প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
A
সেপ্টেম্বর মাসের প্রথম সােমবার
B
অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
C
আগস্ট মাসের শেষ সােমবার (ভুল উত্তর ব্যাখ্যা দেখুন)
D
অক্টোবর মাসের প্রথম সােমবার
উত্তরের বিবরণ
জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার শুরু হয়। এই অধিবেশনটি গণনা করা হয় সেই প্রথম সপ্তাহ থেকে যেখানে অন্তত একটি কার্যদিবস থাকে।
-
সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ পাঁচ জন প্রতিনিধি পাঠাতে পারে, তবে ভোটাধিকার প্রত্যেকের একটি করে।
-
সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
-
সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে।
-
সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।
-
বর্তমান ৭৫তম অধিবেশনের সভাপতি হলেন তুরস্কের ভলকান বজকির।

0
Updated: 23 hours ago
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন -
Created: 1 week ago
A
ভিক্টরিয়া নুল্যান্ড
B
আনালেনা বায়েরবোক
C
ফিলেমন ইয়াং
D
তিজ্জানি মোহাম্মদ-বান্ডে
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ৮০তম অধিবেশনের সভাপতি
-
৮০তম অধিবেশনের সভাপতি: আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)
-
জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
-
৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন।
-
জাতিসংঘ সাধারণ পরিষদ (General Assembly):
-
জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
সকল সদস্য রাষ্ট্র (বর্তমানে ১৯৩টি) এর প্রতিনিধিত্ব থাকে।
-
বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয়, যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
-
সংবিধানের চতুর্থ অধ্যায় (৯–২২ অনুচ্ছেদ) এ সাধারণ পরিষদ সম্পর্কিত নির্দেশনা রয়েছে।
পূর্ববর্তী সভাপতি:
-
৭৯তম অধিবেশনের সভাপতি ছিলেন ফিলেমন ইয়াং, ক্যামেরুনের প্রাক্তন প্রধানমন্ত্রী।

0
Updated: 1 week ago
জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত কত সালে?
Created: 2 days ago
A
১৯৪৬ সালে
B
১৯১৯ সালে
C
১৯৫০ সালে
D
১৯৪৫ সালে
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা ১৯৪৫ সালে গৃহীত হয় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে।
-
স্বাক্ষরের তারিখ: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি
লক্ষ্য ও উদ্দেশ্য (Article 1–2)
-
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা
-
রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন
-
মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন
-
আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
-
সার্বভৌমত্ব, সমতা ও অ-হস্তক্ষেপের নীতি রক্ষা
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট সদস্য: ১৫
-
স্থায়ী সদস্য: ৫ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স)
-
অস্থায়ী সদস্য: ১০ (নির্বাচিত হয় ২ বছরের জন্য)
-
ভেটো ক্ষমতা: শুধুমাত্র ৫ স্থায়ী সদস্যের হাতে
-
সদস্য সংখ্যা বৃদ্ধি: ১৯৪৫ সালে ৫০টি দেশ দিয়ে শুরু, আগস্ট ২০২৫ পর্যন্ত মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টি

0
Updated: 2 days ago
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
Created: 2 months ago
A
৪৮ টি
B
৫০ টি
C
৫১ টি
D
৬০ টি
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations Organization) বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন।
-
এটি পূর্বের জাতিপুঞ্জের (League of Nations) পরবর্তী প্রজন্মের প্রতিষ্ঠান।
-
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
-
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
সনদ স্বাক্ষরের স্থান ছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মোট ৫১টি।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিঃদ্রঃ
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘের সনদে স্বাক্ষর করেন।
-
সানফ্রান্সিসকো সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি উপস্থিত না থাকলেও, পোল্যান্ড ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে।
-
সুতরাং, পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago