'রোমান্টিক প্রণয়োপাখ্যান' ধারার প্রথম কবির নাম কী?
A
দৌলত কাজী
B
শেখ ফয়জুল্লাহ্
C
আব্দুল কাদির
D
শাহ মুহম্মদ সগীর
উত্তরের বিবরণ
শাহ মুহম্মদ সগীর ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। তিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে পরিচিত।
বিশেষ অবদান:
-
রচিত রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর স্তুতি রয়েছে
-
এই কাব্য গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে রচনা করা হয়
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে?
Created: 2 months ago
A
আবুল ফজল
B
সৈয়দ সুলতান
C
শাহ্ মুহম্মদ সগীর
D
আলাওল
শাহ্ মুহম্মদ সগীর
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক খ্যাতনামা কবি, যিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে পরিচিত। তিনি ছিলেন রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি।
তাঁর রচিত ‘ইউসুফ-জুলেখা’ কাব্যই এই ধারার প্রথম সৃষ্টি। এই কাব্যে গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ-এর স্তুতি রয়েছে। ধারণা করা হয়, গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
২৫. ৩৩ বিলিয়ন ডলার
B
২৭. ৩৩ বিলিয়ন ডলার
C
৩০. ৩৩ বিলিয়ন ডলার
D
৩৫. ৩৩ বিলিয়ন ডলার
২০২৪–২৫ অর্থবছরের প্রবাসী আয় ও রপ্তানি
-
প্রবাসী আয়:
-
উৎস: বাংলাদেশ ব্যাংক
-
মোট আয়: প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলার
-
এতো প্রবাসী আয় দেশে আগে কোনো অর্থবছরে আসেনি।
-
আগের অর্থবছরের তুলনায় বৃদ্ধি: ৬.৪২ বিলিয়ন ডলার (২৬.৮%)
-
জুন মাসের আয়: ২.৮২ বিলিয়ন ডলার, যার মধ্যে ৩০ জুন একদিনে এসেছে ১১.৩ মিলিয়ন ডলার
-
বৃদ্ধির কারণ: হুন্ডি রোধে কঠোর অবস্থান, বৈধ রেমিট্যান্স প্রণোদনা, রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করা ইত্যাদি
-
-
পণ্য রপ্তানি:
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
-
২০২৪–২৫ অর্থবছরে পণ্য রপ্তানি: ৪,৮২৮ কোটি ডলার
-
বৃদ্ধি: আগের অর্থবছরের তুলনায় ৮.৫৮%
-
২০২৩–২৪ অর্থবছরের রপ্তানি: ৪,৪৪৭ কোটি ডলার
-
-
উল্লেখযোগ্য: প্রবাসী আয় ও রপ্তানি উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার অবস্থা শক্তিশালী করতে সহায়ক।
0
Updated: 2 months ago
ব্যঙ্গপ্রধান গল্পসংগ্রহ কোনটি?
Created: 1 month ago
A
লিপিমালা
B
রাজাবলি
C
তোতা ইতিহাস
D
ইতিহাসমালা
‘ইতিহাসমালা’
-
প্রকাশ: ১৮১২, উইলিয়াম কেরি
-
এটি বাংলা সাহিত্যের প্রথম গল্পসংগ্রহ হিসেবে মর্যাদাপূর্ণ।
-
গ্রন্থে প্রায় দেড় শতাধিক ইতিহাসাশ্রিত গল্প অন্তর্ভুক্ত।
-
অধিকাংশ গল্প ব্যঙ্গপ্রধান, প্রাচ্য ও পাশ্চাত্য উভয় উৎস থেকে সংগৃহীত।
-
গল্পগুলোর মধ্যে রয়েছে:
-
হিতোপদেশ, পঞ্চতন্ত্র প্রভৃতি প্রাচীন সংস্কৃত গ্রন্থের কাহিনী
-
অপেক্ষাকৃত আধুনিক গল্প যেমন ধনপতি-খুল্লনা-লহনা, রূপ সনাতন গোস্বামির কাহিনী
-
-
ভাষা ও রচনাশৈলী: ফোর্ট উইলিয়াম কলেজের প্রাথমিক যুগের ভাষার তুলনায় উন্নত, সুষম ও প্রাঞ্জল গদ্য।
-
কলেজ থেকে প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে সেরা রচনা হিসেবে স্বীকৃত।
অন্যান্য প্রাসঙ্গিক গ্রন্থ
‘লিপিমালা’
-
ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের চলিত ভাষা ও দেশীয় লোকের ব্যবহার পরিচয় করানোর জন্য পত্রাকারে লিখিত প্রবন্ধ।
‘রাজাবলি’
-
কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধির ওপর নির্ভর করে রচিত।
-
গদ্যরীতি আরও সুষ্ঠু হয়েছে।
-
আরবি-ফারসি শব্দবহুল হলেও প্রাঞ্জল ভাষা ও রচনাশৈলীর জন্য মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ রচনা হিসেবে স্বীকৃতি লাভ।
চণ্ডীচরণ মুনশীর ‘তোতা ইতিহাস’ (১৮০৫)
-
ফারসি থেকে অনুবাদ।
-
পাঠ্যপুস্তক ও গল্পগ্রন্থ হিসেবে যথেষ্ট সমাদর লাভ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 1 month ago