মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
A
গদ্যনির্ভর
B
ধর্মনির্ভর
C
কল্পনানির্ভর
D
রূপকথানির্ভর
উত্তরের বিবরণ
মধ্যযুগ বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্তকালকে বোঝায়। এই সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিকতা, যেখানে মানবতার গুরুত্ব তুলনামূলকভাবে গৌণ।
মধ্যযুগের প্রধান সাহিত্যধারা এবং বৈশিষ্ট্যসমূহ:
-
বৈষ্ণব সাহিত্য
-
মঙ্গলকাব্য
-
শাক্তপদ
-
অনুবাদ সাহিত্য
-
নাথ সাহিত্য
-
জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য
-
লোক সাহিত্যধারা
বিশেষ দ্রষ্টব্য:
-
বৈষ্ণব সাহিত্যধারা মধ্যযুগের সাহিত্যে পরিমাণ ও গুণের দিক থেকে সমৃদ্ধ।
-
লোক সাহিত্যধারা ব্যতিক্রমী, কারণ এতে ধর্ম বা দেব-দেবীর চেয়ে মানুষের গুরুত্ব বেশি, এবং মানবিক প্রণয় ও কামনাকে মূল বিবেচনা করা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যরীতিতে রচিত গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
ইতিহাসমালা
B
লিপিমালা
C
রাজাবলি
D
তোতা ইতিহাস
রাজাবলি গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা এবং বাংলা গদ্য সাহিত্যে প্রাথমিক আধুনিকতার পরিচায়ক। এতে কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধ কাহিনির ভিত্তিতে লেখা হয়েছে এবং গদ্যরীতি আরও সুষ্ঠু ও প্রাঞ্জল রূপ পেয়েছে।
-
রাজাবলি (১৮০৮) গ্রন্থটি আরবি ও ফারসি শব্দবাহুল্য সত্ত্বেও প্রাঞ্জল ভাষার জন্য মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য।
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অন্যান্য রচনা:
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলি
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
-
অন্য প্রারম্ভিক গদ্যকার ও তাদের গ্রন্থ:
-
উইলিয়াম কেরি: ইতিহাসমালা (১৮১২)
-
রামরাম বসু: লিপিমালা (১৮০২)
-
চণ্ডীচরণ মুর্শী: তোতা ইতিহাস (১৮০৫)
0
Updated: 1 month ago
মধ্যযুগের শেষ কবি কে?
Created: 5 months ago
A
আব্দুল হাকিম
B
বড়ু চণ্ডীদাস
C
আলাওল
D
ভারত চন্দ্র রায় গুণাকর
অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গলকাব্য রচনা করেন।
- রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে ‘মধ্যযুগের শেষ বড় কবি’ বলা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
কোনটি চন্দ্রাবতীর রচিত কাব্য?
Created: 2 months ago
A
মহুয়া
B
দস্যু কেনারামের পালা
C
কমলা
D
দেওয়ানা মদিনা
চন্দ্রাবতী:
- চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের ষোলো শতকের একজন উল্লেখযোগ্য নারী কবি।
- মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যর ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মধ্যযুগের তিনজন প্রধান নারী কবির একজন চন্দ্রাবতী।
- অপর দুইজন চণ্ডীদাস অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- তিনি পিতার আদেশে 'রামায়ণ' অনুবাদে হাত দেন। কিন্তু তা সমাপ্ত করার পূর্বে মারা যান।
- তাঁর রচনার বৈশিষ্ট্য ষোড়শ শতাব্দীর সামাজিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত করা।
• চন্দ্রাবতী রচিত কাব্যগুলো হলো:
- মলুয়া
- দস্যু কেনারামের পালা
- রামায়ণ।
অন্যদিকে,
- মহুয়া-দ্বিজ কানাই,
- কমলা- দ্বিজ ঈশান,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।
0
Updated: 2 months ago