কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
A
১৯৪৮, ফ্রান্স
B
১৯৪৯, সুইজারল্যান্ড
C
১৯৬১, রােম
D
১৯৫২, লন্ডন
উত্তরের বিবরণ
International Union for Conservation of Nature (IUCN) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফনটেনব্লু শহরে।
-
সদর দপ্তর: সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
-
সদস্য ও বিশেষজ্ঞ: বর্তমানে প্রায় ১,৪০০ সদস্য এবং প্রায় ১৭,০০০ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত।

0
Updated: 22 hours ago
স্মাইল ট্রেন (Smile Train) কোন বিষয়ে কাজ করে?
Created: 3 weeks ago
A
মানবাধিকার
B
পরিবেশ সংরক্ষণ
C
শিশুদের শিক্ষা
D
তালুকাটা ও ঠোঁটকাটা শিশুদের চিকিৎসা
স্মাইল ট্রেন (Smile Train):-
-
একটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
-
লক্ষ্য: জন্মগত ঠোঁটকাটা (cleft lip) এবং তালুকাটা (cleft palate) শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং তাদের মুখে সুন্দর হাসি ফিরিয়ে আনা।
-
প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং এবং ব্রায়ান মুলান।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
কর্মক্ষেত্র: ৯৫টিরও বেশি উন্নয়নশীল দেশ।
-
অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
-
১৯৯৯ সাল থেকে Smile Train-এর সমর্থনে ২০ লক্ষেরও বেশি ক্লেফট সার্জারি সম্পন্ন হয়েছে।
উৎস: Smile Train ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে?
Created: 3 months ago
A
ESCAP
B
FAO
C
UNCHR
D
UNEP
CIRDAP
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
উৎস: CIRDAP ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 3 weeks ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago