বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কে?
A
রাজা রামমোহন রায়
B
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
C
মানোএল দা আসুম্পসাঁউ
D
উইলিয়ম কেরী
উত্তরের বিবরণ
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ ও বৈয়াকরণ। ওয়ারেন হেস্টিংসের অনুরোধে তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনায় উদ্যোগী হন এবং এর মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ রচয়িতা।
-
তাঁর রচিত A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়।
-
এটি বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণগ্রন্থ হিসেবে স্বীকৃত।
-
বাংলা সংস্কৃতি ও ভাষার ইতিহাসে হ্যালহেডের সবচেয়ে বড় অবদান হলো তাঁর এই ব্যাকরণগ্রন্থ রচনা।
উৎস:
0
Updated: 1 month ago
‘দহন’ শব্দের বিশেষণ রূপ কোনটি?
Created: 1 month ago
A
দহনকারী
B
দাহ্য
C
দাহ্যনীয়
D
দগ্ধ
দহন [দহোন্] একটি বিশেষ্য।
শব্দের অর্থ—
-
দগ্ধকরণ; জ্বালা; পোড়া; দাহ।
-
অগ্নি (যেমন: বেহান বিকাল যায় দহন সেবনে—কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)।
-
আলঙ্কারিক অর্থে যন্ত্রণা (যেমন: হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়—চণ্ডীদাস)।
সম্পর্কিত পদ ও অর্থ—
-
দাহক (বিশেষণ) : দহনকারী বা দাহ সৃষ্টিকারী।
-
দহনকারী : বিশ্বদহন ক্রোধ।
-
দহনক্রিয়া (বিশেষ্য) : জ্বলনের কাজ; দহনক্রিয়ার অর্থ দ্রুতবেগে অক্সিজেনের সঙ্গে মিলন।
-
দাহ্য / দহনীয় (বিশেষণ) : দহনের উপযুক্ত বা দহনযোগ্য।
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?
Created: 3 weeks ago
A
কল্লোল
B
সবুজপত্র
C
সংবাদ প্রভাকর
D
সমকাল
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে মাসিক ‘সবুজপত্র’ পত্রিকা। এটি ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক আন্দোলনের সূচনা কেন্দ্র, যা ভাষার রূপান্তর ও আধুনিকতার পথে নতুন দিগন্ত উন্মোচন করে।
সবুজপত্র সম্পর্কে মূল তথ্যসমূহ:
-
সম্পাদক: প্রমথ চৌধুরী
-
প্রথম প্রকাশ: ১৯১৪ খ্রিস্টাব্দে, বাংলা ১৩২১ সালের বৈশাখ মাসে
-
গুরুত্ব: বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার ভূমিকা অনন্য।
-
অবদান: সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি প্রচলন ও প্রতিষ্ঠা করে বাংলা ভাষাকে করে তোলে আরও স্বাভাবিক ও সাবলীল।
-
রবীন্দ্রনাথের সম্পৃক্ততা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকায় লেখার মাধ্যমে চলিত রীতির সহজতা ও স্বাচ্ছন্দ্য অনুধাবন করেন এবং পরবর্তীতে তাঁর লেখাতেও এই রীতির ব্যবহার দেখা যায়।
-
প্রভাব: সাহিত্য অঙ্গনে ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি প্রভাবশালী সাহিত্যিক গোষ্ঠীর জন্ম দেয়, যা বাংলা সাহিত্যের আধুনিক ধারাকে এগিয়ে নিয়ে যায়।
0
Updated: 3 weeks ago
'মেঘ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 3 weeks ago
A
জলধর
B
পয়োধর
C
জলদ
D
উদক
‘মেঘ’ শব্দের বাংলা ভাষায় একাধিক সমার্থক শব্দ রয়েছে, যেগুলোর প্রত্যেকটি মেঘের বিভিন্ন রূপ, গুণ বা ভাবকে প্রকাশ করে। একইভাবে, ‘জল’ শব্দেরও বহু সমার্থক রূপ রয়েছে, যা প্রাচীন ও আধুনিক উভয় সাহিত্যেই বহুল ব্যবহৃত।
‘মেঘ’-এর সমার্থক শব্দসমূহ:
-
বারিদ
-
জলধর
-
অম্বুদ
-
পয়োধর
-
নীরদ
-
জলদ
-
জীমূত
-
তোয়দ
-
পর্জন্য
-
পয়োদ
-
বলাহক
-
তোয়ধর
‘জল’-এর সমার্থক শব্দসমূহ:
-
অম্বু
-
জীবন
-
নীর
-
পানি
-
সলিল
-
উদক
-
বারি
-
অপ
-
তোয়
-
অর্ণঃ
0
Updated: 3 weeks ago