বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরণের স্যাটেলাইট হবে?
A
কমিউনিকেশন স্যাটেলাইট
B
ওয়েদার স্যাটেলাইট
C
আর্থ অবজারভেশন স্যাটেলাইট
D
ন্যাভিগেশন স্যাটেলাইট
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকার রাশিয়া সরকারের সহযোগিতায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে।
এটি মূলত আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা সম্ভব হবে।
• বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির।
• এতে অপটিক্যাল ভিএইচআর-সার (Synthetic Aperture Radar-SAR) প্রযুক্তি ব্যবহার করা হবে।
• Glavkosmos, রাশিয়া এই স্যাটেলাইটটি প্রস্তুত ও উৎক্ষেপণ করবে।
• Glavkosmos হল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos-এর অঙ্গ প্রতিষ্ঠান।
• চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (BSCL)।
• চুক্তি স্বাক্ষরিত হয় ২ ফেব্রুয়ারি ২০২২।

0
Updated: 1 day ago