কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
A
১৯৪৮, ফ্রান্স
B
১৯৪৯, সুইজারল্যান্ড
C
১৯৬১, রােম
D
১৯৫২, লন্ডন
উত্তরের বিবরণ
International Union for Conservation of Nature (IUCN) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফনটেনব্লু শহরে।
-
সদর দপ্তর: সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
-
সদস্য ও বিশেষজ্ঞ: বর্তমানে প্রায় ১,৪০০ সদস্য এবং প্রায় ১৭,০০০ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago
EU কী ধরনের সংগঠন?
Created: 5 months ago
A
অর্থনৈতিক
B
রাজনৈতিক
C
অর্থনৈতিক ও রাজনৈতিক
D
সামাজিক
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
ইউরোপিয়ান ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় অঞ্চলের দেশসমূহ নিয়ে গঠিত।
🔹 প্রতিষ্ঠা:
-
তারিখ: ১ নভেম্বর, ১৯৯৩
-
চুক্তি: মাস্ট্রিচ চুক্তি
-
এই চুক্তির মাধ্যমেই ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
সদর দপ্তর
-
ব্রাসেলস, বেলজিয়াম — এখানেই EU-এর প্রধান দপ্তর অবস্থিত।
সদস্য দেশসংখ্যা
-
মোট সদস্য দেশ: ২৭টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
সর্বশেষ যোগদানকারী দেশ
-
ক্রোয়েশিয়া — সর্বশেষ দেশ হিসেবে EU-তে যোগ দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ
১. অস্ট্রিয়া
২. বেলজিয়াম
৩. বুলগেরিয়া
৪. ক্রোয়েশিয়া
৫. সাইপ্রাস
৬. চেক প্রজাতন্ত্র
৭. ডেনমার্ক
৮. এস্তোনিয়া
৯. ফিনল্যান্ড
১০. ফ্রান্স
১১. জার্মানি
১২. গ্রীস
১৩. হাঙ্গেরি
১৪. আয়ারল্যান্ড
১৫. ইতালি
১৬. লাটভিয়া
১৭. লিথুয়ানিয়া
১৮. লুক্সেমবার্গ
১৯. মাল্টা
২০. নেদারল্যান্ডস
২১. পোল্যান্ড
২২. পর্তুগাল
২৩. রোমানিয়া
২৪. স্লোভাকিয়া
২৫. স্লোভেনিয়া
২৬. স্পেন
27. সুইডেন
উৎস: ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 5 months ago
A
জাপানের নাগাসাকিতে
B
অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
C
রাশিয়ার আশখাবাদে
D
কানাডার ভেঙ্কুবারে
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন ফ্রান্সের ফন্টেব্লিউতে অনুষ্ঠিত হয়।
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।
উৎস: IUCN ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
Save the children-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 2 months ago
A
এগল্যান্টাইন জেব
B
ডেভিড পেটন
C
ব্রায়ান মুলানি
D
চার্লস উয়াং
সেভ দ্য চিলড্রেন (Save the Children):-
-
এটি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (NGO)।
-
যুক্তরাজ্যভিত্তিক শিশুবিষয়ক প্রতিষ্ঠান।
-
বিশ্বের শীর্ষ শিশুবিষয়ক স্বাধীন সংস্থাগুলোর মধ্যে অন্যতম।
-
প্রতিষ্ঠা: ১৯১৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: ব্রিটিশ সমাজকর্মী এগল্যান্টাইন জেব (Eglantyne Jebb)।
-
সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
-
প্রাথমিক উদ্দেশ্য: যুদ্ধবিধ্বস্ত ইউরোপে ক্ষুধার্ত শিশুদের সহায়তা প্রদান।
-
বর্তমান অবস্থা: বিশ্বের বৃহত্তম স্বাধীন শিশু অধিকার সংস্থা হিসেবে ১১০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
🔹 মূল উদ্দেশ্য ও কার্যক্রম:
-
শিশুদের একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে বেড়ে ওঠার নিশ্চয়তা প্রদান।
-
দুর্যোগ ও সংকট থেকে শিশুদের সুরক্ষা।
-
শিশুদের সার্বিক উন্নয়নে বিনিয়োগ ও অধিকার নিশ্চিতকরণ।
উৎস: Save the Children ওয়েবসাইট।
0
Updated: 2 months ago