বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
A
জেনেভা
B
প্যারিস
C
গ্লাসগো
D
ব্রাসেলস
উত্তরের বিবরণ
কপ সম্মেলনের আয়োজনের স্থান ও তারিখসমূহ: কপ (COP) সম্মেলনগুলি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা ও চুক্তি প্রণয়নের জন্য অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সময়সূচি ও আয়োজনের স্থান নিম্নরূপ:
-
কপ-২৬: অনুষ্ঠিত হয়েছে গ্লাসগো, স্কটল্যান্ড, ৩১ অক্টোবর – ১২ নভেম্বর, ২০২১।
-
কপ-২৭: অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর, ২০২২ সালে।
-
কপ-২৮: অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত, ২০২৩ সালে।
0
Updated: 1 month ago
সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
Created: 1 month ago
A
Weapons of Mass Destruction
B
Worldwide Mass Destruction
C
Weapons of Missile Defence
D
Weapons for Massive Destruction
WMD-এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction বা গণবিধ্বংসী অস্ত্র। এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৩৭ সালে বোমারু বিমানের ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা বোঝাতে।
পরবর্তীতে এটি এমন সব অস্ত্রকে বোঝাতে ব্যবহার করা হয় যা স্বল্প সময়ে বিপুল পরিমাণ প্রাণহানি ও ধ্বংস ডেকে আনতে পারে। ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট দেশটিতে আক্রমণ চালায়।
Weapons of Mass Destruction-এর অন্তর্ভুক্ত অস্ত্রগুলো হলো
-
Nuclear Weapon
-
Chemical Weapon
-
Biological Weapon
0
Updated: 1 month ago
'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
মার্থা ন্যুসবাম
B
জোসেফ স্টিগলিটজ
C
অমর্ত্য সেন
D
জন রাউলস
অমর্ত্য সেন (Amartya Sen)
-
অমর্ত্য সেন একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক, যিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি দারিদ্র ও দুর্ভিক্ষের সমস্যা নিয়ে গভীর গবেষণার জন্য বিশ্বব্যাপী সম্মানিত।
-
অমর্ত্য সেন হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস, ট্রিনিটি কলেজ, অক্সফোর্ড, এবং ক্যামব্রিজের সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন।
-
১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার ছিলেন।
-
তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটি সংস্থার একজন ট্রাস্টি।
-
প্রথম ভারতীয় শিক্ষাবিদ হিসেবে তিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন।
-
এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
-
২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে ৬০ বছরের কম বয়সী ভারতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়।
-
২০১০ সালে তিনি বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।
লেখক ও গ্রন্থাবলি:
-
অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলি ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
-
তার উল্লেখযোগ্য গ্রন্থ The Idea of Justice, যা জন রলসের A Theory of Justice (1971)-এর মূল তত্ত্বগুলোর সমালোচনা ও পরিমার্জন।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে -
Created: 2 months ago
A
ইউএমএনও
B
বারিসান ন্যাশনাল
C
পার্টি পেরিকাতান
D
পাকাতান-হারুপান
মাহাথির মোহাম্মদ
ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে পরিচিত। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে আসেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পাঁচবার ধারাবাহিকভাবে সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। দীর্ঘ সময়ের অবসরের পর, ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্নীতি কেলেঙ্কারির কারণে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন।
রাজনীতিতে যাত্রা:
মাহাথির মোহাম্মদ ২১ বছর বয়সে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (UMNO) বা সংক্ষেপে আমনো-তে যোগ দেন। তখন তিনি ডাক্তারি পেশায় কর্মরত ছিলেন এবং নিজ এলাকায় সাত বছর ধরে চিকিৎসা করতেন। ১৯৬৪ সালে তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন, কিন্তু ১৯৬৯ সালে তিনি আসন হারান এবং দল থেকে বরখাস্ত হন।
প্রধানমন্ত্রী হিসেবে কর্মকাণ্ড:
১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৮০-এর দশকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক রূপান্তরে তার অবদান বিশেষভাবে প্রশংসিত হয়। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার রাজনৈতিক জোট ছিল পাকাতান হারাপান।
শেষ পদত্যাগ:
ফেব্রুয়ারি ২০২০ সালে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মোট ২৪ বছর তিনি দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং মালয়েশিয়ার রাজনীতিতে তাকে প্রায়শই 'টাইটানিক' হিসেবে সম্বোধন করা হয়।
উৎস: Britannica
0
Updated: 2 months ago