ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি?
A
শরীর > শরীল
B
চক্র > চক্ক
C
ধোবা > ধোপা
D
পদ্ম > পদ্দ
উত্তরের বিবরণ
ব্যঞ্জন বিকৃতি ঘটে তখনই যখন শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনিতে রূপ নেয়।
উদাহরণ
-
কবাট > কপাট
-
ধোবা > ধোপা
-
ধাইমা > দাইমা
অন্যদিকে
বিষমীভবন হলো দুটি সমবর্ণের মধ্যে একটির পরিবর্তন।
উদাহরণ
-
শরীর > শরীল
-
লাল > নাল
প্রগত সমীভবন ঘটে যখন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয় এবং পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়ে যায়।
উদাহরণ
-
চক্র > চক্ক
-
পক্ব > পক্ক
-
পদ্ম > পদ্দ
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা ভাষায় কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
Created: 1 month ago
A
ক
B
য়
C
হ
D
প
কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি
-
কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি: হ
-
সংজ্ঞা:
কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়। -
উদাহরণ:
-
হাতি শব্দের ‘হ’ হলো কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
'চাকু' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
চীনা
B
তুর্কি
C
পর্তুগিজ
D
হিন্দি
✦ শব্দ: চাকু (বিশেষ্য পদ)
Language Origin: তুর্কি
Meaning / অর্থ:
-
ফলার ধারালো দিক ভাঁজ করে হাতলে ঢুকিয়ে রাখা যায় এমন ছোট ছুরি।
✦ অন্যান্য তুর্কি উৎসের বাংলা শব্দসমূহ
-
বাবা
-
কোর্মা
-
খাতুন
-
উজবুক
-
চাকু
-
তোপ
-
বাবুর্চি
0
Updated: 1 month ago
নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
Created: 1 month ago
A
কবিতায়
B
গানে
C
ছোটগল্পে
D
নাটকে
বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসারণ করে চলে এমন পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।
0
Updated: 1 month ago