বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ কে?
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
প্যারীচাঁদ মিত্র
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরের বিবরণ
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র। তিনি বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচনায় বিশেষ অবদান রেখেছেন এবং সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা গদ্য ও উপন্যাসকে সমৃদ্ধ করেছেন।
প্যারীচাঁদ মিত্রের জীবনী:
-
১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ।
-
লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত।
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর।
-
১৮২৭ সালে হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করেন।
-
১৮৩৬ সালে কলকাতা পাবলিক লাইব্রেরিতে ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে কর্মজীবন শুরু।
-
বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব: ‘আলালের ঘরের দুলাল’, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত।
-
২৩ নভেম্বর, ১৮৮৩ সালে মৃত্যুবরণ।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
মদ খাওয়া বড় দায়
-
জাত থাকার কি উপায়
-
অভেদী
-
আধ্যাত্মিকা
-
The Zamindar and Royats
-
যৎকিঞ্চিৎ
-
রামারঞ্জিকা
-
বামাতোষিণী
-
গীতাঙ্কুর
-
কৃষিপাঠ
-
ডেভিড হেয়ারের জীবনচরিত
উৎস:

0
Updated: 23 hours ago
পদসঙ্গীত ধারার রূপকার ছিলেন কে?
Created: 12 hours ago
A
জয়দেব
B
গোবিন্দদাস
C
বিদ্যাপতি
D
চণ্ডীদাস
বিদ্যাপতি বাংলা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ নাম, যদিও তিনি বাঙালি কবি ছিলেন না। তাঁর পদসঙ্গীত ও বৈষ্ণব কবিতা বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। বিশেষত রাধাকৃষ্ণ বিষয়ক ব্রজবুলি পদ রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।
-
বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার হিসেবে পরিচিত।
-
তিনি মৈথিলি মাতৃভাষা ছাড়াও সংস্কৃত, অবহট্ঠট ও ব্রজবুলি ভাষায় পদাবলি রচনা করেন।
-
শৈব বংশে জন্মগ্রহণ করায় বহু শৈবসঙ্গীতও রচনা করেছিলেন।
-
তিনি ‘মৈথিল কোকিল’ ও ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত। অন্যান্য উপাধির মধ্যে ছিল নব কবিশেখর, কবিরঞ্জন, কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত।
-
তাঁর শ্রেষ্ঠ কীর্তি ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলি। বিদ্যাপতি সহস্রাধিক পদ রচনা করেছিলেন, যার মধ্যে পাঁচ শতাধিক পদে রাধাকৃষ্ণের উল্লেখ রয়েছে। অন্য পদগুলিতেও প্রেমলীলা বিষয়ক ধারা বহন করে।
-
মিথিলার রাজসভায় তিনি সংস্কৃত ও প্রাকৃত সাহিত্যের ভাষা, ছন্দ, শব্দ ও অলঙ্কারের ভাণ্ডার থেকে প্রেরণা নিয়ে রাধার প্রেমকে বর্ণনা করেন।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, “বিদ্যাপতির কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির গান মুরজবীণাসঙ্গিনী স্ত্রীকণ্ঠগীতি।”
-
রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কাব্যকে “রাজকণ্ঠের মণিমালা” বলে অভিহিত করেছেন।

0
Updated: 12 hours ago
আলাওল কোন শতকের কবি ছিলেন?
Created: 1 month ago
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 1 month ago
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে কয় ভাগে ভাগ করেছেন??
Created: 1 week ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
• লোক কথা বা লোক কাহিনী:
গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণনা করা হলে তাকে লোক কথা বা লোক কাহিনী বলা হয়ে থাকে।
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে ৩ ভাগ্যে ভাগ করেছেন।
১। রূপকথা,
২) উপকথা,
৩)ব্রতকথা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 week ago