'বিরাগী' শব্দের অর্থ কী?
A
উদাসীন
B
প্রতিকূল
C
রাগহীন
D
বিশেষভাবে রুষ্ট
উত্তরের বিবরণ
বিরাগী (বিশেষণ)
-
শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত।
-
অর্থ হলো: উদাসীন, আসক্তিহীন এবং নিঃস্পৃহ।
-
বিরাগী শব্দের অর্থ অনুরাগী শব্দের সম্পূর্ণ বিপরীত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী?
Created: 2 weeks ago
A
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
B
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
C
কোনটি চরাচরের, আর কোনটি নয়
D
কোনটি আচার্যের, আর কোনটি নয়
চর্যাপদ
চর্যাপদের মূল নাম ‘চর্যাচর্যবিনিশ্চয়’।
-
এটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন।
-
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এই পুথি আবিষ্কার করেন।
শব্দ বিশ্লেষণ:
-
চর্যাচর্য (বিশেষ্য): অর্থ হলো – “আচরণযোগ্য ও অনাচরণীয়”, অর্থাৎ কী পালনযোগ্য এবং কী বর্জনীয়।
-
বিনিশ্চয় (বিশেষ্য): অর্থ হলো – “স্থির সিদ্ধান্ত” বা “নিঃসন্দেহে নির্ধারিত বিষয়”।
পূর্ণ ব্যাখ্যা:
-
সুতরাং, চর্যাচর্যবিনিশ্চয় অর্থ হলো: “কোনটি আচরণযোগ্য আর কোনটি অনাচরণীয়, তা যে গ্রন্থে বা গীতিকবিতায় স্থিরভাবে নির্ধারিত হয়েছে”।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি

0
Updated: 2 weeks ago
‘জিজীবিষা' শব্দটির অর্থ কী?
Created: 3 days ago
A
জীবননাশের ইচ্ছা
B
বেঁচে থাকার ইচ্ছা
C
জীবনকে জানার ইচ্ছা
D
জীবন-জীবিকার পথ
জিজীবিষা একটি বিশেষ্য পদ, যার অর্থ হলো বেঁচে থাকার ইচ্ছা বা জীবনের আকাঙ্খা। সুধীন্দ্রনাথ দত্ত উল্লেখ করেছেন যে এটি তখনকার মরণাতঙ্কের সরাসরি উত্তরসাক্ষ্য নয়। সহজভাবে বললে, ‘বাঁচতে ইচ্ছা’-কে এক কথায় প্রকাশ করা যায় জিজীবিষা হিসেবে।
একই ধরনের অন্যান্য এক কথায় প্রকাশগুলো হলো:
-
হনন করার ইচ্ছা – জিঘাংসা
-
গমন করার ইচ্ছা – জিগমিষা
-
বিজয় লাভের ইচ্ছা – বিজিগীষা
-
জয় করার ইচ্ছা – জিগীষা
-
নিন্দা করার ইচ্ছা – জুগুপ্সা
-
ভোজন করার ইচ্ছা – বুভুক্ষা
-
লাভ করার ইচ্ছা – লিপ্সা
-
দেখবার ইচ্ছা – দিদৃক্ষা
-
বলবার ইচ্ছা – বিবক্ষা

0
Updated: 3 days ago
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
Created: 4 weeks ago
A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান

0
Updated: 4 weeks ago