'বুনা > বোনা' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A
পরাগত স্বরসঙ্গতি
B
প্রগত স্বরসঙ্গতি
C
মধ্যগত স্বরসঙ্গতি
D
অন্যোন্য স্বরসঙ্গতি
উত্তরের বিবরণ
স্বরসঙ্গতি হলো সেই ঘটনা যখন একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটে।
উদাহরণ
-
দেশি > দিশি
-
বিলাতি > বিলিতি
প্রকারভেদ:
-
প্রগত স্বরসঙ্গতি: আদিস্বরের প্রভাবে অন্ত্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: মুলা > মুলো, শিকা > শিকে, তুলা > তুলো -
পরাগত স্বরসঙ্গতি: অন্ত্যস্বরের প্রভাবে আদ্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: বুনা > বোনা, দেশি > দিশি -
মধ্যগত স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য উভয়ের প্রভাবে মধ্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: বিলাতি > বিলিতি, ভিখারি > ভিখিরি -
অন্যোন্য স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য উভয় স্বরই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়।
উদাহরণ: মোজা > মুজো
উৎস:
0
Updated: 1 month ago
ম-এর উচ্চারণ [অঁ]-এর মতো হয়েছে নিচের কোন শব্দে?
Created: 1 month ago
A
স্মরণ
B
যুগ্ম
C
জন্ম
D
গুল্ম
ম বর্ণের সাধারণ উচ্চারণ [ম]। তবে শব্দে ম-ফলার অবস্থান অনুযায়ী এর উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। শব্দের প্রথম বর্ণে ম-ফলা থাকলে উচ্চারণে [অঁ]-এর মতো ধ্বনি শোনা যায়।
উদাহরণ
-
শ্মশান [শঁশান্]
-
স্মরণ [শঁরোন্]
শব্দের মধ্যে ম-ফলা থাকলে বর্ণ উচ্চারণে সাধারণত দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক ধ্বনি যুক্ত হয়।
উদাহরণ
-
আত্মীয় [আত্তিঁয়ো]
-
পদ্ম [পদ্দোঁ]
তবে কিছু ক্ষেত্রে ম-ফলায় ম্ ধ্বনির আসল উচ্চারণ অক্ষুণ্ন থাকে।
উদাহরণ
-
যুগ্ম [জুগ্মো]
-
জন্ম [জন্মো]
-
গুল্ম [গুল্মো]
উৎস:
0
Updated: 1 month ago
অর্থ অনুসারে শব্দের শ্রেণিবিভাগের অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 1 month ago
A
মৌলিক শব্দ
B
যৌগিক শব্দ
C
রূঢ়ি শব্দ
D
যোগরূঢ় শব্দ
অর্থ অনুযায়ী শব্দগুলোকে তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়। এই শ্রেণিবিভাগে মৌলিক শব্দ অন্তর্ভুক্ত নয়।
-
যৌগিক শব্দ
-
রূঢ়ি শব্দ
-
যোগরূঢ় শব্দ
মৌলিক শব্দ অর্থানুসারে এই শ্রেণিবিভাগের অন্তর্ভুক্ত নয়।
0
Updated: 1 month ago
বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
Created: 2 months ago
A
আসক্তি
B
আকাঙ্ক্ষা
C
যোগ্যতা
D
আসত্তি
একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথা - ১. আকাঙ্ক্ষা ২. আসত্তি এবং ৩. যোগ্যতা । বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন - চন্দ্র পৃথিবীর চারদিকে ..... বললে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না । আরো কিছু শোনার ইচ্ছা হয়। কিন্তু চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে বললে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়।
0
Updated: 2 months ago