'তাসখন্দ চুক্তি' কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
A
পাকিস্তান ও আফগানিস্তান
B
ভারত ও আফগানিস্তান
C
পাকিস্তান ও ভারত
D
আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
উত্তরের বিবরণ
১৯৬৬ সালের ১০ জানুয়ারি তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়, যা কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটায়। এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের উজবেকিস্তানের তাসখন্দে সম্পন্ন হওয়ায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামে পরিচিত।
তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান চুক্তিতে স্বাক্ষর করেন।
• ১৯৬৬ সালের ১০ জানুয়ারি চুক্তি স্বাক্ষরিত।
• চুক্তি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে আপাত অবসান ঘটায়।
• চুক্তি সম্পন্ন হয় তাসখন্দে, উজবেকিস্তান।
• মধ্যস্থতা করেন এ্যালেক্সি কোসিজিন।
• স্বাক্ষরকারীরা ছিলেন লালবাহাদুর শাস্ত্রী ও আইয়ূব খান।
0
Updated: 1 month ago
কার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 4 weeks ago
A
কনস্তান্তিন চেরনেনকো
B
আলেক্সি কোসিগিন
C
মিখাইল গর্বাচেভ
D
ইউরি আন্দ্রোপভ
তাসখন্দ চুক্তি হলো ১৯৬৬ সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি, যা কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আপাত অবসান নিশ্চিত করে।
-
চুক্তি সম্পন্ন হয় উজবেকিস্তানের তাসখন্দে, যা তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ।
-
স্বাক্ষরিত হয় তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের মধ্যস্থতায়, ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এর মধ্যে।
-
তাসখন্দ সম্মেলনে বিশ্বের প্রধান পরাশক্তিগুলো বিবদমান দুই রাষ্ট্রকে পূর্বের চুক্তিগুলো মেনে চলার জন্য চাপ প্রয়োগ করে।
-
চুক্তির প্রক্রিয়া শুরু হয় ১৯৬৬ সালের ৪ জানুয়ারি এবং চূড়ান্ত রূপ লাভ করে ১০ জানুয়ারি।
-
পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি তাসখন্দে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যা পরে ষড়যন্ত্রমূলক তত্ত্ব হিসেবে উপমহাদেশে পরিচিতি পায়।
0
Updated: 4 weeks ago
তাসখন্দ চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Created: 1 month ago
A
ভারত ও নেপাল
B
ভারত ও উজবেকিস্তান
C
ভারত ও পাকিস্তান
D
পাকিস্তান ও আফগানিস্তান
তাসখন্দ চুক্তি (Tashkent Agreement):
-
চুক্তির ধরন: দ্বিপাক্ষিক শান্তি চুক্তি
-
পটভূমি: ১৯৬৫ সালের আগস্টে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধ শুরু হয়। যুদ্ধের অবসান ঘটাতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মধ্যস্থতা করে।
স্বাক্ষরের তারিখ ও স্থান:
-
তারিখ: ১০ জানুয়ারি, ১৯৬৬
-
স্থান: তাসখন্দ, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান উজবেকিস্তান)
প্রধান অংশগ্রহণকারীরা:
-
ভারতের পক্ষে: প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী
-
পাকিস্তানের পক্ষে: প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব খান
-
মধ্যস্থতাকারী: সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন
গুরুত্বপূর্ণ দিক:
-
উভয় দেশ যুদ্ধবিরতি মেনে নেয়।
-
যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাওয়ার অঙ্গীকার করা হয়।
-
উভয় পক্ষ বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের অঙ্গীকার করে।
উল্লেখযোগ্য ঘটনা:
-
চুক্তি স্বাক্ষরের পরদিনই (১১ জানুয়ারি, ১৯৬৬) ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যু ঘটে।
0
Updated: 1 month ago
’তাসখন্দ চুক্তিতে‘ পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন কে?
Created: 1 month ago
A
লাল বাহাদুর শাস্ত্রী
B
মোহাম্মদ আইয়ুব খান
C
মোহাম্মদ আলী জিন্নাহ
D
ইস্কান্দার মির্জা
তাসখন্দ চুক্তি হলো একটি দ্বিপাক্ষিক শান্তি চুক্তি, যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তির মধ্যস্থতাকারী ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
-
স্বাক্ষরের তারিখ ও স্থান:
-
তারিখ: ১০ জানুয়ারি, ১৯৬৬
-
স্থান: তাসখন্দ, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান উজবেকিস্তান)
-
-
প্রধান অংশগ্রহণকারীরা:
-
ভারতের পক্ষে: প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী
-
পাকিস্তানের পক্ষে: প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব খান
-
মধ্যস্থতাকারী: সোভিয়েত নেতা আলেক্সি কোসিগিন
-
-
প্রেক্ষাপট:
-
১৯৬৫ সালের আগস্ট মাসে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধ শুরু হয়।
-
0
Updated: 1 month ago