'সত্যপীরের পুঁথি' কাব্যের রচয়িতা -
A
শাহ মুহম্মদ সগীর
B
ফকির গরীবুল্লাহ্
C
আলাওল
D
দৌলত কাজী
উত্তরের বিবরণ
‘সত্যপীরের পুঁথি’ কাব্যের রচয়িতা ফকির গরীবুল্লাহ। তিনি পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হিসেবে পরিচিত।
ফকির গরীবুল্লাহ:
-
হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত হাফিজপুর গ্রামের অধিবাসী ছিলেন।
-
তাঁর কাব্যসমূহ মিশ্র ভাষারীতিতে রচিত।
প্রধান রচিত কাব্যসমূহ:
-
ইউসুফ জোলেখা
-
আমীর হামজা (প্রথম অংশ)
-
জঙ্গনামা
-
সোনাভান
-
সত্যপীরের পুঁথি
উৎস:

0
Updated: 22 hours ago
সুফিয়া কামালের গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
অভিযাত্রিক
B
কেয়ার কাঁটা
C
সাঁঝের মায়া
D
উদাত্ত পৃথিবী
কেয়ার কাঁটা সুফিয়া কামালের একটি গল্পগ্রন্থ।
সুফিয়া কামাল:
- সুফিয়া কামাল, যাঁকে 'জননী সাহসিকা' নামে খ্যাতি প্রাপ্ত, মূলত একজন কবি ছিলেন।
- তিনি বাংলাদেশের একজন কীর্তিসম্পন্ন কবি, লেখিকা এবং নারী আন্দোলনের পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লায়।
- সুফিয়া কামাল ১৯৪৭ সালে প্রকাশিত 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তাঁর প্রথম গল্প 'সৈনিক বধূ' ১৯২৩ সালে রচিত এবং বরিশালের 'তরুণ' পত্রিকায় প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মায়া কাজল।
গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা।

0
Updated: 1 week ago
আবু জাফর শামসুদ্দীনের সম্পাদনায় কোন পত্রিকাটি প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
নয়া সড়ক
B
ক্রান্তি
C
কণ্ঠস্বর
D
অগত্যা
'নয়া সড়ক' পত্রিকা
-
ধরণ: বার্ষিক সাহিত্যপত্র
-
প্রকাশের সাল: ১৯৪৮
-
প্রথম সম্পাদক: আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলি
-
বিশেষত্ব:
-
১৯৪৭ সালের ভারত ভাগের পর স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত।
-
মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হত।
-
আজ ‘দুষ্প্রাপ্য’ হিসেবে বাংলা একাডেমীতে সংরক্ষিত।
-
-
নামকরণের তাৎপর্য: নতুনের দিকে যাত্রার প্রত্যাশা প্রকাশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 weeks ago
‘কাদম্বিনী’ - কোন গল্পের প্রধান চরিত্র?
Created: 1 week ago
A
নষ্টনীড়
B
দেনাপাওনা
C
জীবিত ও মৃত
D
সমাপ্তি

0
Updated: 1 week ago