বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
A
১ জুন ২০১৪
B
১ জুন ২০১৫
C
১ জুলাই ২০১৫
D
১ জুলাই ২০১৬
উত্তরের বিবরণ
বাংলাদেশের অর্থনৈতিক স্তর ও মাথাপিছু আয়ঃ
-
বিশ্বব্যাংকের মতে, মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
-
২০১৫ সালের ১ জুলাই, বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৫ মার্কিন ডলারের অধিক হওয়ায় বিশ্বব্যাংক দেশটিকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে।
-
বর্তমানে, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহিত করে?
Created: 1 month ago
A
ICSID
B
IBRD
C
IDA
D
IFC
বিশ্বব্যাংক গ্রুপ হলো এমন একটি আর্থিক সংস্থা, যা ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
International Finance Corporation (IFC)
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
International Development Association (IDA)
IFC (International Finance Corporation)
-
প্রতিষ্ঠিত: ২০ জুলাই, ১৯৫৬
-
বর্তমান সদস্য দেশ: ১৮৬টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন
-
মূল সেবা: ঋণ (Loans), ইক্যুইটি বিনিয়োগ (Equity Investments), ঝুঁকি ব্যবস্থাপনা (Risk Management), টেকনিক্যাল সহায়তা (Advisory Services)
0
Updated: 1 month ago
বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পে প্রথমবারের মতো অর্থায়ন করবে- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
জাইকা
B
বিশ্বব্যাংক
C
এশীয় উন্নয়ন ব্যাংক
D
দক্ষিণ কোরিয়া
মেট্রোরেল প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন
-
বাংলাদেশে প্রথমবারের মতো কোনো মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে বিশ্বব্যাংক।
-
এই লাইনের মাধ্যমে পুরান ঢাকা মেট্রো নেটওয়ার্কের আওতায় আসবে।
-
বিশ্বব্যাংকের অর্থায়নে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-২ প্রকল্প গাবতলী, পুরান ঢাকা এবং ডেমরাকে যুক্ত করবে।
-
এমআরটি-২ প্রকল্পটি কিছুটা সংশোধন করা হয়েছে; রুটের দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার থেকে কমিয়ে ২৫ কিলোমিটারে আনা হয়েছে।
-
এই রুটে উড়াল ও পাতাল উভয় অংশ থাকবে।
উল্লেখযোগ্য তথ্য:
-
এর আগে জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং দক্ষিণ কোরিয়া মেট্রো প্রকল্পে অর্থায়ন করেছে।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম গুগল পে কার্যক্রম চালু করে?
Created: 1 month ago
A
এবি ব্যাংক
B
সিটি ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
ব্র্যাক ব্যাংক
গুগল পে হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, যা পূর্বে গুগল ওয়ালেট নামে পরিচিত ছিল।
-
বাংলাদেশে এই ডিজিটাল সেবা ২৪ জুন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
-
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।
-
গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা প্রদান করছে।
-
আপাতত গুগল পে সেবা সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ, তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এতে যুক্ত হতে পারে।
উৎস:
0
Updated: 1 month ago