাদির
D
শাহ মুহম্মদ সগীর
উত্তরের বিবরণ
শাহ মুহম্মদ সগীর ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে পরিচিত।
বিশেষ অবদান:
-
রচিত রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর স্তুতি রয়েছে
-
এই কাব্য গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে রচনা করা হয়
উৎস:

0
Updated: 22 hours ago
'গোরক্ষ বিজয়' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
শুকর মুহম্মদ
B
ভীমসেন রায়
C
সৈয়দ সুলতান
D
শেখ ফয়জুল্লাহ
• শেখ ফয়জুল্লাহ:
- তিনি নাথ সাহিত্যের আদি কবি।
- তার নাথ ধর্ম বিষয়ক আখ্যানকাব্যের নাম গোরক্ষ বিজয়।
- এই কাব্যটি আবদুল করিম সাহিত্যবিশারদ আবিষ্কার করেন।
• নাথসাহিত্য:
- নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনীভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করে: একটি হলো সাধন-নির্দেশিকা, আর অন্যটি হচ্ছে গাথাকাহিনী বা আখ্যায়িকা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'মহাভারত' মূল কাব্যের রচয়িতা ছিলেন-
Created: 12 hours ago
A
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব
B
কবীন্দ্র পরমেশ্বর
C
কাশীরাম দাস
D
রাধারমণ দত্ত
মহাভারত
-
মূল রচনা: সংস্কৃত ভাষায়, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
-
প্রথম বাংলা অনুবাদ: কবীন্দ্র পরমেশ্বর, উৎসাহদাতা: পরাগল খাঁ।
-
অনুবাদের নাম: পরাগলী মহাভারত।
-
অনুবাদক দেওয়া নাম: বিজয়পান্ডবকথা বা ভারতপাঁচালী।
-
-
শ্রেষ্ঠ বাংলা অনুবাদক: কাশীরাম দাস।
-
অনুবাদ গ্রন্থের নাম: ভারত পাঁচালী।
-
রচনাকাল: আনুমানিক ১৬০২–১৬০৪ খ্রিষ্টাব্দ।
-
কাশীরাম দাস সম্পূর্ণ মহাভারত রচনা শেষ করতে পারেননি; আদি, সভা, বন ও বিরাট পর্ব রচনা শেষে ইহলোক ত্যাগ করেন। অসমাপ্ত কাব্য শেষ করেন তাঁর পুত্র, ভ্রাতুষ্পুত্র ও শিষ্যরা।
-

0
Updated: 12 hours ago
সম্প্রতি, কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র ৩য় বারের মতো সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ইউনিসেফ
B
ইউনেস্কো
C
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
D
হিউম্যান রাইটস ওয়াচ
ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ার ঘোষণা
-
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, তারা ইউনেস্কো থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকরভাবে সরে দাঁড়াবে।
-
প্রধান কারণ:
-
ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান
-
মার্কিন প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এর সঙ্গে সংঘাত
-
পটভূমি:
-
১৯৮৩: প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইউনেস্কোকে ‘সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।
-
পরে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ আমলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্য হয়।
-
২০১৭: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কো থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন।
-
পরে, প্রেসিডেন্ট জো বাইডেন আমলে দেশটি পুনরায় সদস্যপদ ফিরে পায়।

0
Updated: 1 month ago