ম-এর উচ্চারণ [অঁ]-এর মতো হয়েছে নিচের কোন শব্দে?
A
স্মরণ
B
যুগ্ম
C
জন্ম
D
গুল্ম
উত্তরের বিবরণ
ম বর্ণের সাধারণ উচ্চারণ [ম]। তবে শব্দে ম-ফলার অবস্থান অনুযায়ী এর উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। শব্দের প্রথম বর্ণে ম-ফলা থাকলে উচ্চারণে [অঁ]-এর মতো ধ্বনি শোনা যায়।
উদাহরণ
-
শ্মশান [শঁশান্]
-
স্মরণ [শঁরোন্]
শব্দের মধ্যে ম-ফলা থাকলে বর্ণ উচ্চারণে সাধারণত দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক ধ্বনি যুক্ত হয়।
উদাহরণ
-
আত্মীয় [আত্তিঁয়ো]
-
পদ্ম [পদ্দোঁ]
তবে কিছু ক্ষেত্রে ম-ফলায় ম্ ধ্বনির আসল উচ্চারণ অক্ষুণ্ন থাকে।
উদাহরণ
-
যুগ্ম [জুগ্মো]
-
জন্ম [জন্মো]
-
গুল্ম [গুল্মো]
উৎস:
0
Updated: 1 month ago
সাধু রীতির বৈশিষ্ট্য নয় কোনটি?
Created: 1 month ago
A
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
B
তৎসম শব্দবহুল।
C
সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে।
D
বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী।
সাধু রীতির বৈশিষ্ট্য নয়— বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী হওয়া। সাধু রীতি মূলত লেখ্য ভাষায় ব্যবহার হয় এবং এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে।
সাধু রীতি
-
বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
-
এ রীতি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল।
-
সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী।
-
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
চলিত রীতি
-
চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি শিষ্ট ও ভদ্রজনের কথ্য ভাষা হিসেবে প্রচলিত ছিল, বর্তমানে তা পরিবর্তিত রূপ লাভ করেছে।
-
এ রীতি তদ্ভব শব্দবহুল।
-
চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য এটি বেশি উপযোগী।
-
সাধু রীতির সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত হয়ে সহজতর রূপ গ্রহণ করে। বহু বিশেষ্য ও বিশেষণেও একই রকম পরিবর্তন ঘটে।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়?
Created: 1 month ago
A
সন্তান
B
সৎমা
C
ঢাকী
D
ঘোষজা
শ্নটি হলো: “কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক?” অর্থাৎ, যে শব্দের পুরুষবাচক রূপ নেই, শুধু নারী বা স্ত্রীকে বোঝায়। এখানে সঠিক উত্তর হল সৎমা
0
Updated: 1 month ago
'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago