'ত্ত' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
A
ক্ + ত
B
ত্ + ক
C
ত্ + ত
D
ও্ + ত
উত্তরের বিবরণ
সংযুক্ত বর্ণের শুদ্ধরূপ হলো ত্ + ত = ত্ত। বাংলা ভাষায় একাধিক বর্ণ মিলিত হয়ে যুক্তবর্ণ তৈরি হয় এবং এগুলো শুদ্ধভাবে লিখতে জানা প্রয়োজন।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো
-
ক্ + ত = ক্ত
-
ঙ্ + গ = ঙ্গ
-
ভ্ + র = ভ্র
-
ত্ + থ = ত্থ
-
ঙ্ + ক = ঙ্ক
-
হ্ + ম = হ্ম
উৎস:

0
Updated: 23 hours ago
‘গরমিল’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 week ago
A
মিল ও অমিল
B
অমিলের সদৃশ
C
মিলের অভাব
D
গর ও মিল
গরমিল সমাসের ব্যাসবাক্য - "মিলের অভাব"। এটি একটি অব্যয়ীভাব সমাস।

0
Updated: 1 week ago
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
Created: 1 month ago
A
প্রলয়
B
খণ্ডিত
C
নিঃশ্বাস
D
অনুপম
• বিশেষ নিয়মে ‘ক্ত’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ:
ক্ত- প্রত্যয় যুক্ত হলে নিন্মলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’-কার হয়।
যেমন:
• √পঠ + ক্ত; √পঠ +ই + ত্ = পঠিত।
এরূপ-
• √ক্ষুধ্ + ত = ক্ষুধিত।
• √খণ্ড্ + ত্ = খণ্ডিত।
• √ব্যাথ্ + ত্ = ব্যথিত।
• √শিক্ষ্ + ত = শিক্ষিত।
অন্যদিকে,
• ‘প্রলয়’ শব্দটি তৎসম উপসর্গ ‘প্র’ যোগে গঠিত।
• বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ- নিঃ + শ্বাস = নিঃশ্বাস।
• তৎসম উপসর্গ ‘অনু’ যোগে গঠিত শব্দ অনুপম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'নবছিদ্র' শব্দটির উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
Created: 1 week ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
উত্তর: খ) ৩ টি অক্ষর পাওয়া যায়।
ব্যাখ্যা:• অক্ষর:এর ইংরেজি নাম - syllable. অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাই একে শব্দাংশ ও বলা হয়।
অক্ষর মূলত দুই প্রকার।যথা-- মুক্তাক্ষর: টানা যাবে না (যেমন- ক/লা)- বদ্ধাক্ষর: টানা যাবে (যেমন- দিন, রাত)
যেমন: 'বিশ্ববিদ্যালয়' শব্দে ৫টি অক্ষর রয়েছে (বি + শ্ব + বি + দ্যা + লয়)।
'নবছিদ্র' শব্দের উচ্চারণ হল: নবোছিদ্রো।
'নবছিদ্র' শব্দটির উচ্চারণ বিশ্লেষণ:- নবো (প্রথম অক্ষর);- ছিদ্ (দ্বিতীয় অক্ষর);- রো (তৃতীয় অক্ষর)।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago