প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
A
সেপ্টেম্বর মাসের প্রথম সােমবার
B
অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
C
আগস্ট মাসের শেষ সােমবার (ভুল উত্তর ব্যাখ্যা দেখুন)
D
অক্টোবর মাসের প্রথম সােমবার
উত্তরের বিবরণ
জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার শুরু হয়। এই অধিবেশনটি গণনা করা হয় সেই প্রথম সপ্তাহ থেকে যেখানে অন্তত একটি কার্যদিবস থাকে।
-
সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ পাঁচ জন প্রতিনিধি পাঠাতে পারে, তবে ভোটাধিকার প্রত্যেকের একটি করে।
-
সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
-
সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে।
-
সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।
-
বর্তমান ৭৫তম অধিবেশনের সভাপতি হলেন তুরস্কের ভলকান বজকির।
0
Updated: 1 month ago
বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় -
Created: 4 weeks ago
A
২৪ জুন
B
২৬ জুন
C
২২ অক্টোবর
D
২৪ অক্টোবর
জাতিসংঘ দিবস প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়, যা জাতিসংঘের প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার প্রতি সম্মান প্রদর্শনের জন্য উৎসর্গীকৃত।
-
সান ফ্রান্সিসকো সম্মেলন (২৫ এপ্রিল – ২৬ জুন, ১৯৪৫) হলো জাতিসংঘ প্রতিষ্ঠার মূল সম্মেলন
-
সম্মেলনের উদ্দেশ্য: একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ, প্রধান: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স
-
২৪ অক্টোবর, ১৯৪৫: নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন ও স্বাক্ষর করে
-
মোট স্বাক্ষরকারী দেশ: ৫১টি
-
এই কারণে ২৪ অক্টোবর-কে জাতিসংঘের জন্মদিন হিসেবে বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়
0
Updated: 4 weeks ago
আন্তর্জাতিক মুদ্রা তহবিল SDR-এর গঠনতন্ত্র সংশোধন করেছিল -
Created: 4 weeks ago
A
১৯৬১ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৭১ সালে
D
১৯৭৯ সালে
SDR (Special Drawing Rights) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের আন্তর্জাতিক মুদ্রা ইউনিট, যা দেশগুলো তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে। এটি কোনো দেশের স্থানীয় মুদ্রা নয়, বরং একটি বৈশ্বিক আর্থিক সহায়তার মাধ্যম।
-
প্রয়োজন ও ব্যবহার:
-
দেশের মুদ্রার মান কমলে বা আর্থিক সংকট দেখা দিলে SDR ব্যবহার করে IMF থেকে সাহায্য নেওয়া যায়।
-
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করে।
-
-
মূল বৈশিষ্ট্য:
-
IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করে।
-
SDR-এর মূল্যমান নিয়মিত হালনাগাদ করা হয়।
-
মান নির্ধারণ করা হয় প্রতিদিন লন্ডনের সময় দুপুরে স্পট এক্সচেঞ্জ হারের ভিত্তিতে।
-
-
ইতিহাস ও পুনঃসংজ্ঞা:
-
১৯৭১ সালের ১৫ আগস্ট, যখন মার্কিন ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক সাময়িকভাবে স্থগিত হয়, তখন ব্রেটন উডস চুক্তি ভেঙ্গে পড়ে।
-
ফলশ্রুতিতে ১৯৭৩ সালে SDR পুনরায় সংজ্ঞায়িত করা হয় এবং একাধিক মুদ্রার ঝুড়ির সাথে যুক্ত করা হয়।
-
-
IMF তহবিল সংগ্রহের উৎস:
-
সদস্য চাঁদা
-
ঋণ গ্রহণ
-
দ্বিপক্ষীয় ঋণচুক্তি
-
সংক্ষিপ্তভাবে: SDR হলো IMF-এর তৈরি একটি আন্তর্জাতিক মুদ্রা ইউনিট, যা দেশের আর্থিক সহায়তা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়।
0
Updated: 4 weeks ago
জাতিসংঘ শান্তিরক্ষীরা কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
গ্রিন হেলমেট
B
হোয়াইট হেলমেট
C
ব্লু হেলমেট
D
রেড হেলমেট
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (UN Peacekeeping Force)
• জাতিসংঘ শান্তিরক্ষীরা তাদের স্বতন্ত্র নীল হেলমেট বা বেরেট এর জন্য “Blue Helmet” নামে পরিচিত
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়
• বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৩টি [আগস্ট ২০২৫ পর্যন্ত]
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে
• আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় ২৯ মে
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago