রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন?
A
উইলিয়াম কেরি
B
ঈশ্বরচন্দ্র গুপ্ত
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি বাংলা গদ্যকে সমৃদ্ধ, প্রাণবন্ত ও গতিশীল করে তোলেন। তাঁর রচনায় ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ ব্যবহার করে গদ্যে সৃজনশীলতা ও গতি আনা হয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা গদ্যের বৈশিষ্ট্য:
-
সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্পগুণান্বিত লেখা
-
সাহিত্যগুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম গদ্য রচনা
-
বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন
প্রশংসা:
-
রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের ‘প্রথম শিল্পী’ হিসেবে অভিহিত করেছেন।
উৎস:

0
Updated: 22 hours ago
'মৈমনসিংহ গীতিকা' সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?
Created: 1 week ago
A
১৯১৯ সালে
B
১৯২১ সালে
C
১৯২৩ সালে
D
১৯২৬ সালে
• মৈমনসিংহ গীতিকা:
-
এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে।
-
এ পালাগানগুলো সম্পাদনা করে 'মৈমনসিংহ গীতিকা' ১৯২৩ সালে গ্রন্থাকারে প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন।
-
গ্রন্থটি বিষয়মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে।
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 week ago
'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার' - কে রচনা করেছেন?
Created: 2 weeks ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
রাজা রামমোহন রায়
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
রামরাম বসু
বাখ্যা:
-
বেদান্তগ্রন্থ ও বেদান্তসার গ্রন্থদ্বয় রচনা করেন রাজা রামমোহন রায়, যিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ হিসেবে খ্যাত।
-
জীবনী সংক্ষেপ:
-
জন্ম: ১৭৭২ সালের ২২ মে, হুগলী জেলার রাধানগর গ্রামে সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুগল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং ব্রিটিশ পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট, ১৮২৮ সালে কলকাতায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
শিব প্রসাদ রায় ছদ্মনামে মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন।
-
-
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
বেদান্তগ্রন্থ
-
বেদান্তসার
-
ভট্টাচার্যের সহিত বিচার
-
গোস্বামীর সহিত বিচার
-
সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
-
গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি
-
সুতরাং, বেদান্তগ্রন্থ ও বেদান্তসার হলো রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মীয় রচনা।

0
Updated: 2 weeks ago
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম—
Created: 6 days ago
A
কালকূট
B
সুনন্দ
C
জাবালি
D
চিত্রগুপ্ত
• নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম — সুনন্দ।
অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম- কালকূট ও ভ্রমর।
- বিমল মিত্রের ছদ্মনাম- জাবালি।
- সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম- চিত্রগুপ্ত।

0
Updated: 6 days ago