ম-এর উচ্চারণ [অঁ]-এর মতো হয়েছে নিচের কোন শব্দে?
A
স্মরণ
B
যুগ্ম
C
জন্ম
D
গুল্ম
উত্তরের বিবরণ
ম বর্ণের সাধারণ উচ্চারণ [ম]। তবে শব্দে ম-ফলার অবস্থান অনুযায়ী এর উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। শব্দের প্রথম বর্ণে ম-ফলা থাকলে উচ্চারণে [অঁ]-এর মতো ধ্বনি শোনা যায়।
উদাহরণ
-
শ্মশান [শঁশান্]
-
স্মরণ [শঁরোন্]
শব্দের মধ্যে ম-ফলা থাকলে বর্ণ উচ্চারণে সাধারণত দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক ধ্বনি যুক্ত হয়।
উদাহরণ
-
আত্মীয় [আত্তিঁয়ো]
-
পদ্ম [পদ্দোঁ]
তবে কিছু ক্ষেত্রে ম-ফলায় ম্ ধ্বনির আসল উচ্চারণ অক্ষুণ্ন থাকে।
উদাহরণ
-
যুগ্ম [জুগ্মো]
-
জন্ম [জন্মো]
-
গুল্ম [গুল্মো]
উৎস:

0
Updated: 23 hours ago
'সমাস' শব্দের ব্যুৎপত্তি কোনটি?
Created: 1 week ago
A
সম্ + √ অ + মস্
B
সম্ + √ অ + অস্
C
সম্ + √ অস্ + অ
D
সম্ + √ অস্
সমাস
ব্যুৎপত্তি:
‘সমাস’ শব্দের ব্যুৎপত্তি হলো – সম্ + √অস্ + অ।
সংজ্ঞা:
অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একত্রিত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
অর্থ:
সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
সমাসের কাজ:
-
ভাষাকে সংক্ষেপ করা।
-
নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা।
-
শব্দ গঠন সহজ করা।
সমাস আলোচনার ক্ষেত্র:
সমাস মূলত শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
‘লঙ্কাবাটা” এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
Created: 2 weeks ago
A
লঙ্কা ও বাটা
B
যা লঙ্কা তাই, বাটা
C
লঙ্কার বাটা
D
বাটা যে লঙ্কা
লঙ্কাবাটা = বাটা যে লঙ্কা। কর্মধারয় সমাস।

0
Updated: 2 weeks ago
ভুল বানান কোনটি?
Created: 3 days ago
A
নতিপত্র
B
মুহূর্ত
C
সর্বস্বান্ত
D
ত্রিনয়ন
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’নতিপত্র’ শব্দটি অশুদ্ধ এবং এর শুদ্ধ রূপ হলো নথিপত্র।
অর্থ:
-
কোনো বিষয়ে একসঙ্গে সংরক্ষিত কাগজপত্র; দলিল বা দস্তাবেজ।
উৎস:

0
Updated: 3 days ago