'যায়' শব্দে কোন দ্বিস্বরধ্বনি ব্যবহৃত হয়েছে?
A
আই্
B
আএ্
C
অএ্
D
ওই্
উত্তরের বিবরণ
‘যায়’ শব্দে [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [এ্] অর্ধস্বরধ্বনি মিলিত হয়ে দ্বিস্বরধ্বনি [আএ্] তৈরি হয়েছে। দ্বিস্বরধ্বনি তখনই গঠিত হয় যখন একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়।
উদাহরণস্বরূপ, ‘লাউ’ শব্দে [আ] পূর্ণ স্বরধ্বনি ও [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] সৃষ্টি করেছে।
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ হলো
-
[আই্]: তাই, নাই
-
[এই্]: সেই, নেই
-
[আও্]: যাও, দাও
-
[আএ্]: খায়, যায়
-
[উই্]: দুই, রুই
-
[অএ্]: নয়, হয়
-
[ওউ্]: মৌ, বউ
-
[ওই্]: কৈ, দই
-
[এউ্]: কেউ, ঘেউ
উৎস:
0
Updated: 1 month ago
কোন বানানটি অশুদ্ধ?
Created: 3 weeks ago
A
পরাহ্ণ
B
অপরাহ্ণ
C
প্রাহ্ণ
D
পূর্বাহ্ন
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, যখন তৎসম শব্দে ‘অপর’, ‘পরা’, ‘পূর্ব’, ‘প্রা’ ইত্যাদি উপসর্গ-এর সঙ্গে ‘অহ্ন’ প্রত্যয় যুক্ত হয়, তখন ‘অহ্ন’ শব্দের দন্ত্য ন (ন) পরিবর্তিত হয়ে মূর্ধন্য ণ (ণ) হয়। এই পরিবর্তনের ফলে শব্দগুলো প্রমিত রূপে গঠিত হয়।
উদাহরণ:
-
অপর + অহ্ন = অপরাহ্ণ
-
পরা + অহ্ন = পরাহ্ণ
-
প্রা + অহ্ন = প্রাহ্ণ
-
পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ
প্রমিত বানানের নিয়ম অনুযায়ী:
-
“পূর্বাহ্ন” বানানটি অশুদ্ধ,
-
এর শুদ্ধ প্রমিত রূপ হলো — ‘পূর্বাহ্ণ’।
0
Updated: 3 weeks ago
কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
Created: 2 months ago
A
ইশারা বা অঙ্গভঙ্গি
B
অর্থদ্যোতকতা
C
মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
D
জনসমাজের ব্যবহার যোগ্যতা
ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। মানুষের কন্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন কে ভাষা বলে।
গলনালি, মুখবিবর, কন্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে বাকযন্ত্র বলে। ইশারা বা অঙ্গভঙ্গির সাহাযে মনের ভাব সম্পুর্ণ রূপে প্রকাশ পাই না। তাই এটি ভাষার অন্তর্ভুক্ত নয়।
0
Updated: 2 months ago
'ত্ত' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 1 month ago
A
ক্ + ত
B
ত্ + ক
C
ত্ + ত
D
ও্ + ত
সংযুক্ত বর্ণের শুদ্ধরূপ হলো ত্ + ত = ত্ত। বাংলা ভাষায় একাধিক বর্ণ মিলিত হয়ে যুক্তবর্ণ তৈরি হয় এবং এগুলো শুদ্ধভাবে লিখতে জানা প্রয়োজন।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো
-
ক্ + ত = ক্ত
-
ঙ্ + গ = ঙ্গ
-
ভ্ + র = ভ্র
-
ত্ + থ = ত্থ
-
ঙ্ + ক = ঙ্ক
-
হ্ + ম = হ্ম
উৎস:
0
Updated: 1 month ago