'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র কোনটি?
A
চন্দরা
B
চারুলতা
C
রতন
D
সুরবালা
উত্তরের বিবরণ
‘নষ্টনীড়’ ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত এবং একজন নিসঙ্গ নারীর জীবন ও অনুভূতি তুলে ধরে।
মূল চরিত্রসমূহ:
-
চারুলতা
-
অমল
-
ভূপতি
প্রসিদ্ধি:
-
এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালে চারুলতা নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র:
-
‘শাস্তি’—চন্দরা
-
‘সুরবালা’—একরাত্রি
-
‘রতন’—পোস্টমাস্টার
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্প:
-
শাস্তি
-
একরাত্রি
-
মধ্যবর্তিনী
-
ল্যাবরেটরী
-
সমাপ্তি
-
পোস্টমাস্টার
-
হৈমন্তী
-
ছুটি
-
দেনা পাওনা ইত্যাদি
উৎস:

0
Updated: 22 hours ago
ভুল বানান কোনটি?
Created: 3 days ago
A
নতিপত্র
B
মুহূর্ত
C
সর্বস্বান্ত
D
ত্রিনয়ন
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’নতিপত্র’ শব্দটি অশুদ্ধ এবং এর শুদ্ধ রূপ হলো নথিপত্র।
অর্থ:
-
কোনো বিষয়ে একসঙ্গে সংরক্ষিত কাগজপত্র; দলিল বা দস্তাবেজ।
উৎস:

0
Updated: 3 days ago
কাজী নজরুল ইসলামকে নিম্নলিখিত কোন পুরস্কার প্রদান করা হয়নি?
Created: 1 week ago
A
বাংলা একাডেমী পদক
B
একুশে পদক
C
জগত্তারিনী পদক
D
পদ্মভূষণ পদক
সঠিক উত্তর - ক) বাংলা একাডেমী পদক।
কাজী নজরুল ইসলামের সন্মান ও পুরস্কার:
- কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪৫ সালে তাঁকে জগত্তারিনী পুরস্কারে ভূষিত করে।
- ভারত সরকার ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে আনেন।
- ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী থেকে এবং ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে তাঁকে নাগরিকত্ব ও একুশে পদক প্রদান করা হয়।

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন কবে?
Created: 20 hours ago
A
১৯১৯ সালে
B
১৯১৭ সালে
C
১৯১৫ সালে
D
১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
-
১৯১৩ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত এশিয়ার প্রথম ব্যক্তি।
-
১৯১৫ সালে ইংরেজ সরকারের কাছ থেকে ‘নাইট’ উপাধি পান; ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এটি ফিরিয়ে দেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।

0
Updated: 20 hours ago