'ব্রাহ্মণ' শব্দের 'হ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
A
ক্ + ষ
B
ষ্ + হ
C
হ্ + ম
D
ম্ + হ
উত্তরের বিবরণ
‘ব্রাহ্মণ’ শব্দের মধ্যে ব্যবহৃত ‘হ্ম’ যুক্তবর্ণ আসলে হ্ + ম বর্ণের সমন্বয়ে গঠিত। বাংলা ভাষায় এ ধরনের একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যুক্তবর্ণ তৈরি করে। যুক্তবর্ণকে আবার দুটি ভাগে ভাগ করা হয়— স্বচ্ছ যুক্তবর্ণ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ। যে যুক্তবর্ণগুলো দেখলে সহজে বোঝা যায়, সেগুলোকে স্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়। আর যেগুলো সহজে চেনা যায় না, সেগুলোকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়।
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো
-
ক্ + স = ক্স
-
ক্ + ষ = ক্ষ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + ন = হ্ন
-
ষ + ণ = ষ্ণ
-
ক্ + ষ + ম = ক্ষ্ম
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অশ্রুজলে চোখ ভেসে গেল।
B
সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
C
অঙ্ক কষিতে ভুল করিওনা
D
আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
শুদ্ধ বাক্য: সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
0
Updated: 1 month ago
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
Created: 2 months ago
A
দ্বিগু
B
অব্যয়ীভাব
C
বহুবীহি
D
কর্মধারয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস
0
Updated: 2 months ago
শুদ্ধ বানান নির্ণয় করুন-
Created: 1 month ago
A
বুদ্ধিজীবি
B
গোধূলী
C
অন্তর্জগত
D
প্রোজ্জ্বল
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী শুদ্ধ ও অশুদ্ধ বানান পার্থক্য ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো।
-
শুদ্ধ বানান: প্রোজ্জ্বল
-
অশুদ্ধ বানান ও সংশোধিত শুদ্ধ রূপ:
-
গোধূলি → গোধূলী
-
বুদ্ধিজীবি → বুদ্ধিজীবী
-
অন্তর্জগৎ → অন্তর্জগত
-
উৎস:
0
Updated: 1 month ago