'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র কোনটি?
A
চন্দরা
B
চারুলতা
C
রতন
D
সুরবালা
উত্তরের বিবরণ
‘নষ্টনীড়’ ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত এবং একজন নিসঙ্গ নারীর জীবন ও অনুভূতি তুলে ধরে।
মূল চরিত্রসমূহ:
-
চারুলতা
-
অমল
-
ভূপতি
প্রসিদ্ধি:
-
এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালে চারুলতা নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র:
-
‘শাস্তি’—চন্দরা
-
‘সুরবালা’—একরাত্রি
-
‘রতন’—পোস্টমাস্টার
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্প:
-
শাস্তি
-
একরাত্রি
-
মধ্যবর্তিনী
-
ল্যাবরেটরী
-
সমাপ্তি
-
পোস্টমাস্টার
-
হৈমন্তী
-
ছুটি
-
দেনা পাওনা ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের পটভূমি কি?
Created: 2 weeks ago
A
সিপাহী যুদ্ধ
B
মুক্তিযুদ্ধ
C
দেশভাগ
D
ভাষা আন্দোলন
0
Updated: 2 weeks ago
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
Created: 2 months ago
A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন নাটক
-
প্রকাশ: ১৮৫২
-
রচয়িতা: তারাচরণ শিকদার
-
ধরন: বাংলা ভাষায় প্রথম মৌলিক মধুরান্তিক নাটক
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
ইংরেজি ও সংস্কৃত নাটকের আদর্শের সংমিশ্রণ
-
কাহিনি: অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ (মহাভারত অবলম্বন)
-
বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত
-
-
প্রথম প্রচেষ্টা: ‘কীর্তিবিলাস’ (বিয়োগান্ত নাটক)
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago
'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
১৭৮০ সাল
B
১৭২০ সাল
C
১৭৭৮ সাল
D
১৭৬৯ সাল
বাংলা ভাষার ব্যাকরণচর্চার ইতিহাসে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ছিল প্রথম পূর্ণাঙ্গ ও প্রামাণ্য বাংলা ব্যাকরণ, যা বাংলা ভাষাকে গবেষণার ক্ষেত্র হিসেবে বিশ্বে পরিচিত করে তোলে।
মূল তথ্যসমূহ:
-
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ১৭৭৮ সালে হুগলি থেকে প্রকাশিত হয়।
-
এটি ছিল ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণগ্রন্থ।
-
তিনি বাংলা ভাষাকে বিশ্লেষণমূলকভাবে উপস্থাপন করেন এবং ব্যাকরণে বাংলা উদাহরণ ও বাংলা লিপি ব্যবহার করেন—যা পূর্বে কেউ করেননি।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে সীমিত আকারে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন, তবে তা ছিল অনিয়মিত ও অসম্পূর্ণ।
-
হ্যালহেডই প্রথম নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণ রচনা করেন, যা পরবর্তী বাংলা ভাষাবিদদের জন্য ভিত্তি স্থাপন করে।
হ্যালহেড সম্পর্কে অতিরিক্ত তথ্য:
-
তিনি ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
-
পেশাগতভাবে তিনি ছিলেন একজন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।
0
Updated: 3 weeks ago