মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্যধারা-
A
জীবনী সাহিত্য
B
বৈষ্ণব সাহিত্য
C
লোক সাহিত্য
D
মঙ্গলকাব্য
উত্তরের বিবরণ
মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্যধারা হলো লোকসাহিত্যধারা। বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্তকালকে মধ্যযুগ বলা হয়। এই সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিকতা, যেখানে মানবতার গুরুত্ব তুলনামূলকভাবে গৌণ।
মধ্যযুগের প্রধান সাহিত্যধারা:
-
বৈষ্ণব সাহিত্য
-
মঙ্গলকাব্য
-
শাক্তপদ
-
অনুবাদ সাহিত্য
-
নাথ সাহিত্য
-
জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য
-
লোকসাহিত্যধারা
বৈশিষ্ট্য:
-
বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণ ও গুণের দিক থেকে সমৃদ্ধ।
-
লোকসাহিত্যধারা ব্যতিক্রমী, কারণ এতে ধর্ম বা দেব-দেবীর চেয়ে মানুষের গুরুত্ব বেশি এবং মানবিক প্রণয় ও কামনাকে প্রধান বিবেচনা করা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক?
Created: 2 months ago
A
ব্র্যাক ব্যাংক
B
ব্যাংক এশিয়া
C
ইস্টার্ন ব্যাংক
D
ডাচ বাংলা ব্যাংক
বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড – বাংলাদেশ
-
প্রবর্তক: ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ডের সহযোগিতায়
-
প্রবর্তনের তারিখ: ৫ জুলাই, ২০২৫
-
উদ্বোধক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর
-
প্রযুক্তি সরবরাহকারী: IDEX Biometrics, Kona I, Infineon Technologies
-
বিশেষত্ব:
-
পিন বা স্বাক্ষরের প্রয়োজন নেই
-
গ্রাহকের তথ্য সরাসরি কার্ডে সংরক্ষিত
-
হোমকিট ব্যবহার করে ঘরে বসেই ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন
-
মাস্টারকার্ডের আইডেন্টিটি থেফট প্রোটেকশন প্রযুক্তি দিয়ে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত
-
-
উদ্দেশ্য: গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি ও অপব্যবহার রোধ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা
0
Updated: 2 months ago
'ঠাকুর বাড়ির আঙিনায়' স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
বুদ্ধদেব বসু
B
জসীম উদ্দীন
C
নির্মলেন্দু গুণ
D
জীবনানন্দ দাশ
ঠাকুর বাড়ির আঙিনায়
-
'ঠাকুর বাড়ির আঙিনায়' জসীম উদ্দীন রচিত একটি স্মৃতিকথামূলক গ্রন্থ।
-
প্রকাশিত: ১৯৬১ সালে, নন্দিতা বসু প্রকাশিকা, ৫-১ রমানাথ মজুমদার স্ট্রীট, কলকাতা-৯।
-
বইটি শুরু এবং শেষ হয়েছে স্মৃতিভারাক্রান্ত ভঙ্গিতে। লেখক বর্ণনা করেছেন কীভাবে প্রথম রবীন্দ্রনাথের নাম শুনেছিলেন এবং কীভাবে তাঁর কবিতা পড়া শুরু করেছিলেন। বইতে ঠাকুর বাড়ির ভগ্নদশারও বিস্তৃত বর্ণনা আছে।
-
বইয়ে মূলত রবীন্দ্রনাথ নয়, বরং বেশি জোর আছে অবনীন্দ্রনাথ ঠাকুর-এর কথায়। অবনীন্দ্রনাথের সূত্রধরে জসীম উদ্দীনের ঠাকুর বাড়িতে পা ফেলার সুযোগ হয়েছিল।
-
অবনীন্দ্রনাথের মৃত্যুর পর বাড়িটি নিলাম হয়। বাংলার মহান শিল্পীর বাড়ি সংরক্ষিত হয়নি বলে লেখক দুঃখ প্রকাশ করেছেন। বর্তমানে বাড়িটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও জসীম উদ্দীন মন্তব্য করেছেন, "আজ ঠাকুর-বাড়ির সেই ইন্দ্রপুরী শ্মশানে পরিণত হইয়াছে।"
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম, মাতুলালয়।
-
পরিচিতি: প্রখ্যাত কবি, শিক্ষাবিদ; 'পল্লিকবি' নামে খ্যাত।
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
-
কলেজজীবনে রচিত ‘কবর’ কবিতা তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়; বিশ্ববিদ্যালয়ে এ কবিতা প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: নক্সীকাঁথার মাঠ
-
প্রথম কাব্যগ্রন্থ: রাখালী
স্মৃতিকথা:
-
যাদের দেখেছি
-
ঠাকুর বাড়ির আঙিনায়
ভ্রমণকাহিনি:
-
চলে মুসাফির
-
হলদে পীরের দেশ
-
যে দেশে মানুস বড়
-
জার্মানির শহরে ও বন্দরে
উপন্যাস:
-
বোবাকাহিনী
আত্মজীবনী:
-
জীবনকথা
কাব্যগ্রন্থ:
-
রাখালী
-
নক্সীকাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না
0
Updated: 1 month ago
'যদ্যপি আমার গুরু' কার রচনা?
Created: 1 month ago
A
হুমায়ূন আহমেদ
B
আলাউদ্দিন আল আজাদ
C
আহমদ ছফা
D
আব্দুশ শাকুর
যদ্যপি আমার গুরু’ গ্রন্থ
-
বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা রচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ।
-
দীর্ঘ এই স্মৃতিচারণমূলক রচনা প্রথমে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়।
-
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক-এর সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনের বিবরণ রয়েছে।
-
লেখক দীর্ঘ ২৭ বছর ধরে রাজ্জাক স্যারের সান্নিধ্য লাভ করেছিলেন এবং তাঁকে গুরু হিসেবে উল্লেখ করেছেন।
আহমদ ছফার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
সূর্য তুমি সাথী
-
উদ্ধার
-
একজন আলী কেনানের উত্থান পতন
-
অলাতচক্র
-
ওঙ্কার
-
গাভীবৃত্তান্ত
-
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
-
পুষ্পবৃক্ষ
-
বিহঙ্গ পুরাণ
0
Updated: 1 month ago