অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
A
ই্
B
উ্
C
এ্
D
অ্
উত্তরের বিবরণ
অর্ধস্বরধ্বনি নয় ‘অ্’। অর্থাৎ বাংলা ভাষার অর্ধস্বরধ্বনির তালিকায় ‘অ্’ অন্তর্ভুক্ত নয়। অর্ধস্বরধ্বনি সেই ধ্বনিগুলোকে বলা হয়, যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না।
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি মোট চারটি
-
ই্
-
উ্
-
এ্
-
ও্
স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো এগুলো উচ্চারণ করার সময় দীর্ঘ বা টেনে উচ্চারণ করা যায়। কিন্তু অর্ধস্বরধ্বনি দীর্ঘ করা যায় না।
উদাহরণস্বরূপ
-
'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [ই্] অর্ধস্বরধ্বনি।
-
'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [উ্] অর্ধস্বরধ্বনি।
উৎস:
0
Updated: 1 month ago
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
Created: 3 weeks ago
A
৬
B
৮
C
৯
D
৭
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
সমাধান:
মৌলিক সংখ্যা (Prime Number) হলো এমন সংখ্যা যা ১ এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এই শর্ত পূরণ করে এমন সংখ্যা হলো—
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯
∴ ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ৮টি।
0
Updated: 3 weeks ago
"মহৌৎসুক্য' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
মহা + ওৎসুক্য
B
মহ + ঔৎসুক্য
C
মহা + ঔৎসুক্য
D
মহঃ + ঔৎসুক্য
সন্ধির নিয়ম অনুযায়ী, যখন প্রথম পদের শেষে অ-ধ্বনি বা আ-ধ্বনি এবং দ্বিতীয় পদের শুরুতে ও-ধ্বনি বা ঔ-ধ্বনি থাকে, তখন তাদের সংযোগে ঔ-ধ্বনি সৃষ্টি হয়। বানানে এটি ঔ-কারের রূপে প্রকাশিত হয়ে আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
আ + ঔ = ঔ
-
মহা + ঔৎসুক্য = মহৌৎসুক্য
-
মহা + ঔদার্য = মহৌদার্য
-
মহা + ঔদাস্য = মহৌদাস্য
-
-
অ + ঔ = ঔ
-
পরম + ঔষধ = পরমৌষধ
-
চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য
-
দিব্য + ঔষধ = দিব্যৌষধ
-
0
Updated: 3 weeks ago
"মহারাজের জয় হোক।" - কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
বিবৃতিমূলক
B
অনুজ্ঞাসূচক
C
প্রার্থনাসূচক
D
আবেগবাচক
"মহারাজের জয় হোক।" — এটি একটি প্রার্থনাসূচক বাক্য।
ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য হলো এমন বাক্য যেখানে ইচ্ছা, প্রার্থনা বা উচ্ছ্বাস প্রকাশ পায়। একে ইচ্ছাসূচক বা ইচ্ছাবোধক বাক্যও বলা হয়।
যেমন—
-
মহারাজের জয় হোক।
-
আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।
(উৎস:
0
Updated: 1 month ago